ETV Bharat / state

স্বাস্থ্যসাথী প্রকল্পে 200 কোটি টাকার গরমিলের অভিযোগ, জনস্বার্থ মামলা হাইকোর্টে - Calcutta Highcourt

মামলা করেছেন অজয়প্রসাদ ও অজয় মান্না নামে দুই ব্যক্তি । এই দুইজনের আইনজীবী সরজিৎ রায়চৌধুরী জানালেন, মামলাকারীদের দাবি সারা রাজ্যে যাঁদের হাতে কার্ড পৌঁছানোর কথা তাঁদের প্রায় 95 শতাংশ লোক এখনও কার্ড পায়নি । স্বাস্থ্যসাথী প্রকল্পের ওয়েবসাইটে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে 2020-র ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেওয়া তথ্যে বিস্তর গরমিল ধরা পড়েছে ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Mar 4, 2021, 9:57 PM IST

কলকাতা, 4 মার্চ : স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রায় 200 কোটি টাকার গরমিলের অভিযোগ উঠল । এর বিরুদ্ধে সিএজি তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা । মামলাকারীর দাবি, 95 শতাংশ লোক এখনও কার্ড পায়নি । লোকজনকে ভুল বোঝানো হচ্ছে । এই ব্যাপারে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হলে, আগামীকাল তিনি মামলা শুনানি করবেন বলে জানিয়েছেন ।


মামলা করেছেন অজয়প্রসাদ ও অজয় মান্না নামে দুই ব্যক্তি । এই দুইজনের আইনজীবী সরজিৎ রায়চৌধুরী জানালেন, মামলাকারীদের দাবি সারা রাজ্যে যাঁদের হাতে কার্ড পৌঁছানোর কথা তাঁদের প্রায় 95 শতাংশ লোক এখনও কার্ড পায়নি । স্বাস্থ্যসাথী প্রকল্পের ওয়েবসাইটে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে 2020-র ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেওয়া তথ্যে বিস্তর গরমিল ধরা পড়েছে ।

আরও পড়ুন, ‘বাংলার আসল বাঘিনী’-র পাশে শিবসেনা, লাভ হবে কি মমতার ?

রোগী পিছু যে টাকা খরচ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তাতে প্রায় 188 কোটি টাকার গরমিল রয়েছে বলে মামলাকারীর দাবি । এই ব্যাপারে তদন্তের আর্জি জানানো হয়েছে । পাশাপাশি জুলাই থেকে অগস্ট পর্যন্ত সমস্ত তথ্য ওয়েবসাইটে আপডেট করার দাবি জানানো হয়েছে । তাতে আরও কোনও গরমিল আছে কি না তা ধরা পড়বে বলে দাবি তাঁদের ।

কলকাতা, 4 মার্চ : স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রায় 200 কোটি টাকার গরমিলের অভিযোগ উঠল । এর বিরুদ্ধে সিএজি তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা । মামলাকারীর দাবি, 95 শতাংশ লোক এখনও কার্ড পায়নি । লোকজনকে ভুল বোঝানো হচ্ছে । এই ব্যাপারে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হলে, আগামীকাল তিনি মামলা শুনানি করবেন বলে জানিয়েছেন ।


মামলা করেছেন অজয়প্রসাদ ও অজয় মান্না নামে দুই ব্যক্তি । এই দুইজনের আইনজীবী সরজিৎ রায়চৌধুরী জানালেন, মামলাকারীদের দাবি সারা রাজ্যে যাঁদের হাতে কার্ড পৌঁছানোর কথা তাঁদের প্রায় 95 শতাংশ লোক এখনও কার্ড পায়নি । স্বাস্থ্যসাথী প্রকল্পের ওয়েবসাইটে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে 2020-র ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেওয়া তথ্যে বিস্তর গরমিল ধরা পড়েছে ।

আরও পড়ুন, ‘বাংলার আসল বাঘিনী’-র পাশে শিবসেনা, লাভ হবে কি মমতার ?

রোগী পিছু যে টাকা খরচ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তাতে প্রায় 188 কোটি টাকার গরমিল রয়েছে বলে মামলাকারীর দাবি । এই ব্যাপারে তদন্তের আর্জি জানানো হয়েছে । পাশাপাশি জুলাই থেকে অগস্ট পর্যন্ত সমস্ত তথ্য ওয়েবসাইটে আপডেট করার দাবি জানানো হয়েছে । তাতে আরও কোনও গরমিল আছে কি না তা ধরা পড়বে বলে দাবি তাঁদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.