ETV Bharat / state

Priyanka Gandhi: বছরের শুরুতেই রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধি ! হাঁটবেন ভারত জোড়ো যাত্রায় - পঞ্চায়েত নির্বাচন

কন্যাকুমারী থেকে কাশ্মীর, ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) হাঁটছেন রাহুল গান্ধি ৷ মধ্যপ্রদেশে তাঁর সঙ্গে পা মিলিয়েছেন কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাও (Priyanka Gandhi) ৷ আগামী 28 ডিসেম্বর বাংলাতেও এই কর্মসূচি শুরু হচ্ছে ৷ সাগর থেকে শুরু হয়ে পাহাড়ে শেষ হবে পদযাত্রা ৷ জানুয়ারিতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন প্রিয়াঙ্কা ৷

congress-leader-priyanka-gandhi-take-part-in-bharat-jodo-yatra-in-kolkata
Priyanka Gandhi: বছরের শুরুতেই রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধি ! হাঁটবেন  ভারত জোড়ো যাত্রায়
author img

By

Published : Dec 10, 2022, 6:49 PM IST

Updated : Dec 10, 2022, 7:03 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: গঙ্গা সাগরের কপিল মুনির আশ্রম থেকে পশ্চিমবঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) শুরু হতে চলেছে আগামী 28 ডিসেম্বর । সেই যাত্রায় জাতীয় কংগ্রেস (Congress) নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে আগেই জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতারা । শনিবার প্রদেশ কংগ্রেস কমিটির এক শীর্ষ নেতার দাবি, "ভারত জোড়ো যাত্রায় বঙ্গে পা মেলাবেন প্রিয়াঙ্কা গান্ধিও (Priyanka Gandhi) । ইতিমধ্যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে । প্রিয়াঙ্কা ছাড়াও রাহুল গান্ধিকেও (Rahul Gandhi) আমন্ত্রণ জানানো হয়েছে । কিন্তু, রাহুল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় উপস্থিত থাকতে পারবেন না ।’’

তিনি আরও জানান, রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), দ্বিগবিজয় সিংদেরও আমন্ত্রণ জানানো হয়েছে । ফলে তাঁদের মধ্যে অনেকেই প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন । তবে প্রিয়াঙ্কা গান্ধি কবে আসছেন, তার দিনক্ষণ ঠিক হয়নি । আগামী 20 ডিসেম্বরের পর, তা জানা যাবে বলে ওই নেতা জানিয়েছেন । তাই, চলতি বছরেই তাঁর বঙ্গে আসার সম্ভাবনা কম । বরং, নতুন বছরের শুরুতেই তিনি বঙ্গে পা রাখবেন । কয়েক সপ্তাহ আগে কংগ্রেস কেন্দ্রীয় কমিটির নেতা শ্রী জয়রাম রমেশ একথা জানিয়েছিলেন । তিনিও থাকবেন বলে উল্লেখ করেছিলেন ।

জাতীয় কংগ্রেসের কমিটির পক্ষে 'ভারত জোড়ো যাত্রা'র অন্যতম ব্যবস্থাপক আনন্দ মাধব । তিনি বলেন, "বঙ্গের ভারত জোড়ো যাত্রা অতিক্রম করবে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর (পূর্ব ও পশ্চিম), উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর (উত্তর ও দক্ষিণ) এবং দার্জিলিং৷ অর্থাৎ সাগর থেকে পাহাড় । দীর্ঘ 800 কিলোমিটার যাত্রা 55 দিনে পুরো করা হবে । সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যর নেতৃত্বে এই যাত্রা সংগঠিত হতে চলেছে । এই যাত্রা সূচনা করবেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । মাঝে মাঝে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বরা যোগ দেবেন ।’’

কংগ্রেস নেতাদের আরও বক্তব্য, "এই যাত্রা শুধু মাত্র কোনও দলের নয় ৷ এ যাত্রা পুরো ভারতবর্ষের ৷ এ যাত্রা দেশ জোড়ার যাত্রা । মানুষকে বর্তমান সরকারের কুসাশন থেকে মুক্ত করার । ভারত জোড়ো যাত্রার মুখ্য বার্তা হল, ভয় পেয়ো না, মানুষকে ভালোবাসো ।’’

একই সঙ্গে কংগ্রেসের অভিযোগ, পশ্চিমবঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ । চতুর্দিকে চুরি, দুনীর্তি, অত্যাচারের সরকার চলছে । তৃণমূল (Trinamool Congress) এবং ভারতীয় জনতা পার্টির (BJP) বোঝাপড়াও দেখতে পাওয়া যাচ্ছে । এর থেকে বাঁচাতে একমাত্র কংগ্রেস ৷

এদিকে ভারত জোড়ো যাত্রা যে সমস্ত জেলাগুলো অতিক্রম করবে সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কংগ্রেস নেতারা । যাতে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি পায় । কারণ, সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) । আর তার পরেই লোকসভা ভোট । তাই, জনসংযোগে ও কংগ্রেসের প্রতি মানুষের ভরসা ফেরাতে কোনও রকম চেষ্টার খামতি রাখতে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ।

আরও পড়ুন: কপিল মুনির আশ্রম থেকে দার্জিলিং, এরাজ্যেও শুরু হচ্ছে 'ভারত জোড়ো যাত্রা'

কলকাতা, 10 ডিসেম্বর: গঙ্গা সাগরের কপিল মুনির আশ্রম থেকে পশ্চিমবঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) শুরু হতে চলেছে আগামী 28 ডিসেম্বর । সেই যাত্রায় জাতীয় কংগ্রেস (Congress) নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে আগেই জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতারা । শনিবার প্রদেশ কংগ্রেস কমিটির এক শীর্ষ নেতার দাবি, "ভারত জোড়ো যাত্রায় বঙ্গে পা মেলাবেন প্রিয়াঙ্কা গান্ধিও (Priyanka Gandhi) । ইতিমধ্যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে । প্রিয়াঙ্কা ছাড়াও রাহুল গান্ধিকেও (Rahul Gandhi) আমন্ত্রণ জানানো হয়েছে । কিন্তু, রাহুল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় উপস্থিত থাকতে পারবেন না ।’’

তিনি আরও জানান, রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), দ্বিগবিজয় সিংদেরও আমন্ত্রণ জানানো হয়েছে । ফলে তাঁদের মধ্যে অনেকেই প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন । তবে প্রিয়াঙ্কা গান্ধি কবে আসছেন, তার দিনক্ষণ ঠিক হয়নি । আগামী 20 ডিসেম্বরের পর, তা জানা যাবে বলে ওই নেতা জানিয়েছেন । তাই, চলতি বছরেই তাঁর বঙ্গে আসার সম্ভাবনা কম । বরং, নতুন বছরের শুরুতেই তিনি বঙ্গে পা রাখবেন । কয়েক সপ্তাহ আগে কংগ্রেস কেন্দ্রীয় কমিটির নেতা শ্রী জয়রাম রমেশ একথা জানিয়েছিলেন । তিনিও থাকবেন বলে উল্লেখ করেছিলেন ।

জাতীয় কংগ্রেসের কমিটির পক্ষে 'ভারত জোড়ো যাত্রা'র অন্যতম ব্যবস্থাপক আনন্দ মাধব । তিনি বলেন, "বঙ্গের ভারত জোড়ো যাত্রা অতিক্রম করবে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর (পূর্ব ও পশ্চিম), উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর (উত্তর ও দক্ষিণ) এবং দার্জিলিং৷ অর্থাৎ সাগর থেকে পাহাড় । দীর্ঘ 800 কিলোমিটার যাত্রা 55 দিনে পুরো করা হবে । সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যর নেতৃত্বে এই যাত্রা সংগঠিত হতে চলেছে । এই যাত্রা সূচনা করবেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । মাঝে মাঝে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বরা যোগ দেবেন ।’’

কংগ্রেস নেতাদের আরও বক্তব্য, "এই যাত্রা শুধু মাত্র কোনও দলের নয় ৷ এ যাত্রা পুরো ভারতবর্ষের ৷ এ যাত্রা দেশ জোড়ার যাত্রা । মানুষকে বর্তমান সরকারের কুসাশন থেকে মুক্ত করার । ভারত জোড়ো যাত্রার মুখ্য বার্তা হল, ভয় পেয়ো না, মানুষকে ভালোবাসো ।’’

একই সঙ্গে কংগ্রেসের অভিযোগ, পশ্চিমবঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ । চতুর্দিকে চুরি, দুনীর্তি, অত্যাচারের সরকার চলছে । তৃণমূল (Trinamool Congress) এবং ভারতীয় জনতা পার্টির (BJP) বোঝাপড়াও দেখতে পাওয়া যাচ্ছে । এর থেকে বাঁচাতে একমাত্র কংগ্রেস ৷

এদিকে ভারত জোড়ো যাত্রা যে সমস্ত জেলাগুলো অতিক্রম করবে সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কংগ্রেস নেতারা । যাতে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি পায় । কারণ, সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) । আর তার পরেই লোকসভা ভোট । তাই, জনসংযোগে ও কংগ্রেসের প্রতি মানুষের ভরসা ফেরাতে কোনও রকম চেষ্টার খামতি রাখতে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ।

আরও পড়ুন: কপিল মুনির আশ্রম থেকে দার্জিলিং, এরাজ্যেও শুরু হচ্ছে 'ভারত জোড়ো যাত্রা'

Last Updated : Dec 10, 2022, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.