কলকাতা, 12 ফেব্রুয়ারি : গতকালের নবান্ন অভিযানের পর বামেরা আজ 12 ঘণ্টার বাংলা বনধ ডেকেছে । বনধে সমর্থন জানিয়েছে প্রদেশ কংগ্রেসও । সেই মতো সকাল থেকেই ব্যস্ত বাম-কংগ্রেস নেতৃত্ব । ব্যস্ত ছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নানও । সকালে বাংলা বনধের সমর্থনে বামফ্রন্টের সঙ্গে যৌথ মিছিলও করেন । তারপর কলেজ স্ক্যয়ার থেকে গাড়িতে চেপে বিধানসভার দিকে রওনা হন ।
এরই মধ্যে বিপত্তি । গাড়িতে বসেই খেয়াল করলেন সঙ্গে মোবাইলটি নেই । সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিয়ে যান থানায় । অভিযোগ দায়ের করেন । শেষ খবর পাওয়া পর্যন্ত বিরোধী দলনেতার মোবাইলটি এখনও পাওয়া যায়নি ।
আরও পড়ুন : 'আবদুল মান্নান বিভীষণ', ক্ষোভ কংগ্রেসের অন্দরে
আজ দুপুর 12 টা থেকে সাড়ে 12 টার মধ্যে কলেজ স্ক্যয়ার থেকে বিধানসভা যাওয়ার পথে মোবাইলটি হারিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। যদি কেউ মোবাইলটি পেয়ে থাকেন তবে তাঁর আপ্ত সহায়ক সৌভিক ঘোষকে 8820585892 এই নম্বরে ফোন করার জন্য অনুরোধ করেছেন তিনি ।