ETV Bharat / state

Jan Raj Bhavan: নামেই উদ্বোধন, ‘জন রাজভবনে’ নেই জনতার প্রবেশাধিকার ! রয়েছে অনলাইনের কচকচানি - সাধারণের জন্য খুলছে না জন রাজভবন

জন রাজভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে ৷ খবরের কাগজ ও নিউজ চ্যানেল থেকে জানতে পেরে দূরদুরান্ত থেকে লোকজন এসেছিলেন ৷ কিন্তু, তাঁরা হতাশ হয়ে ফিরলেন ৷

Jan Raj Bhavan ETV BHARAT
Jan Raj Bhavan ETV BHARAT
author img

By

Published : Apr 15, 2023, 5:40 PM IST

বহু দূর থেকে এসেও ‘জন রাজভবনে’ ঢুকতে পারলেন না মানুষজন

কলকাতা, 15 এপ্রিল: রাজভবনের দরজা সাধারণের জন্য খোলা হচ্ছে ৷ অনেক ইতিহাসের কথা জানতে পারবে আমজনতা ৷ এমনটাই সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ৷ তা দেখে ও পড়ে শনিবার পয়লা বৈশাখের দিন বহু মানুষ ‘জন রাজভবনে’ আসেন ৷ কিন্তু, জন রাজভবনে জনতাকেই ঢুকতে দেওয়া হল না ৷ কিন্তু, কেন ? জানা গিয়েছে, আজকে উদ্বোধন ৷ সেখানে বিশেষ অতিথিদের প্রবেশের অনুমতি রয়েছে ৷ আগামী 4-5 সপ্তাহ বিশেষ আমন্ত্রিতদের প্রবেশাধিকার থাকবে ৷ সাধারণের জন্য মাসখানেক পর থেকে অনলাইন আবেদনে প্রবেশাধিকারের ব্যবস্থা করা হবে ৷ সেখানেও থাকবে 2 ঘণ্টার স্লট ৷ তবে, আবেদনের নিয়ম কী ? কোথায় করতে হবে ? এসব নিয়ে কোনও সিদ্ধান্তই নেয়নি দায়িত্বে থাকা ইন্ডিয়ান মিউজিয়ামের এডুকেশন ডিপার্টমেন্ট ৷

এদিন বহু মানুষ রাজভবনের বাইরে অপেক্ষায় ছিলেন ৷ গেটে উপস্থিত নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেন তাঁরা ৷ কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি ৷ হতাশ হয়ে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ তাঁদের কেউ এসেছিলেন নদিয়ার নবদ্বীপ থেকে, কেউ বা পূর্ব মেদিনীপুর থেকে ৷ আসানসোল থেকেও কয়েকজন এসেছিলেন ৷ রাজভবনের বিভিন্ন গেটে নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের কাছে বারবার অনুরোধ করেন তাঁরা ৷ জন রাজভবনের কথা জানিয়েও রাজভবনে ঢুকতে পারলেন না ৷ প্রত্যেককেই ফিরিয়ে দেওয়া হল ৷

একাধিক ইতিহাস রয়েছে পশ্চিমবঙ্গের এই রাজভবনের ৷ সেই সব সাধারণ মানুষকে দেখানোর দায়িত্ব ইন্ডিয়ান মিউজিয়ামের এডুকেশন ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে রাজভবনের তরফে ৷ ইন্ডিয়ান মিউজিয়াম এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর সায়ন ভট্টাচার্য বলেন, "আজকের সূচনায় সকলে খুশি ৷ প্রাথমিকভাবে আমন্ত্রিতদের আজকে তিনটি দলে ভাগ করে রাজভবনের দশটি জায়গা ঘুরে দেখানো হচ্ছে ৷ আগামী কয়েক সপ্তাহ শনিবার করে বিকেল সাড়ে 4টে থেকে সাড়ে 5টা পর্যন্ত ঘোরানো হবে ৷ তবে, সকলেই হবেন আমন্ত্রিত ৷ চার-পাঁচ সপ্তাহ পরে রাজভবনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে সাধারণ মানুষকে ৷ তার জন্য নির্দিষ্ট কোনও নির্ধারিত মূল্য নেওয়া হবে কি না, তা এখনও পর্যন্ত রাজভবনের তরফে ঠিক করা হয়নি ৷"

নদিয়ার নবদ্বীপ থেকে রাজভবনে এসেছিলেন শীতল পোদ্দার ৷ কিন্তু, তাঁকে ঢুকতে দেওয়া হয়নি ৷ কারণ জন রাজভবন উদ্বোধনের প্রথম দিনে যে 20-25 জনকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়েছিল, তাঁরা প্রত্যেকেই ছিলেন আমন্ত্রিত ৷ আগামী কয়েক সপ্তাহ শুধুমাত্র আমন্ত্রিত মানুষজনকেই রাজভবনে ঢুকতে দেওয়া হবে ৷ তারপর প্রতি সপ্তাহে শনিবার করে অনলাইন আবেদনের ভিত্তিতে জনসাধারণকে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে রাজভবন সূত্রে খবর ৷

আরও পড়ুন: পয়লা বৈশাখেই সাধারণের জন্য খুলে যাচ্ছে রাজভবনের দরজা

নবদ্বীপের শীতল পোদ্দার জানিয়েছেন, খবরের কাগজে তিনি পড়েছিলেন এবার থেকে সাধারণ মানুষ রাজভবনের ঢুকতে পারবেন ৷ ঘুরে দেখতে পারবেন বিভিন্ন ঐতিহাসিক জায়গা ৷ পয়লা বৈশাখ থেকে এই সুযোগ থাকছে জানতে পেরে নবদ্বীপ থেকে এই রোদ গরমের মধ্যে ছুটে এসেছিলেন ৷ কিন্তু, হতাশ হয়ে ফিরে গেলেন তিনি ৷ পুলিশ জানিয়েছে অনুমতি নেই ৷ এক-দেড় মাস বাদে রাজভবনের ওয়েবসাইটে আবেদনের ভিত্তিতে ঢুকতে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ আজকে হতাশায় ফিরে গেলেও, আবারও আসবেন বলে জানিয়ে গেলেন তিনি ৷

পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এসেছিলেন বরুণ ভৌমিক ৷ তিনিও হতাশ ৷ সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ মাঝে আবার ট্রেন দেরি করেছে ৷ জানালেন, টিভিতে নিউজ দেখেছিলেন রাজভবনে ঢুকতে দেওয়া হবে পয়লা বৈশাখ থেকে ৷ পরিবারের সকলকে নিয়ে আসার পরিকল্পনা ছিল তাঁর ৷ কিন্তু, গরমের কারণে নিয়ে আসেননি ৷ এখন একা এলেও রাজভবনে ঢুকতে পেরে আক্ষেপ বরুণ ভৌমিকের ৷ কারণ, এখন জনসাধারণের জন্য রাজবভন খোলা হচ্ছে না ৷ তবে, সকলের জন্য যখন রাজভবন খুলে দেওয়া হবে, তখন আবার আবেদন করে সপরিবারে আসবেন বলে জানান তিনি ৷

বহু দূর থেকে এসেও ‘জন রাজভবনে’ ঢুকতে পারলেন না মানুষজন

কলকাতা, 15 এপ্রিল: রাজভবনের দরজা সাধারণের জন্য খোলা হচ্ছে ৷ অনেক ইতিহাসের কথা জানতে পারবে আমজনতা ৷ এমনটাই সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ৷ তা দেখে ও পড়ে শনিবার পয়লা বৈশাখের দিন বহু মানুষ ‘জন রাজভবনে’ আসেন ৷ কিন্তু, জন রাজভবনে জনতাকেই ঢুকতে দেওয়া হল না ৷ কিন্তু, কেন ? জানা গিয়েছে, আজকে উদ্বোধন ৷ সেখানে বিশেষ অতিথিদের প্রবেশের অনুমতি রয়েছে ৷ আগামী 4-5 সপ্তাহ বিশেষ আমন্ত্রিতদের প্রবেশাধিকার থাকবে ৷ সাধারণের জন্য মাসখানেক পর থেকে অনলাইন আবেদনে প্রবেশাধিকারের ব্যবস্থা করা হবে ৷ সেখানেও থাকবে 2 ঘণ্টার স্লট ৷ তবে, আবেদনের নিয়ম কী ? কোথায় করতে হবে ? এসব নিয়ে কোনও সিদ্ধান্তই নেয়নি দায়িত্বে থাকা ইন্ডিয়ান মিউজিয়ামের এডুকেশন ডিপার্টমেন্ট ৷

এদিন বহু মানুষ রাজভবনের বাইরে অপেক্ষায় ছিলেন ৷ গেটে উপস্থিত নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেন তাঁরা ৷ কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি ৷ হতাশ হয়ে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ তাঁদের কেউ এসেছিলেন নদিয়ার নবদ্বীপ থেকে, কেউ বা পূর্ব মেদিনীপুর থেকে ৷ আসানসোল থেকেও কয়েকজন এসেছিলেন ৷ রাজভবনের বিভিন্ন গেটে নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের কাছে বারবার অনুরোধ করেন তাঁরা ৷ জন রাজভবনের কথা জানিয়েও রাজভবনে ঢুকতে পারলেন না ৷ প্রত্যেককেই ফিরিয়ে দেওয়া হল ৷

একাধিক ইতিহাস রয়েছে পশ্চিমবঙ্গের এই রাজভবনের ৷ সেই সব সাধারণ মানুষকে দেখানোর দায়িত্ব ইন্ডিয়ান মিউজিয়ামের এডুকেশন ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে রাজভবনের তরফে ৷ ইন্ডিয়ান মিউজিয়াম এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর সায়ন ভট্টাচার্য বলেন, "আজকের সূচনায় সকলে খুশি ৷ প্রাথমিকভাবে আমন্ত্রিতদের আজকে তিনটি দলে ভাগ করে রাজভবনের দশটি জায়গা ঘুরে দেখানো হচ্ছে ৷ আগামী কয়েক সপ্তাহ শনিবার করে বিকেল সাড়ে 4টে থেকে সাড়ে 5টা পর্যন্ত ঘোরানো হবে ৷ তবে, সকলেই হবেন আমন্ত্রিত ৷ চার-পাঁচ সপ্তাহ পরে রাজভবনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে সাধারণ মানুষকে ৷ তার জন্য নির্দিষ্ট কোনও নির্ধারিত মূল্য নেওয়া হবে কি না, তা এখনও পর্যন্ত রাজভবনের তরফে ঠিক করা হয়নি ৷"

নদিয়ার নবদ্বীপ থেকে রাজভবনে এসেছিলেন শীতল পোদ্দার ৷ কিন্তু, তাঁকে ঢুকতে দেওয়া হয়নি ৷ কারণ জন রাজভবন উদ্বোধনের প্রথম দিনে যে 20-25 জনকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়েছিল, তাঁরা প্রত্যেকেই ছিলেন আমন্ত্রিত ৷ আগামী কয়েক সপ্তাহ শুধুমাত্র আমন্ত্রিত মানুষজনকেই রাজভবনে ঢুকতে দেওয়া হবে ৷ তারপর প্রতি সপ্তাহে শনিবার করে অনলাইন আবেদনের ভিত্তিতে জনসাধারণকে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে রাজভবন সূত্রে খবর ৷

আরও পড়ুন: পয়লা বৈশাখেই সাধারণের জন্য খুলে যাচ্ছে রাজভবনের দরজা

নবদ্বীপের শীতল পোদ্দার জানিয়েছেন, খবরের কাগজে তিনি পড়েছিলেন এবার থেকে সাধারণ মানুষ রাজভবনের ঢুকতে পারবেন ৷ ঘুরে দেখতে পারবেন বিভিন্ন ঐতিহাসিক জায়গা ৷ পয়লা বৈশাখ থেকে এই সুযোগ থাকছে জানতে পেরে নবদ্বীপ থেকে এই রোদ গরমের মধ্যে ছুটে এসেছিলেন ৷ কিন্তু, হতাশ হয়ে ফিরে গেলেন তিনি ৷ পুলিশ জানিয়েছে অনুমতি নেই ৷ এক-দেড় মাস বাদে রাজভবনের ওয়েবসাইটে আবেদনের ভিত্তিতে ঢুকতে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ আজকে হতাশায় ফিরে গেলেও, আবারও আসবেন বলে জানিয়ে গেলেন তিনি ৷

পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এসেছিলেন বরুণ ভৌমিক ৷ তিনিও হতাশ ৷ সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ মাঝে আবার ট্রেন দেরি করেছে ৷ জানালেন, টিভিতে নিউজ দেখেছিলেন রাজভবনে ঢুকতে দেওয়া হবে পয়লা বৈশাখ থেকে ৷ পরিবারের সকলকে নিয়ে আসার পরিকল্পনা ছিল তাঁর ৷ কিন্তু, গরমের কারণে নিয়ে আসেননি ৷ এখন একা এলেও রাজভবনে ঢুকতে পেরে আক্ষেপ বরুণ ভৌমিকের ৷ কারণ, এখন জনসাধারণের জন্য রাজবভন খোলা হচ্ছে না ৷ তবে, সকলের জন্য যখন রাজভবন খুলে দেওয়া হবে, তখন আবার আবেদন করে সপরিবারে আসবেন বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.