ETV Bharat / state

হাসপাতালের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, 50 হাজার টাকা জরিমানা

author img

By

Published : Nov 11, 2020, 8:39 AM IST

দুর্গাপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে এক রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ জানানো হয়েছে স্বাস্থ্য কমিশনে । এই অভিযোগের পাশাপাশি রোগীর মেডিকেল রেকর্ডস দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে ।

complain of misbehave against hospital
হাসপাতালের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

কলকাতা, 10 নভেম্বর : কোনও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আবার কোনও হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল করার অভিযোগ । এমনই একের পর এক অভিযোগ জমা পড়ছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এ । দুর্ব্যবহারের এমন এক অভিযোগের ঘটনায় দুর্গাপুরের বেসরকারি একটি হাসপাতালকে লিখিতভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি 50 হাজার টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন । অন্যদিকে অতিরিক্ত বিলের অভিযোগের অন‍্য একটি ঘটনায় রোগীর পরিজনদের কাছ থেকে 52 হাজার টাকা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

দুর্গাপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে এক রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ জানানো হয়েছে স্বাস্থ্য কমিশনে । এই অভিযোগের পাশাপাশি রোগীর মেডিকেল রেকর্ডস দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে । কমিশন জানিয়েছে, দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে বেসরকারি ওই হাসপাতাল । তবে ওই বেসরকারি হাসপাতালকে রোগীর মেডিকেল রেকর্ডস দিতে বলা হয়েছে । এর পাশাপাশি স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে । তবে শুধুমাত্র ক্ষমা চাওয়ার বিষয়টিও নয় কমিশন জানিয়েছে, বিভিন্ন খামতি থাকার কারণে দুর্গাপুরের বেসরকারি ওই হাসপাতালকে 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে । এই 50 হাজার টাকার মধ্যে 40 হাজার টাকা অভিযোগকারীকে দিতে হবে । এবং বাকি 10 হাজার টাকা কমিশনকে দিতে হবে ।

স্বাস্থ্য কমিশনে দায়ের হওয়া অন্য একটি অভিযোগে এক ব্যক্তি জানিয়েছেন, আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে তাঁর মাকে 13 সেপ্টেম্বর ভরতি করানো হয়েছিল । শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁর মাকে ICU-তে রাখা হয়েছিল । কমিশন জানিয়েছে, বেসরকারি ওই হাসপাতালে চিকিৎসার খরচ হিসেবে অনেক টাকার বিল হচ্ছে বলে সেখান থেকে গত 18 সেপ্টেম্বর তাঁর মাকে ছুটি করিয়ে অন্য হাসপাতলে ভরতি করান এই ব্যক্তি । ওই অন্য হাসপাতাল থেকে 25 সেপ্টেম্বর তাঁর মা সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন । কমিশনে দায়ের হওয়া এই অভিযোগে জানানো হয়েছে, আনন্দপুরের ওই হাসপাতাল থেকে এই ব‍্যক্তিকে বার বার বলা হচ্ছিল, তাঁর মায়ের শারীরিক অবস্থা ভালো নয় । তাঁর মাকে ভেন্টিলেশনে রাখতে হবে । এর জন্য মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন এই ব‍্যক্তি । এদিকে কমিশন জানিয়েছে, বেসরকারি ওই হাসপাতাল থেকে জানানো হয়েছে, ছাড় দেওয়ার পর 3 লাখ 86 হাজার 831 টাকার বিল করা হয়‌ ।

কমিশন জানিয়েছে, এই 3 লাখ 86 হাজার 831 টাকার মধ্যে 51 হাজার 625 টাকা দিয়েছে বিমা সংস্থা । বাকি টাকা রোগীর পরিজনরা দিয়েছেন । রোগীর পরিজনরা যে চেক জমা দিয়েছেন, তার মধ্যে 52 হাজার টাকার একটি পোস্ট ডেটেড চেক রয়েছে । এই চেকটি চেক বাউন্স করেছে । কমিশন জানিয়েছে, এই রোগীর পরিজনদের কাছ থেকে এই 52 হাজার টাকা না নেওয়ার জন্য বেসরকারি ওই হাসপাতালকে বলা হয়েছে ।

কলকাতা, 10 নভেম্বর : কোনও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আবার কোনও হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল করার অভিযোগ । এমনই একের পর এক অভিযোগ জমা পড়ছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এ । দুর্ব্যবহারের এমন এক অভিযোগের ঘটনায় দুর্গাপুরের বেসরকারি একটি হাসপাতালকে লিখিতভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি 50 হাজার টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন । অন্যদিকে অতিরিক্ত বিলের অভিযোগের অন‍্য একটি ঘটনায় রোগীর পরিজনদের কাছ থেকে 52 হাজার টাকা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

দুর্গাপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে এক রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ জানানো হয়েছে স্বাস্থ্য কমিশনে । এই অভিযোগের পাশাপাশি রোগীর মেডিকেল রেকর্ডস দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে । কমিশন জানিয়েছে, দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে বেসরকারি ওই হাসপাতাল । তবে ওই বেসরকারি হাসপাতালকে রোগীর মেডিকেল রেকর্ডস দিতে বলা হয়েছে । এর পাশাপাশি স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে । তবে শুধুমাত্র ক্ষমা চাওয়ার বিষয়টিও নয় কমিশন জানিয়েছে, বিভিন্ন খামতি থাকার কারণে দুর্গাপুরের বেসরকারি ওই হাসপাতালকে 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে । এই 50 হাজার টাকার মধ্যে 40 হাজার টাকা অভিযোগকারীকে দিতে হবে । এবং বাকি 10 হাজার টাকা কমিশনকে দিতে হবে ।

স্বাস্থ্য কমিশনে দায়ের হওয়া অন্য একটি অভিযোগে এক ব্যক্তি জানিয়েছেন, আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে তাঁর মাকে 13 সেপ্টেম্বর ভরতি করানো হয়েছিল । শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁর মাকে ICU-তে রাখা হয়েছিল । কমিশন জানিয়েছে, বেসরকারি ওই হাসপাতালে চিকিৎসার খরচ হিসেবে অনেক টাকার বিল হচ্ছে বলে সেখান থেকে গত 18 সেপ্টেম্বর তাঁর মাকে ছুটি করিয়ে অন্য হাসপাতলে ভরতি করান এই ব্যক্তি । ওই অন্য হাসপাতাল থেকে 25 সেপ্টেম্বর তাঁর মা সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন । কমিশনে দায়ের হওয়া এই অভিযোগে জানানো হয়েছে, আনন্দপুরের ওই হাসপাতাল থেকে এই ব‍্যক্তিকে বার বার বলা হচ্ছিল, তাঁর মায়ের শারীরিক অবস্থা ভালো নয় । তাঁর মাকে ভেন্টিলেশনে রাখতে হবে । এর জন্য মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন এই ব‍্যক্তি । এদিকে কমিশন জানিয়েছে, বেসরকারি ওই হাসপাতাল থেকে জানানো হয়েছে, ছাড় দেওয়ার পর 3 লাখ 86 হাজার 831 টাকার বিল করা হয়‌ ।

কমিশন জানিয়েছে, এই 3 লাখ 86 হাজার 831 টাকার মধ্যে 51 হাজার 625 টাকা দিয়েছে বিমা সংস্থা । বাকি টাকা রোগীর পরিজনরা দিয়েছেন । রোগীর পরিজনরা যে চেক জমা দিয়েছেন, তার মধ্যে 52 হাজার টাকার একটি পোস্ট ডেটেড চেক রয়েছে । এই চেকটি চেক বাউন্স করেছে । কমিশন জানিয়েছে, এই রোগীর পরিজনদের কাছ থেকে এই 52 হাজার টাকা না নেওয়ার জন্য বেসরকারি ওই হাসপাতালকে বলা হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

WBCERC
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.