কলকাতা, 9 অগস্ট: আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস ৷ এই উপলক্ষ্যে বুধবার রাজ্য এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে পৌঁছেছেন ৷ গতকালই কুড়মি সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷
-
The cultural tapestry of Bengal is woven with threads from diverse indigenous communities.
— Mamata Banerjee (@MamataOfficial) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
On this International Day of the World’s Indigenous Peoples, let's celebrate their vibrant traditions, art, and heritage that enrich our state's identity. Let's pledge to walk alongside…
">The cultural tapestry of Bengal is woven with threads from diverse indigenous communities.
— Mamata Banerjee (@MamataOfficial) August 9, 2023
On this International Day of the World’s Indigenous Peoples, let's celebrate their vibrant traditions, art, and heritage that enrich our state's identity. Let's pledge to walk alongside…The cultural tapestry of Bengal is woven with threads from diverse indigenous communities.
— Mamata Banerjee (@MamataOfficial) August 9, 2023
On this International Day of the World’s Indigenous Peoples, let's celebrate their vibrant traditions, art, and heritage that enrich our state's identity. Let's pledge to walk alongside…
আজ ঝাড়গ্রামে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ সকালেই সামাজিক মাধ্যমে রাজ্য তথা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, "বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের শক্ত বুননের উপর দাঁড়িয়ে ৷" তিনি এই আন্তর্জাতিক আদিবাসী দিবসে সবাইকে সেই প্রাণবন্ত ঐতিহ্য, শিল্প, পরম্পরা উদযাপনের আহ্বান জানিয়েছেন ৷ এতে রাজ্যের পরিচিতি আরও সমৃদ্ধ হবে বলে তিনি মনে করেন ৷
-
Today, on Int’l Day of the World’s Indigenous Peoples, we recognize the invaluable contributions of our indigenous communities towards the diversity & progress of WB.
— Abhishek Banerjee (@abhishekaitc) August 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let's reaffirm our commitment to a future that protects their rights & celebrates their uniqueness.
Jai Johar!
">Today, on Int’l Day of the World’s Indigenous Peoples, we recognize the invaluable contributions of our indigenous communities towards the diversity & progress of WB.
— Abhishek Banerjee (@abhishekaitc) August 9, 2023
Let's reaffirm our commitment to a future that protects their rights & celebrates their uniqueness.
Jai Johar!Today, on Int’l Day of the World’s Indigenous Peoples, we recognize the invaluable contributions of our indigenous communities towards the diversity & progress of WB.
— Abhishek Banerjee (@abhishekaitc) August 9, 2023
Let's reaffirm our commitment to a future that protects their rights & celebrates their uniqueness.
Jai Johar!
মমতা আরও লিখেছেন, "সবাই আদিবাসী ভাই-বোনেদের পাশে হাঁটার অঙ্গীকার করি ৷" রাজ্য, দেশ এবং বিশ্ববাসীকে জাতপাত, গোষ্ঠী, ধর্ম এবং বর্ণবৈষম্যের ঊর্ধ্বে ওঠার বার্তাও দিয়েছেন মমতা ৷ আদিবাসী সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কারণ এই লড়াই শুধুমাত্র কোনও একটি সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র মানবজাতির ৷
আমেরিকা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় লিখেছেন, "পশ্চিমবঙ্গকে বৈচিত্রময় করে তোলা এবং রাজ্যের উন্নতিতে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা অনস্বীকার্য ৷ আজ আমরা তাদের অমূল্য অবদানকে স্বীকৃতি দিলাম ৷ আসুন, তাদের অধিকারকে রক্ষা করি ৷ তাদের অভিনবত্বের উদযাপন করি ৷ অঙ্গীকার করি, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হোক ৷ জয় জোহর !"
আরও পড়ুন: শান্তিপূর্ণ আন্দোলন জারি রাখার বার্তা দিয়েও কুড়মি নেতাদের মুখে মমতার প্রশংসা
মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মি সম্প্রদায়কে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে একটি বিশেষ বার্তা দেন ৷ এদিন তিনি লেখেন, "আজ জঙ্গলমহল সফরের প্রথমদিনে আমি কুড়মি নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করলাম ৷ বিভিন্ন বিষয়ের চর্চার মাধ্যমে এই সুসংগঠিত বৈঠকটি সম্পন্ন হয়েছে ৷ কুড়মি জনজাতির সার্বিক উন্নয়নের জন্য আমাদের জনদরদী সরকার সর্বদা নিবেদিতপ্রাণ। আমাদের মা-মাটি-মানুষের সরকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনযাপনের মানোন্নয়নের জন্য সদা তৎপর। আমি আশাবাদী এই বৈঠক আগামীদিনে কুড়মি জনজাতির প্রত্যেকটি মানুষের জীবনে আলোর দিশারী হয়ে কাজ করবে ৷"