ETV Bharat / state

Commercial Tax on Two Wheelers: দু'চাকার যানে বাণিজ্যিক কর, অনলাইন পরিষেবায় ধর্মঘটের আশঙ্কা - অ্যাপক্যাব

এবার থেকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত মোটরবাইক ও স্কুটারের উপর নেওয়া হবে বাণিজ্যিক কর বা 'কমার্শিয়াল ট্যাক্স' (Commercial Tax on Two Wheelers) ৷ এর জেরে ধর্মঘটের হুমকি দিচ্ছেন অ্য়াপনির্ভর বিভিন্ন ধরনের পণ্য সরবরাহকারী ও যাত্রী পরিবহণ সংস্থার কর্মীরা ৷

Commercial Tax on Two Wheelers Using for Food Delivery and App Cab Service can be a reason of strike
ধর্মঘটের হুঁশিয়ারি
author img

By

Published : Mar 1, 2023, 1:56 PM IST

কলকাতা, 1 মার্চ: যে সমস্ত মোটরবাইক ও স্কুটার (দু'চাকার যান) বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে, সেগুলির উপর বাণিজ্যিক কর বা 'কমার্শিয়াল ট্যাক্স' বসাতে শুরু করেছে রাজ্য পরিবহণ দফতর (Commercial Tax on Two Wheelers) ৷ সরকারের যুক্তি, এর মাধ্যমে একদিকে যেমন ব্যক্তিগত মোটরবাইকের 'অপব্যবহার' ঠেকানো যাবে, তেমনই সরকারের আয়ের পরিমাণও বাড়বে ৷ কিন্তু, সরকারের এই নয়া সিদ্ধান্ত মানতে নারাজ অ্য়াপনির্ভর বিভিন্ন ধরনের পণ্য সরবরাহকারী ও যাত্রী পরিবহণ সংস্থার কর্মীরা ৷ তাঁদের বক্তব্য, মোটরবাইক বা স্কুটার নিয়ে তাঁরা কোথায় যাচ্ছেন, কত টাকা উপার্জন করছেন, তার সবটাই সংশ্লিষ্ট অ্য়াপ সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয় ৷ এই গোটা প্রক্রিয়ায় মোটরবাইকচালক বা ডেলিভারি পার্টনার বা রাইডারের কোনও ভূমিকা থাকে না ৷ তাই সরকারের যদি এই মোটরবাইক বা স্কুটারগুলি থেকে বাণিজ্যিক কর আদায় করতেই হয়, তাহলে তা সংশ্লিষ্ট অ্য়াপ সংস্থার কাছ থেকেই করা হোক ৷ এই ডেলিভারি পার্টনার বা রাইডাররা সাফ জানিয়ে দিয়েছেন, সরকার যদি তাঁদের কাছ থেকে কর আদায় করে, তাহলে তাঁরা ধর্মঘটের মতো কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবেন ৷ কারণ, যে সামান্য অর্থ তাঁরা আয় করেন, তার থেকে অতিরিক্ত করের বোঝা বহন করা সম্ভব নয় ৷

এই বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন অ্য়াপনির্ভর পণ্য সরবরাহ ও যাত্রী পরিবহণ সংস্থাগুলির ডেলিভারি পার্টনার ও রাইডাররা ৷ যেমন-

1) যাঁরা মোটরবাইক বা স্কুটারে পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, তাঁরা কোনও ব্যবসা করছেন না ৷ আদতে তাঁরা সংশ্লিষ্ট সংস্থাগুলির শ্রমিক ৷ এখানে ব্যবসা করছেন সংশ্লিষ্ট অ্যাপনির্ভর সংস্থা ৷ তাহলে তারা কেন করের টাকা দেবে না ?

2) এই ডেলিভারি পার্টনার ও রাইডাররা যে মোটরবাইক ও স্কুটারগুলি ব্যবহার করেন, সেগুলি তাঁদের নিজেদের টাকায় কেনা ৷ সংস্থার কাজ চালানোর জন্যই তাঁরা সেগুলি ব্যবহার করেন ৷ তাছাড়া, ওই একই গাড়ি তাঁরা ব্যক্তিগত কারণেও ব্যবহার করেন ৷ তাহলে কেন কমার্শিয়াল ট্যাক্স দেবেন তাঁরা ?

3) বাণিজ্যিক কর যদি ডেলিভারি পার্টনার ও রাইডারদেরই দিতে হয়, তাহলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকেও পারিশ্রমিক বাড়াতে হবে ৷ তা না হলে তাঁরা কোথা থেকে এই করের টাকা জোগাড় করবেন ?

আরও পড়ুন: মানতে হবে এগ্রিগেটের গাইডলাইন, অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে কড়া বার্তা পরিবহণ মন্ত্রীর

রাজ্য়ের ডেলিভারি পার্টনার ও রাইডারদের বিভিন্ন সমস্য়া নিয়ে কাজ করেন সৌম্য চট্টোপাধ্যায় ৷ তিনি বলছেন, "অনলাইন ডেলিভারি ব্যবসায় লাভের গুড় খাচ্ছে নামজাদা বিভিন্ন সংস্থা ৷ অথচ, সাধারণ শ্রমিকদের ঘাড়ে বাড়তি করের বোঝা চাপাচ্ছে সরকার ! এটা মানা যায় না ৷"

অন্যদিকে, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলছেন, যাঁরা নিজেদের মোটরবাইক ও স্কুটারে পণ্য সরবরাহ বা যাত্রী পরিবহণ করছেন, তাঁরা আদতে বেআইনি কাজ করছেন ৷ এটা বন্ধ হওয়া দরকার ৷ এতে রাজ্য সরকারের আয়ও অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন স্নেহাশিস ৷ তাঁর বক্তব্য, এক্ষেত্রে মোটরবাইক ও স্কুটারের মালিককেই বাণিজ্যিক কর দিতে হবে ৷ অন্যথায় আইনত জরিমানা করা হবে ৷ বাড়তি খরচ নিয়ে প্রয়োজনে শ্রমিকরা সংশ্লিষ্ট অ্যাপনির্ভর সংস্থাগুলির সঙ্গে কথা বলতে পারেন বলেও পরামর্শ দিয়েছেন পরিবহণ মন্ত্রী ৷ এই প্রেক্ষাপটে আগামী দিনে অনলাইন পণ্য সরবরাহ ও যাত্রী পরিবহণ পরিষেবা ধর্মঘটের জেরে অচল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

কলকাতা, 1 মার্চ: যে সমস্ত মোটরবাইক ও স্কুটার (দু'চাকার যান) বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে, সেগুলির উপর বাণিজ্যিক কর বা 'কমার্শিয়াল ট্যাক্স' বসাতে শুরু করেছে রাজ্য পরিবহণ দফতর (Commercial Tax on Two Wheelers) ৷ সরকারের যুক্তি, এর মাধ্যমে একদিকে যেমন ব্যক্তিগত মোটরবাইকের 'অপব্যবহার' ঠেকানো যাবে, তেমনই সরকারের আয়ের পরিমাণও বাড়বে ৷ কিন্তু, সরকারের এই নয়া সিদ্ধান্ত মানতে নারাজ অ্য়াপনির্ভর বিভিন্ন ধরনের পণ্য সরবরাহকারী ও যাত্রী পরিবহণ সংস্থার কর্মীরা ৷ তাঁদের বক্তব্য, মোটরবাইক বা স্কুটার নিয়ে তাঁরা কোথায় যাচ্ছেন, কত টাকা উপার্জন করছেন, তার সবটাই সংশ্লিষ্ট অ্য়াপ সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয় ৷ এই গোটা প্রক্রিয়ায় মোটরবাইকচালক বা ডেলিভারি পার্টনার বা রাইডারের কোনও ভূমিকা থাকে না ৷ তাই সরকারের যদি এই মোটরবাইক বা স্কুটারগুলি থেকে বাণিজ্যিক কর আদায় করতেই হয়, তাহলে তা সংশ্লিষ্ট অ্য়াপ সংস্থার কাছ থেকেই করা হোক ৷ এই ডেলিভারি পার্টনার বা রাইডাররা সাফ জানিয়ে দিয়েছেন, সরকার যদি তাঁদের কাছ থেকে কর আদায় করে, তাহলে তাঁরা ধর্মঘটের মতো কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবেন ৷ কারণ, যে সামান্য অর্থ তাঁরা আয় করেন, তার থেকে অতিরিক্ত করের বোঝা বহন করা সম্ভব নয় ৷

এই বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন অ্য়াপনির্ভর পণ্য সরবরাহ ও যাত্রী পরিবহণ সংস্থাগুলির ডেলিভারি পার্টনার ও রাইডাররা ৷ যেমন-

1) যাঁরা মোটরবাইক বা স্কুটারে পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, তাঁরা কোনও ব্যবসা করছেন না ৷ আদতে তাঁরা সংশ্লিষ্ট সংস্থাগুলির শ্রমিক ৷ এখানে ব্যবসা করছেন সংশ্লিষ্ট অ্যাপনির্ভর সংস্থা ৷ তাহলে তারা কেন করের টাকা দেবে না ?

2) এই ডেলিভারি পার্টনার ও রাইডাররা যে মোটরবাইক ও স্কুটারগুলি ব্যবহার করেন, সেগুলি তাঁদের নিজেদের টাকায় কেনা ৷ সংস্থার কাজ চালানোর জন্যই তাঁরা সেগুলি ব্যবহার করেন ৷ তাছাড়া, ওই একই গাড়ি তাঁরা ব্যক্তিগত কারণেও ব্যবহার করেন ৷ তাহলে কেন কমার্শিয়াল ট্যাক্স দেবেন তাঁরা ?

3) বাণিজ্যিক কর যদি ডেলিভারি পার্টনার ও রাইডারদেরই দিতে হয়, তাহলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকেও পারিশ্রমিক বাড়াতে হবে ৷ তা না হলে তাঁরা কোথা থেকে এই করের টাকা জোগাড় করবেন ?

আরও পড়ুন: মানতে হবে এগ্রিগেটের গাইডলাইন, অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে কড়া বার্তা পরিবহণ মন্ত্রীর

রাজ্য়ের ডেলিভারি পার্টনার ও রাইডারদের বিভিন্ন সমস্য়া নিয়ে কাজ করেন সৌম্য চট্টোপাধ্যায় ৷ তিনি বলছেন, "অনলাইন ডেলিভারি ব্যবসায় লাভের গুড় খাচ্ছে নামজাদা বিভিন্ন সংস্থা ৷ অথচ, সাধারণ শ্রমিকদের ঘাড়ে বাড়তি করের বোঝা চাপাচ্ছে সরকার ! এটা মানা যায় না ৷"

অন্যদিকে, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলছেন, যাঁরা নিজেদের মোটরবাইক ও স্কুটারে পণ্য সরবরাহ বা যাত্রী পরিবহণ করছেন, তাঁরা আদতে বেআইনি কাজ করছেন ৷ এটা বন্ধ হওয়া দরকার ৷ এতে রাজ্য সরকারের আয়ও অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন স্নেহাশিস ৷ তাঁর বক্তব্য, এক্ষেত্রে মোটরবাইক ও স্কুটারের মালিককেই বাণিজ্যিক কর দিতে হবে ৷ অন্যথায় আইনত জরিমানা করা হবে ৷ বাড়তি খরচ নিয়ে প্রয়োজনে শ্রমিকরা সংশ্লিষ্ট অ্যাপনির্ভর সংস্থাগুলির সঙ্গে কথা বলতে পারেন বলেও পরামর্শ দিয়েছেন পরিবহণ মন্ত্রী ৷ এই প্রেক্ষাপটে আগামী দিনে অনলাইন পণ্য সরবরাহ ও যাত্রী পরিবহণ পরিষেবা ধর্মঘটের জেরে অচল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.