ETV Bharat / state

Kolkata Medical College: অনশন, আন্দোলনের মধ্যেই শিশুর জটিল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যালে

ছাত্র আন্দোলনের জেরে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata Medical College and Hospital) ৷ তার মধ্যেই সফলভাবে জটিল অস্ত্রপচার (Complicated Neurosurgery) করা হল চার বছরের এক শিশুর ৷ ঠিক কী ঘটেছিল ?

Complicated Neurosurgery of a Child done at Kolkata Medical College and Hospital during Hunger Strike
Kolkata Medical College: অনশন, আন্দোলনের মধ্যেই শিশুর জটিল অস্ত্রোপচার মেডিক্যালে
author img

By

Published : Dec 8, 2022, 7:20 PM IST

Updated : Dec 8, 2022, 7:38 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: সপ্তাহ পেরিয়ে গিয়েছে ৷ এখনও উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata Medical College and Hospital) ৷ যদিও নেতিবাচক পরিস্থিতির মধ্যেও জটিল এক অস্ত্রোপচার (Complicated Neurosurgery) হল স্নায়ুরোগ বিভাগে ৷ সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল বছর চারেকের রমিশা ৷ তারপর একের পর এক হাসপাতালে 'রেফার' করা হয় তাকে ৷ অবশেষে সেই শিশুর সফল অস্ত্রোপচার করা হল কলকাতা মেডিক্য়ালে ৷

মালদার (Malda) বাসিন্দা ছোট্ট রমিশা খাতুন ৷ খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যায় সে ৷ শিশুর মা জানালেন, "ওই ঘটনার পর সঙ্গে সঙ্গে মেয়েকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাই ৷ সেখানে অনেক পরীক্ষা করা হয় ৷ রিপোর্টও দেওয়া হয় ৷ কিন্তু, হাসপাতাল থেকে আমাকে বলা হয়, যত দ্রুত সম্ভব মেয়েকে কলকাতায় এনে চিকিৎসা করাতে হবে ৷ এখানে আমরা প্রথম ওকে এসএসকেএমে নিয়ে যাই ৷ কিন্তু, সেখান থেকেও মেয়েকে 'রেফার' করে দেয় ৷ এরপর ওকে এখানে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসি ৷ বুধবার সকালে যখন মেয়েকে সঙ্গে করে এনেছিলাম ৷ তখনও ও আচ্ছন্ন ছিল ৷ মেডিক্য়ালের শিশুরোগ বিভাগে আমার মেয়েকে ভর্তি নেওয়া হয় ৷"

আরও পড়ুন: বিরল অস্ত্রোপচার, 2 বছরের শিশুর শ্বাসনালীতে আটকে থাকা হাড় বের করলেন চিকিৎসকরা

প্রসঙ্গত, শিশুরোগ বিভাগের প্রধান চিকিৎসক কল্পনা দত্তের তত্ত্বাবধানেই রমিশার চিকিৎসা চলছে ৷ তিনি বলেন, "আমরা বাচ্চাটির এমআরআই করি ৷ দেখি ওর মাথায় রক্ত জমে গিয়েছে ৷ এইসব ক্ষেত্রে আচমকা মৃত্যুর আশংকা থাকে ৷ ফলে আমরা সঙ্গে সঙ্গে নিউরো বিভাগে সবটা জানাই ৷"

নিউরো বিভাগের প্রধান চিকিৎসক কাঞ্চন সরকার চক্রবর্তী জানান,"আমরা যখন বাচ্চাটিকে দেখি, তখন ওর মধ্যে আচ্ছন্নভাব ছিল ৷ কিন্তু, আমাদের হাতে ওর সবক'টি রক্তপরীক্ষার রিপোর্ট ছিল না ৷ তা সত্ত্বেও আমরা বাচ্চাটির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই ৷ কারণ, তার মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল ৷ আমাদের সিদ্ধান্ত অনুসারেই শিশুটির অস্ত্রোপচার করা হয় ৷ বর্তমানে বাচ্চাটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে ৷"

অন্যদিকে, কলকাতা মেডিক্যালের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন পড়ুয়া ৷ তাঁদের সাফ কথা, যতক্ষণ না নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ অনশন আন্দোলন চলবে ৷ উল্লেখ্য, গত সোমবার আন্দোলনকারীরা অধ্যক্ষ-সহ অন্য়ান্য বিভাগীয় প্রধানকে আটকে রেখে অবস্থান বিক্ষোভ দেখান ৷ বুধবার সেই বিক্ষোভ উঠে যায় ৷ এরপর বৃহস্পতিবার সকাল থেকে আমরণ অনশন আন্দোলন (Hunger Strike) শুরু করেন পড়ুয়ারা ৷

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছিল, লাগাতার ছাত্র আন্দোলন চললে রোগীরা পরিষেবা কীভাবে পাবেন ? এমনকী, এ নিয়ে এর আগে রোগীর পরিবারের সদস্যরাও অসন্তোষ প্রকাশ করেন ৷ তালা ভেঙে হাসপাতালের ভিতর ঢুকে পড়েন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা ৷ এমন একটি পরস্থিতিতে ছোট্ট রমিশার সফল অস্ত্রোপচার নিঃসন্দেহে ভালো খবর ৷

কলকাতা, 8 ডিসেম্বর: সপ্তাহ পেরিয়ে গিয়েছে ৷ এখনও উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata Medical College and Hospital) ৷ যদিও নেতিবাচক পরিস্থিতির মধ্যেও জটিল এক অস্ত্রোপচার (Complicated Neurosurgery) হল স্নায়ুরোগ বিভাগে ৷ সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল বছর চারেকের রমিশা ৷ তারপর একের পর এক হাসপাতালে 'রেফার' করা হয় তাকে ৷ অবশেষে সেই শিশুর সফল অস্ত্রোপচার করা হল কলকাতা মেডিক্য়ালে ৷

মালদার (Malda) বাসিন্দা ছোট্ট রমিশা খাতুন ৷ খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যায় সে ৷ শিশুর মা জানালেন, "ওই ঘটনার পর সঙ্গে সঙ্গে মেয়েকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাই ৷ সেখানে অনেক পরীক্ষা করা হয় ৷ রিপোর্টও দেওয়া হয় ৷ কিন্তু, হাসপাতাল থেকে আমাকে বলা হয়, যত দ্রুত সম্ভব মেয়েকে কলকাতায় এনে চিকিৎসা করাতে হবে ৷ এখানে আমরা প্রথম ওকে এসএসকেএমে নিয়ে যাই ৷ কিন্তু, সেখান থেকেও মেয়েকে 'রেফার' করে দেয় ৷ এরপর ওকে এখানে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসি ৷ বুধবার সকালে যখন মেয়েকে সঙ্গে করে এনেছিলাম ৷ তখনও ও আচ্ছন্ন ছিল ৷ মেডিক্য়ালের শিশুরোগ বিভাগে আমার মেয়েকে ভর্তি নেওয়া হয় ৷"

আরও পড়ুন: বিরল অস্ত্রোপচার, 2 বছরের শিশুর শ্বাসনালীতে আটকে থাকা হাড় বের করলেন চিকিৎসকরা

প্রসঙ্গত, শিশুরোগ বিভাগের প্রধান চিকিৎসক কল্পনা দত্তের তত্ত্বাবধানেই রমিশার চিকিৎসা চলছে ৷ তিনি বলেন, "আমরা বাচ্চাটির এমআরআই করি ৷ দেখি ওর মাথায় রক্ত জমে গিয়েছে ৷ এইসব ক্ষেত্রে আচমকা মৃত্যুর আশংকা থাকে ৷ ফলে আমরা সঙ্গে সঙ্গে নিউরো বিভাগে সবটা জানাই ৷"

নিউরো বিভাগের প্রধান চিকিৎসক কাঞ্চন সরকার চক্রবর্তী জানান,"আমরা যখন বাচ্চাটিকে দেখি, তখন ওর মধ্যে আচ্ছন্নভাব ছিল ৷ কিন্তু, আমাদের হাতে ওর সবক'টি রক্তপরীক্ষার রিপোর্ট ছিল না ৷ তা সত্ত্বেও আমরা বাচ্চাটির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই ৷ কারণ, তার মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল ৷ আমাদের সিদ্ধান্ত অনুসারেই শিশুটির অস্ত্রোপচার করা হয় ৷ বর্তমানে বাচ্চাটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে ৷"

অন্যদিকে, কলকাতা মেডিক্যালের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন পড়ুয়া ৷ তাঁদের সাফ কথা, যতক্ষণ না নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ অনশন আন্দোলন চলবে ৷ উল্লেখ্য, গত সোমবার আন্দোলনকারীরা অধ্যক্ষ-সহ অন্য়ান্য বিভাগীয় প্রধানকে আটকে রেখে অবস্থান বিক্ষোভ দেখান ৷ বুধবার সেই বিক্ষোভ উঠে যায় ৷ এরপর বৃহস্পতিবার সকাল থেকে আমরণ অনশন আন্দোলন (Hunger Strike) শুরু করেন পড়ুয়ারা ৷

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছিল, লাগাতার ছাত্র আন্দোলন চললে রোগীরা পরিষেবা কীভাবে পাবেন ? এমনকী, এ নিয়ে এর আগে রোগীর পরিবারের সদস্যরাও অসন্তোষ প্রকাশ করেন ৷ তালা ভেঙে হাসপাতালের ভিতর ঢুকে পড়েন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা ৷ এমন একটি পরস্থিতিতে ছোট্ট রমিশার সফল অস্ত্রোপচার নিঃসন্দেহে ভালো খবর ৷

Last Updated : Dec 8, 2022, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.