ETV Bharat / state

CAB ও NRC-র বিরুদ্ধে যৌথ আন্দোলনে নামছে বাম-কংগ্রেস - নাগরিকত্ব সংশোধনী বিল ও নাগরিকপঞ্জি বিল

নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) ও নাগরিকপঞ্জি বিল (NRC)- এর প্রতিবাদে যৌথভাবে আন্দোলনে নামছে বাম- কংগ্রেস । আজ দুই দলের বৈঠকের পর একথা জানানো হয় । আগামী সপ্তাহের গোড়াতেই শুরু হবে প্রথম আন্দোলন কর্মসূচি ।

left-Congress
বাম এবং কংগ্রেস
author img

By

Published : Dec 12, 2019, 6:11 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) 2019 ও নাগরিকপঞ্জি বিল (NRC)- এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বাম এবং কংগ্রেস । আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে দুটি দল এই সিদ্ধান্ত নিয়েছে । এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার চালাবে বলে জানিয়েছে ।

নাগরিকত্ব সংশোধনী বিল ও নাগরিকপঞ্জি বিলে দু'টি রুখতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার কতটা আন্তরিক ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়, "BJP এবং তৃণমূলের গোপন আঁতাতের ফলে এ রাজ্যে ধর্মীয় বিভাজনের মাধ্যমে বিল দু'টিকে কার্যকর করতে চাইবে BJP সরকার ।"

আজ বৈঠকের পর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দলের কর্মীরা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান । পোড়ানো হয় বিলের প্রতিলিপি । এদিকে, বামেরা সিদ্ধান্ত নিয়েছে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে কোনও রাজনৈতিক দলকে এই বিলের বিরুদ্ধে জনমত তৈরি করতে তারা আহ্বান জানাবে । রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের । বিষয়টি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করবে বাম এবং কংগ্রেসের যুব সংগঠনের সদস্যরাও ।

আজকের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, পশ্চিমবঙ্গে NRC কার্যকর করার চেষ্টা হলে তীব্র প্রতিবাদ করা হবে । তবে জনজীবন স্বাভাবিক রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হবে । কী কী ভাবে আন্দোলন করা হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে । আগামী সপ্তাহের গোড়াতেই শুরু হবে আন্দোলন কর্মসূচি ।

কলকাতা, 12 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) 2019 ও নাগরিকপঞ্জি বিল (NRC)- এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বাম এবং কংগ্রেস । আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে দুটি দল এই সিদ্ধান্ত নিয়েছে । এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার চালাবে বলে জানিয়েছে ।

নাগরিকত্ব সংশোধনী বিল ও নাগরিকপঞ্জি বিলে দু'টি রুখতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার কতটা আন্তরিক ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়, "BJP এবং তৃণমূলের গোপন আঁতাতের ফলে এ রাজ্যে ধর্মীয় বিভাজনের মাধ্যমে বিল দু'টিকে কার্যকর করতে চাইবে BJP সরকার ।"

আজ বৈঠকের পর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দলের কর্মীরা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান । পোড়ানো হয় বিলের প্রতিলিপি । এদিকে, বামেরা সিদ্ধান্ত নিয়েছে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে কোনও রাজনৈতিক দলকে এই বিলের বিরুদ্ধে জনমত তৈরি করতে তারা আহ্বান জানাবে । রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের । বিষয়টি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করবে বাম এবং কংগ্রেসের যুব সংগঠনের সদস্যরাও ।

আজকের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, পশ্চিমবঙ্গে NRC কার্যকর করার চেষ্টা হলে তীব্র প্রতিবাদ করা হবে । তবে জনজীবন স্বাভাবিক রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হবে । কী কী ভাবে আন্দোলন করা হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে । আগামী সপ্তাহের গোড়াতেই শুরু হবে আন্দোলন কর্মসূচি ।

Intro:নাগরিকপঞ্জি বিল এবং সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদে এবার বৃহত্তর আন্দোলনে নামবে বাম এবং কংগ্রেস। আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৃথক দুটি রাজনৈতিক দল এই সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি এবং এ রাজ্যের সরকারের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার চালাবে। সংশ্লিষ্ট বিল দুটি রুখতে এ রাজ্যের সরকার কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, বিজেপি এবং তৃণমূলের গোপন আঁতাতের ফলে এ রাজ্যে ধর্মীয় বিভাজনের মাধ্যমে বিল দুটিকে লাগু করতে চাইবে বিজেপি সরকার।


Body:ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস ভবনের সামনে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে। পোড়ানো হয়েছে বিলের প্রতিলিপিও। এবার বামফ্রন্ট গত ভাবে সিদ্ধান্ত হয়েছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে কোন রাজনৈতিক দলকে এই বিলের বিরুদ্ধে জনমত তৈরি করতে আহ্বান জানাচ্ছেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের।
নাগরিকপঞ্জি এবং কেন্দ্রীয় সরকারের বিভাজন সংক্রান্ত যাবতীয় বিলের বিরোধিতা করে রুখে দেওয়ার জন্য জঙ্গী আন্দোলনের পথে নামবে বাম এবং কংগ্রেসের যুব শাখার সদস্যরাও।


Conclusion:আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জনজীবন স্বাভাবিক রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিনব পদ্ধতিতে তারা আন্দোলন করবে। রণকৌশলের সিদ্ধান্ত হয়েছে রুদ্ধদ্বার বৈঠকে। আগামী সপ্তাহের গোড়াতেই শুরু হবে প্রথম আন্দোলন কর্মসূচি। বাম এবং কংগ্রেস যৌথভাবে বিল দুটির বিরুদ্ধে পথে নামবে। কোনভাবেই পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি চালু করা যাবে না, বলে সিদ্ধান্ত হয়েছে আজকের বৈঠকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.