ETV Bharat / state

Kolkata International Book Fair 2023: সোমবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন

কলকাতা-সহ জেলাবাসী মুখিয়ে থাকে বছরের এই সময়টার জন্য ৷ যখন দেশ বিদেশের সকল বইপ্রেমীরা মিলিত হয় একস্থানে ৷ সেটি হল আন্তর্জাতিক বইমেলা ৷ অবশেষে সল্টলেকে মুখ্যমন্ত্রীর নামকরণ করা মেলা প্রাঙ্গনে মহাসমারহে শুরু হতে চলেছে 46তম কলকাতা বইমেলা (Kolkata International Book Fair) ৷ এবারে থাকছে বেশ কিছু চমক ৷ তার আগে প্রস্তুতি পর্ব ঘুরে দেখলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷

Kolkata Book Fair
কলকাতা বইমেলা
author img

By

Published : Jan 29, 2023, 8:33 PM IST

সোমবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন

কলকাতা, 29 জানুয়ারি: অপেক্ষা আর কয়েকঘণ্টার ৷ তারপরই 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন (Kolkata International Book Fair 2023)। তবে কেবল বই নয়, কলকাতা বইমেলার এবার উপরি পাওনা সিনেমা। 46তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন ৷ তাই নন্দন প্রাঙ্গনে তিনদিন ব্যাপী দেখানো হবে স্পেনের বেশ কিছু সিনেমা। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে রবিবার থেকে । সিনেমাগুলি দেখানো হবে বিকেল 5টা 15 মিনিট থেকে। এদিন ছবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিডাও ডমিংগেজ এবং বিশিষ্ট কবি লুইস গার্সিয়া মন্তেরও।

সোমবার দুপুর 2টোয় এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ তার আগে বইমেলার শেষ পর্যায়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু এই বইমেলা প্রাঙ্গনের ব্যবস্থাপনা দেখে গিয়েছেন । তার সঙ্গে গিল্ড কর্তৃপক্ষ বারবার সম্পূর্ণ এলাকা পর্যবেক্ষণ করছেন । সেন্ট্রাল পার্কে মুখ্যমন্ত্রীর নামকরণ করা বইমেলা প্রাঙ্গণে হবে সবচেয়ে বড় বইয়ের উৎসব ৷ বইমেলার জন্য রবিবারও পাওয়া যাবে মেট্রোর সুবিধা । বইপ্রেমীরা অনায়াসে করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক দুই মেট্রো স্টেশনের মাধ্যমে বইমেলায় পৌছে যেতে পারবেন । বইমেলার জন্য বাড়তি পরিষেবা দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ ৷ ফেরার মেট্রো পাওয়া যাবে রাত 9:45 পর্যন্ত ৷

Kolkata International Book Fair
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এ বছরে বইমেলার রেকর্ড সংখ্যক স্টল থাকছে । প্রায় 950টি স্টল এবং আরও 70টি বাংলাদেশের স্টল দেখা যাবে বইমেলা প্রাঙ্গনে । এই প্রথম থাইল্যান্ড অংশ নিচ্ছে বইমেলায় । বইমেলা উৎসবের পাশাপাশি পালিত হবে বাংলাদেশ দিবস ও স্পেন দিবস । 4 তারিখ পালিত হবে বাংলাদেশ দিবস । সেদিন বাংলাদেশের বেশ কিছু বিশিষ্ট কবি ও সেলিব্রেটিরা অনুষ্ঠানে অংশ নেবেন । 7 তারিখ স্পেনের দিনেও একই অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হচ্ছে ।

Kolkata International Book Fair
বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: সময় পরিবর্তন, 30 জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

সোমবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন

কলকাতা, 29 জানুয়ারি: অপেক্ষা আর কয়েকঘণ্টার ৷ তারপরই 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন (Kolkata International Book Fair 2023)। তবে কেবল বই নয়, কলকাতা বইমেলার এবার উপরি পাওনা সিনেমা। 46তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন ৷ তাই নন্দন প্রাঙ্গনে তিনদিন ব্যাপী দেখানো হবে স্পেনের বেশ কিছু সিনেমা। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে রবিবার থেকে । সিনেমাগুলি দেখানো হবে বিকেল 5টা 15 মিনিট থেকে। এদিন ছবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিডাও ডমিংগেজ এবং বিশিষ্ট কবি লুইস গার্সিয়া মন্তেরও।

সোমবার দুপুর 2টোয় এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ তার আগে বইমেলার শেষ পর্যায়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু এই বইমেলা প্রাঙ্গনের ব্যবস্থাপনা দেখে গিয়েছেন । তার সঙ্গে গিল্ড কর্তৃপক্ষ বারবার সম্পূর্ণ এলাকা পর্যবেক্ষণ করছেন । সেন্ট্রাল পার্কে মুখ্যমন্ত্রীর নামকরণ করা বইমেলা প্রাঙ্গণে হবে সবচেয়ে বড় বইয়ের উৎসব ৷ বইমেলার জন্য রবিবারও পাওয়া যাবে মেট্রোর সুবিধা । বইপ্রেমীরা অনায়াসে করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক দুই মেট্রো স্টেশনের মাধ্যমে বইমেলায় পৌছে যেতে পারবেন । বইমেলার জন্য বাড়তি পরিষেবা দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ ৷ ফেরার মেট্রো পাওয়া যাবে রাত 9:45 পর্যন্ত ৷

Kolkata International Book Fair
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এ বছরে বইমেলার রেকর্ড সংখ্যক স্টল থাকছে । প্রায় 950টি স্টল এবং আরও 70টি বাংলাদেশের স্টল দেখা যাবে বইমেলা প্রাঙ্গনে । এই প্রথম থাইল্যান্ড অংশ নিচ্ছে বইমেলায় । বইমেলা উৎসবের পাশাপাশি পালিত হবে বাংলাদেশ দিবস ও স্পেন দিবস । 4 তারিখ পালিত হবে বাংলাদেশ দিবস । সেদিন বাংলাদেশের বেশ কিছু বিশিষ্ট কবি ও সেলিব্রেটিরা অনুষ্ঠানে অংশ নেবেন । 7 তারিখ স্পেনের দিনেও একই অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হচ্ছে ।

Kolkata International Book Fair
বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: সময় পরিবর্তন, 30 জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.