ETV Bharat / state

Adhir Writes Letter to PM Modi: গঙ্গা পরিষদের বৈঠকের আগে তিন জেলার ভাঙন নিয়ে মোদিকে চিঠি অধীরের - অধীররঞ্জন চৌধুরী

আগামী শুক্রবার কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council) বৈঠক হবে ৷ সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই বৈঠকের আগে বাংলায় নদী ভাঙন (Ganga Erosion) নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ।

Adhir Writes Letter to PM Modi
মোদিকে চিঠি অধীরের
author img

By

Published : Dec 27, 2022, 5:04 PM IST

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

কলকাতা, 27 ডিসেম্বর: আগামী 30 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council) বৈঠক । ওই বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । সেখানে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) । এই বৈঠকেই মুখোমুখি হতে পারেন মোদি এবং মমতা ।

সেই বৈঠকের আগে গঙ্গা ভাঙন (Ganga Erosion) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । চিঠিতে গঙ্গা ভাঙনের কারণে মালদা, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার ভয়ংকর অবস্থার কথা জানিয়েছেন তিনি । চিঠিতে অধীর লিখেছেন, "নমামি গঙ্গে-তে আপনার পর্যালোচনা বৈঠকের সময় কয়েক দশকের পুরনো ভাঙন মোকাবিলায় আপনার হস্তক্ষেপের পরামর্শ দিচ্ছি এবং যা প্রয়োজনীয় ।"

Adhir Writes Letter to PM Modi
মোদিকে চিঠি অধীরের

তথ্য বলছে, কেন্দ্রীয় সরকারের এই গঙ্গা পরিষদের সঙ্গে যুক্ত রয়েছে অন্তত কমবেশি দশটি মন্ত্রক । আর যে যে রাজ্যের উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে সব রাজ্যই এই গঙ্গা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য । খুব স্বাভাবিকভাবেই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ - এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে ।

Adhir Writes Letter to PM Modi
মোদিকে চিঠি অধীরের

তথ্য উল্লেখ করে চিঠিতে অধীর মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া নদী ভাঙনের কবলে মানুষের দুর্দশার কথা লিখেছেন ৷ গত দুই দশকে আনুমানিক 2 হাজার 800 হেক্টর উর্বর জমি নদীতে ভেসে গিয়েছে এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে 1 হাজার কোটি টাকা । মুর্শিদাবাদে 80 হাজার লোক বাস্তুচ্যূত হয়েছেন বলে চিঠিতে দাবি করেছেন অধীর ৷

Adhir Ranjan Chowdhry
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

মালদা নিয়ে অধীর চিঠিতে জানিয়েছেন, 2021 সালে মানিকচক, বৈষ্ণবনগর, রতুয়া, এবং মোথাবাড়ি নজিরবিহীন ভাবে নদী ভাঙনের সম্মুখীন হয়েছে । ভাঙনের কারণে গত পাঁচ বছরে প্রায় 12টি মৌজা গঙ্গার তলদেশে চলে গিয়েছে ৷ ওই বছর মালদা শহর-সহ প্রায় তিন লক্ষ বাসিন্দা নদীর পাড় ভাঙনের ফলে সমস্যার সম্মুখীন হয়েছে ৷ শুধু ওই বছরই নদীর পাড় ভাঙনের কারণে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছিল । একই সঙ্গে লোকসভায় কংগ্রেসের দলনেতা উল্লেখ করেছেন যে তিনি সংসদে বহুবার এই ইস্যু নিয়ে সরব হয়েছেন ৷

আরও পড়ুন: ফের মুখোমুখি মোদি-মমতা, গঙ্গা পরিষদের বৈঠকে থাকার কথা জানালেন মুখ্যমন্ত্রী

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

কলকাতা, 27 ডিসেম্বর: আগামী 30 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council) বৈঠক । ওই বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । সেখানে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) । এই বৈঠকেই মুখোমুখি হতে পারেন মোদি এবং মমতা ।

সেই বৈঠকের আগে গঙ্গা ভাঙন (Ganga Erosion) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । চিঠিতে গঙ্গা ভাঙনের কারণে মালদা, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার ভয়ংকর অবস্থার কথা জানিয়েছেন তিনি । চিঠিতে অধীর লিখেছেন, "নমামি গঙ্গে-তে আপনার পর্যালোচনা বৈঠকের সময় কয়েক দশকের পুরনো ভাঙন মোকাবিলায় আপনার হস্তক্ষেপের পরামর্শ দিচ্ছি এবং যা প্রয়োজনীয় ।"

Adhir Writes Letter to PM Modi
মোদিকে চিঠি অধীরের

তথ্য বলছে, কেন্দ্রীয় সরকারের এই গঙ্গা পরিষদের সঙ্গে যুক্ত রয়েছে অন্তত কমবেশি দশটি মন্ত্রক । আর যে যে রাজ্যের উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে সব রাজ্যই এই গঙ্গা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য । খুব স্বাভাবিকভাবেই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ - এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে ।

Adhir Writes Letter to PM Modi
মোদিকে চিঠি অধীরের

তথ্য উল্লেখ করে চিঠিতে অধীর মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া নদী ভাঙনের কবলে মানুষের দুর্দশার কথা লিখেছেন ৷ গত দুই দশকে আনুমানিক 2 হাজার 800 হেক্টর উর্বর জমি নদীতে ভেসে গিয়েছে এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে 1 হাজার কোটি টাকা । মুর্শিদাবাদে 80 হাজার লোক বাস্তুচ্যূত হয়েছেন বলে চিঠিতে দাবি করেছেন অধীর ৷

Adhir Ranjan Chowdhry
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

মালদা নিয়ে অধীর চিঠিতে জানিয়েছেন, 2021 সালে মানিকচক, বৈষ্ণবনগর, রতুয়া, এবং মোথাবাড়ি নজিরবিহীন ভাবে নদী ভাঙনের সম্মুখীন হয়েছে । ভাঙনের কারণে গত পাঁচ বছরে প্রায় 12টি মৌজা গঙ্গার তলদেশে চলে গিয়েছে ৷ ওই বছর মালদা শহর-সহ প্রায় তিন লক্ষ বাসিন্দা নদীর পাড় ভাঙনের ফলে সমস্যার সম্মুখীন হয়েছে ৷ শুধু ওই বছরই নদীর পাড় ভাঙনের কারণে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছিল । একই সঙ্গে লোকসভায় কংগ্রেসের দলনেতা উল্লেখ করেছেন যে তিনি সংসদে বহুবার এই ইস্যু নিয়ে সরব হয়েছেন ৷

আরও পড়ুন: ফের মুখোমুখি মোদি-মমতা, গঙ্গা পরিষদের বৈঠকে থাকার কথা জানালেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.