কলকাতা, 24 ফেব্রুয়ারি: দোল উৎসবে সম্প্রীতি বজায় রাখতে মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, দোল উৎসবের সময় রাজ্যের মন্ত্রীদের নিজের নিজের এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন তিনি ৷ পাশাপাশি পৌরভোটকে সামনে রেখে প্রতিটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করারও পরামর্শ দিয়েছেন ৷
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয় ৷ দোল ও পৌরভোটের দিন ঘোষণার আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷
নবান্ন সূত্রের খবর, স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের শূণ্য পদগুলো পূরণে দ্রুত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পাশাপাশি পুলিশের আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নের জন্যও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ৷