ETV Bharat / state

Firhad Slams BJP: রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্যে দিনভর তরজা, বিজেপির প্রতিবাদে রাজনৈতিক এজেন্ডা দেখছে তৃণমূল

রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য (Comment on President) প্রসঙ্গে দিনভর তরজা জারি রইল শাসক ও বিরোধীদের মধ্যে (Firhad Slams BJP)৷ বিজেপির প্রতিবাদে রাজনৈতিক এজেন্ডা (BJP political agenda) দেখছে তৃণমূল ৷ পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মত, তৃণমূলের বিরোধিতা করার জন্য বিজেপির হাতে কিছু নেই ।

author img

By

Published : Nov 21, 2022, 7:19 PM IST

comment-on-president-is-bjp-political-agenda-says-firhad-hakim
রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্যে দিনভর তরজা, বিজেপির প্রতিবাদে রাজনৈতিক এজেন্ডা দেখছে তৃণমূল

কলকাতা, 21 নভেম্বর: রাষ্ট্রপতিকে (Comment on President) নিয়ে বিজেপির প্রতিবাদ তাদের রাজনৈতিক এজেন্ডা (BJP Political Agenda)। কারণ তৃণমূলের বিরোধিতা করার জন্য তাদের হাতে কিছু নেই । আর সে কারণেই মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার পরেও এই ইস্যুকে রাজনৈতিকভাবে জিইয়ে রাখতে চাইছে গেরুয়া শিবির (Firhad Slams BJP)। সোমবার রাজ্য বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রপতির বিরুদ্ধে অখিল গিরির কুমন্তব্য নিয়ে বিজেপির প্রতিবাদ সম্পর্কে এ কথা বললেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

এ দিন বিধানসভার অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । সেখানেই পৌরমন্ত্রী বলেন, "রাষ্ট্রপতি মহোদয়ের সম্মানের বিষয়টি অনেক বড় । তিনি শুধু বিজেপির রাষ্ট্রপতি নন । তিনি আমাদেরও রাষ্ট্রপতি । তাঁকে নিয়ে কোনও ধরনের কুমন্তব্য গ্রহণযোগ্য নয় । সেটা আমাদের দল যেমন সমর্থন করে না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমর্থন করেন না । তিনি নিজে এই বিষয়ে অখিল গিরির হয়ে ক্ষমা চেয়েছেন । এরপরও বিজেপির প্রতিবাদের অর্থ ওরা রাজনৈতিকভাবে ইস্যুটাকে জিইয়ে রাখতে চাইছে ।"

বিরোধীরা অখিল গিরির পদত্যাগ চাইলেও তাঁর মতে ওই দাবির গ্রহণযোগ্যতা নেই বলে জানান ফিরহাদ । কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন । এই অপরাধের জন্য পদত্যাগ বাধ্যতামূলক নয় । ফিরহাদের ভাষায়, "রাষ্ট্রপতি মহোদয়ার স্থান অনেক উপরে । কোনও ব্যক্তির কোনও কুমন্তব্য তাঁর অবস্থানকে ছোট করতে পারে না । রাজনৈতিক ও সামাজিকভাবে রাষ্ট্রপতির সম্মান হল সর্বোচ্চ । কাজেই রাজ্যের একজন প্রতিমন্ত্রীর বক্তব্য কোনওভাবেই তাঁকে খাটো করতে পারে না । এই বিষয়টাকে বারবার প্রকাশ্যে এনে রাষ্ট্রপতিকে ছোট করা উচিত নয় । এর থেকে ভালো, এ বিষয়ে এখানেই থেমে যাওয়া ।"

আরও পড়ুন: 'অনুতাপ নেই অখিলের, বরখাস্ত হোক'; রাষ্ট্রপতি নিয়ে বিজেপির বিক্ষোভ এখনই থামছে না !

প্রসঙ্গত, এ দিন বিধানসভায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কারা প্রতিমন্ত্রীর কুমন্তব্য নিয়ে মুলতুবি প্রস্তাব নিয়ে আসে বিজেপি । এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "যেভাবে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দেশের সবচেয়ে সম্মানীয় ব্যক্তিকে অপমান করেছেন তার প্রতিবাদ জরুরি । কিন্তু আশ্চর্যের বিষয় হল যিনি এ সব করছেন, তাঁর কৃতকর্মের জন্য কোনও অনুতাপ নেই । আমরা বিরোধীরা যখন এই নিয়ে প্রতিবাদ করছি, তিনি বিধানসভার ভেতরে আমাদের বিরোধিতা করছেন । আর তাই এই বিরোধিতা চলবে ।"

যদিও রাজ্যের শাসক দল বিজেপির এই বিরোধিতাকে তাদের রাজনৈতিক অস্ত্র হিসেবেই দেখছে । আর সে কারণে এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, "রাষ্ট্রপতিকে নিয়ে বিজেপির প্রতিবাদ তাদের রাজনৈতিক এজেন্ডা । কারণ তৃণমূলের বিরোধিতা করার জন্য তাদের হাতে কিছু নেই । আর সে কারণেই মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার পরেও এই ইস্যুকে রাজনৈতিকভাবে তারা জিইয়ে রাখতে চাইছে ।"

একইভাবে এই নিয়ে সামগ্রিক প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরিও । এত বিক্ষোভের মাঝেও বিধানসভায় হাজিরা দিয়ে অখিল গিরি দাবি করেছেন, "অহেতুক রাজনীতি হচ্ছে । আমি রাষ্ট্রপতিকে উদ্দেশ করে কুকথা বলার জন্য ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি । আমি দুঃখিত । ব্যথিত । রাগের মাথাতেই বলে ফেলেছি । শুভেন্দু অধিকারী আমার মন্তব্যকে ঘিরে যেভাবে রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছেন, পূর্ব মেদিনীপুরে তা সফল হতে আমরা দেব না ।"

কলকাতা, 21 নভেম্বর: রাষ্ট্রপতিকে (Comment on President) নিয়ে বিজেপির প্রতিবাদ তাদের রাজনৈতিক এজেন্ডা (BJP Political Agenda)। কারণ তৃণমূলের বিরোধিতা করার জন্য তাদের হাতে কিছু নেই । আর সে কারণেই মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার পরেও এই ইস্যুকে রাজনৈতিকভাবে জিইয়ে রাখতে চাইছে গেরুয়া শিবির (Firhad Slams BJP)। সোমবার রাজ্য বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রপতির বিরুদ্ধে অখিল গিরির কুমন্তব্য নিয়ে বিজেপির প্রতিবাদ সম্পর্কে এ কথা বললেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

এ দিন বিধানসভার অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । সেখানেই পৌরমন্ত্রী বলেন, "রাষ্ট্রপতি মহোদয়ের সম্মানের বিষয়টি অনেক বড় । তিনি শুধু বিজেপির রাষ্ট্রপতি নন । তিনি আমাদেরও রাষ্ট্রপতি । তাঁকে নিয়ে কোনও ধরনের কুমন্তব্য গ্রহণযোগ্য নয় । সেটা আমাদের দল যেমন সমর্থন করে না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমর্থন করেন না । তিনি নিজে এই বিষয়ে অখিল গিরির হয়ে ক্ষমা চেয়েছেন । এরপরও বিজেপির প্রতিবাদের অর্থ ওরা রাজনৈতিকভাবে ইস্যুটাকে জিইয়ে রাখতে চাইছে ।"

বিরোধীরা অখিল গিরির পদত্যাগ চাইলেও তাঁর মতে ওই দাবির গ্রহণযোগ্যতা নেই বলে জানান ফিরহাদ । কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন । এই অপরাধের জন্য পদত্যাগ বাধ্যতামূলক নয় । ফিরহাদের ভাষায়, "রাষ্ট্রপতি মহোদয়ার স্থান অনেক উপরে । কোনও ব্যক্তির কোনও কুমন্তব্য তাঁর অবস্থানকে ছোট করতে পারে না । রাজনৈতিক ও সামাজিকভাবে রাষ্ট্রপতির সম্মান হল সর্বোচ্চ । কাজেই রাজ্যের একজন প্রতিমন্ত্রীর বক্তব্য কোনওভাবেই তাঁকে খাটো করতে পারে না । এই বিষয়টাকে বারবার প্রকাশ্যে এনে রাষ্ট্রপতিকে ছোট করা উচিত নয় । এর থেকে ভালো, এ বিষয়ে এখানেই থেমে যাওয়া ।"

আরও পড়ুন: 'অনুতাপ নেই অখিলের, বরখাস্ত হোক'; রাষ্ট্রপতি নিয়ে বিজেপির বিক্ষোভ এখনই থামছে না !

প্রসঙ্গত, এ দিন বিধানসভায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কারা প্রতিমন্ত্রীর কুমন্তব্য নিয়ে মুলতুবি প্রস্তাব নিয়ে আসে বিজেপি । এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "যেভাবে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দেশের সবচেয়ে সম্মানীয় ব্যক্তিকে অপমান করেছেন তার প্রতিবাদ জরুরি । কিন্তু আশ্চর্যের বিষয় হল যিনি এ সব করছেন, তাঁর কৃতকর্মের জন্য কোনও অনুতাপ নেই । আমরা বিরোধীরা যখন এই নিয়ে প্রতিবাদ করছি, তিনি বিধানসভার ভেতরে আমাদের বিরোধিতা করছেন । আর তাই এই বিরোধিতা চলবে ।"

যদিও রাজ্যের শাসক দল বিজেপির এই বিরোধিতাকে তাদের রাজনৈতিক অস্ত্র হিসেবেই দেখছে । আর সে কারণে এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, "রাষ্ট্রপতিকে নিয়ে বিজেপির প্রতিবাদ তাদের রাজনৈতিক এজেন্ডা । কারণ তৃণমূলের বিরোধিতা করার জন্য তাদের হাতে কিছু নেই । আর সে কারণেই মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার পরেও এই ইস্যুকে রাজনৈতিকভাবে তারা জিইয়ে রাখতে চাইছে ।"

একইভাবে এই নিয়ে সামগ্রিক প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরিও । এত বিক্ষোভের মাঝেও বিধানসভায় হাজিরা দিয়ে অখিল গিরি দাবি করেছেন, "অহেতুক রাজনীতি হচ্ছে । আমি রাষ্ট্রপতিকে উদ্দেশ করে কুকথা বলার জন্য ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি । আমি দুঃখিত । ব্যথিত । রাগের মাথাতেই বলে ফেলেছি । শুভেন্দু অধিকারী আমার মন্তব্যকে ঘিরে যেভাবে রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছেন, পূর্ব মেদিনীপুরে তা সফল হতে আমরা দেব না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.