ETV Bharat / state

কোর্ট মিটিং ঘিরে সংঘাতের মাঝেও কাল সমাবর্তনে থাকতে পারেন আচার্য - রাজ্যপাল-উপাচার্যের সংঘাত

কোর্ট মিটিংকে কেন্দ্র করে আচার্য-উপাচার্যের সংঘাত । তবে, এর মাঝেই বৈঠক সূত্রে খবর, আগামীকাল সমাবর্তন অনুষ্ঠানে আসতে পারেন আচার্য জগদীপ ধনকড় ।

ছবি
ছবি
author img

By

Published : Dec 23, 2019, 9:45 PM IST

Updated : Dec 23, 2019, 10:02 PM IST

কলকাতা, ২৩ ডিসেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংকে কেন্দ্র করে আচার্য-উপাচার্যের সংঘাত । বিকেলে বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয় ছাড়েন আচার্য জগদীপ ধনকড় । তারপরই কোর্ট মিটিং শুরু করেন উপাচার্য সুরঞ্জন দাস । এখানেই বিতর্কের সূত্রপাত। বৈঠক চলাকালীন রাজ্যপাল উপাচার্যকে ফোন করে রাজভবনে ডাকেন । কিন্তু রাজভবনে না গিয়ে বৈঠক চালিয়ে যান উপাচার্য । রাজ্যপালের অনুপস্থিতিতে নেওয়া হয় সিদ্ধান্ত । তবে, এই সংঘাতের মাঝেই বৈঠক সূত্রে খবর, আগামীকাল সমাবর্তন অনুষ্ঠানে আসতে পারেন আচার্য ।

আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ৷ সেখানে আচার্য হিসেবে প্রথম থেকেই উপস্থিত থাকার কথা ছিল জগদীপ ধনকড়ের ৷ কিন্তু, তারপরই তাঁকে বয়কটের ডাক দিয়েছিল SFI-র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাখা ৷ পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও চায়নি রাজ্যপাল এই অনুষ্ঠানে আসুক ৷ তাই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল এগজ়িকিউটিভ কাউন্সিল ৷ গতকাল এই সিদ্ধান্ত বাতিল করেন স্বয়ং আচার্য ৷ আজ আচার্য জগদীপ ধনকড়কে কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান তুলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা । বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদও এক জোট হয়ে আচার্যের গাড়ি আটকায় ৷ প্রায় 50 মিনিট ধরে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় ৷ ফলে বিশ্ববিদ্যালয় চত্ত্বর ছাড়তে বাধ্য হন তিনি ।

ভিডিয়োয় শুনুন সুরঞ্জন দাসের বক্তব্য

তারপরই উপাচার্য সুরঞ্জন দাস কোর্ট মিটিং শুরু করেন । উপাচার্য বলেন, "বৈঠক চলাকালীন রাজ্যপাল আমাকে ফোন করে রাজভবনে ডাকেন । সেখানে বৈঠক করার কথা বলেন । বিশ্ববিদ্যালয়ে কোনও সিদ্ধান্ত যেন না নেওয়া হয়, সেকথাও বলেন । আমি বিষয়টি কোট মেম্বারদের জানাই । তাঁরা বলেন, যেহেতু মিটিং শুরু হয়েছে তাই ক্যাম্পাসেই মিটিং শেষ করা উচিত ।" পরে সুরঞ্জন দাস আরও জানান, নিয়মানুযায়ী আচার্যের অনুপস্থিতিতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠক করতে পারেন । সেই বৈঠকের সিদ্ধান্ত রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পাঠানো হয় ।

বিকেলের ঘটনার পর আবার কোর্ট মিটিং ঘিরে আচার্যের সঙ্গে সংঘাত । তবে এই টানাপোড়েনের মধ্যেই কালকের সমাবর্তনে থাকতে পারেন আচার্য । আপাতত বৈঠক সূত্রে সে খবরই উঠে এসেছে । কালও আচার্যকে বিক্ষোভের মধ্যে পড়তে হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷

কলকাতা, ২৩ ডিসেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংকে কেন্দ্র করে আচার্য-উপাচার্যের সংঘাত । বিকেলে বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয় ছাড়েন আচার্য জগদীপ ধনকড় । তারপরই কোর্ট মিটিং শুরু করেন উপাচার্য সুরঞ্জন দাস । এখানেই বিতর্কের সূত্রপাত। বৈঠক চলাকালীন রাজ্যপাল উপাচার্যকে ফোন করে রাজভবনে ডাকেন । কিন্তু রাজভবনে না গিয়ে বৈঠক চালিয়ে যান উপাচার্য । রাজ্যপালের অনুপস্থিতিতে নেওয়া হয় সিদ্ধান্ত । তবে, এই সংঘাতের মাঝেই বৈঠক সূত্রে খবর, আগামীকাল সমাবর্তন অনুষ্ঠানে আসতে পারেন আচার্য ।

আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ৷ সেখানে আচার্য হিসেবে প্রথম থেকেই উপস্থিত থাকার কথা ছিল জগদীপ ধনকড়ের ৷ কিন্তু, তারপরই তাঁকে বয়কটের ডাক দিয়েছিল SFI-র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাখা ৷ পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও চায়নি রাজ্যপাল এই অনুষ্ঠানে আসুক ৷ তাই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল এগজ়িকিউটিভ কাউন্সিল ৷ গতকাল এই সিদ্ধান্ত বাতিল করেন স্বয়ং আচার্য ৷ আজ আচার্য জগদীপ ধনকড়কে কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান তুলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা । বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদও এক জোট হয়ে আচার্যের গাড়ি আটকায় ৷ প্রায় 50 মিনিট ধরে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় ৷ ফলে বিশ্ববিদ্যালয় চত্ত্বর ছাড়তে বাধ্য হন তিনি ।

ভিডিয়োয় শুনুন সুরঞ্জন দাসের বক্তব্য

তারপরই উপাচার্য সুরঞ্জন দাস কোর্ট মিটিং শুরু করেন । উপাচার্য বলেন, "বৈঠক চলাকালীন রাজ্যপাল আমাকে ফোন করে রাজভবনে ডাকেন । সেখানে বৈঠক করার কথা বলেন । বিশ্ববিদ্যালয়ে কোনও সিদ্ধান্ত যেন না নেওয়া হয়, সেকথাও বলেন । আমি বিষয়টি কোট মেম্বারদের জানাই । তাঁরা বলেন, যেহেতু মিটিং শুরু হয়েছে তাই ক্যাম্পাসেই মিটিং শেষ করা উচিত ।" পরে সুরঞ্জন দাস আরও জানান, নিয়মানুযায়ী আচার্যের অনুপস্থিতিতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠক করতে পারেন । সেই বৈঠকের সিদ্ধান্ত রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পাঠানো হয় ।

বিকেলের ঘটনার পর আবার কোর্ট মিটিং ঘিরে আচার্যের সঙ্গে সংঘাত । তবে এই টানাপোড়েনের মধ্যেই কালকের সমাবর্তনে থাকতে পারেন আচার্য । আপাতত বৈঠক সূত্রে সে খবরই উঠে এসেছে । কালও আচার্যকে বিক্ষোভের মধ্যে পড়তে হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷

Intro:কলকাতা, ২৩ ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোট বৈঠককে কেন্দ্র করে চরমে উঠল রাজ্যপালের সঙ্গে উপাচার্যের সংঘাত । আজ বিক্ষোভের জেরে রাজ্যপাল জগদীপ ধনকর বিশ্ববিদ্যালয় ছাড়ার পরেই উপাচার্য সুরঞ্জন দাস শুরু করেন কোট বৈঠক । এই বৈঠক চলাকালীন রাজ্যপাল উপাচার্যকে ফোন করে রাজভবনে ডাকেন। উপাচার্য রাজভবনে না গিয়ে কোট বৈঠক চালান। এই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় আগামীকাল সমাবর্তন অনুষ্ঠান হবে। কাল বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন রাজ্যপালও।


Body: আজ মূলত কোট বৈঠক করতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকর । ছাত্র -ছাত্রীদের তামাম বিক্ষোভের জেরে কোট বৈঠক না করে রাজ্যপালকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়। রাজ্যপাল বিশ্ববিদ্যালয় ছাড়ার পরেই উপাচার্য সুরঞ্জন দাস শুরু করেন কোট বৈঠক । এই বৈঠক চলাকালীন রাজ্যপাল উপাচার্যকে ফোন করে রাজভবনে ডাকেন । তিনি উপাচার্যকে জানান রাজভবনে কোট বৈঠক করার জন্য। কিন্তু রাজ্যপালের আহ্বানে গড়রাজি থাকেন উপাচার্য । রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের বৈঠককে মান্যতা দেন না। রাজ্যপালের অনুপস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোট বৈঠককে বৈধ আখ্যা দেন উপাচার্য সুরঞ্জন দাস। তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইনে রয়েছে আচার্যের অনুপস্থিতিতে উপাচার্য কোট বৈঠক করতে পারবেন। সেই বৈঠকের সিদ্ধান্ত রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পাঠানো হবে। আজকের কোট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হবে। ছাত্র ছাত্রীদের ডিগ্রি প্রদান করা হবে। আগামী কাল সমাবর্তন উপলক্ষে আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন রাজ্যপাল। অর্থাৎ কাল আবারও ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হতে পারে বিশ্ববিদ্যালয়।


Conclusion:
Last Updated : Dec 23, 2019, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.