ETV Bharat / state

জন্মদিনে রাজ্যপাল বোসকে ফোনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 8:29 PM IST

Mamata Wishes Governor Bose: জন্মদিনের সন্ধ্যায় রাজ্যপাল বোসকে ফোন করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর কারা শুভেচ্ছা জানিয়েছেন আজ রাজ্যপালকে ?

ETV Bharat
রাজভবন সূত্রে পাওয়া ছবি

কলকাতা, 2 জানুয়ারি: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপালকে ফোন করে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন বলে রাজভবন সূত্রে খবর । এছাড়াও আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যপালকে ফোন করেন । জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দরিদ্রসেবায় সিভি আনন্দ বোসের কাজের প্রশংসা করেন । উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও আজ সিভি আনন্দ বোসকে ফোন করেন । জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ।

অন্যদিকে, বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে তীব্র দ্বন্দ্ব থাকলেও সৌজন্যতার খামতি নেই বলেই মনে করছে অভিজ্ঞমহল । আজ রাজ্যের দুই সাংবিধানিক প্রধানের ফোনে শুভেচ্ছা বিনিময় তার অন্যতম উদাহরণ ।

গতকালই ব্যক্তিগত বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । সেই বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, "জনজীবনে আপনার বিশাল অভিজ্ঞতা জাতির সম্পদ । জনকল্যাণ ও জাতির সেবার প্রতি আপনার নিষ্ঠার সঙ্গে আপনি যে মানদণ্ড স্থাপন করেছেন তা রাজ্যের জনগণের উন্নয়নে সহায়তা করবে । আপনার নির্দেশনায় রাজ্য উন্নয়নের নতুন উচ্চতা ছুঁতে থাকুক ।"

1951 সালের 2 জানুয়ারি কেরলের মান্নানামে জন্মগ্রহণ করেন সিভি আনন্দ বোস । সেখানেই তাঁর ছেলেবেলা কাটে এবং উচ্চশিক্ষা গ্রহণ করেন । এরপর পিলানীর বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে পিএইচডি করেন তিনি । 1977 সালে ভারতীয় প্রশাসনিক পরিষেবাতে যোগদান করেন সিভি আনন্দ বোস । জেলা ম্যাজিস্ট্রেট-সহ শিক্ষা, বন ও পরিবেশ, শ্রম এবং সাধারণ প্রশাসনের মতো বিভিন্ন মন্ত্রণালয়ে প্রিন্সিপাল সেক্রেটারি এবং অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কাজ করেছেন । 17 নভেম্বর 2022-এ, বোসকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করেন ।

কলকাতা, 2 জানুয়ারি: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপালকে ফোন করে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন বলে রাজভবন সূত্রে খবর । এছাড়াও আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যপালকে ফোন করেন । জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দরিদ্রসেবায় সিভি আনন্দ বোসের কাজের প্রশংসা করেন । উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও আজ সিভি আনন্দ বোসকে ফোন করেন । জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ।

অন্যদিকে, বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে তীব্র দ্বন্দ্ব থাকলেও সৌজন্যতার খামতি নেই বলেই মনে করছে অভিজ্ঞমহল । আজ রাজ্যের দুই সাংবিধানিক প্রধানের ফোনে শুভেচ্ছা বিনিময় তার অন্যতম উদাহরণ ।

গতকালই ব্যক্তিগত বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । সেই বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, "জনজীবনে আপনার বিশাল অভিজ্ঞতা জাতির সম্পদ । জনকল্যাণ ও জাতির সেবার প্রতি আপনার নিষ্ঠার সঙ্গে আপনি যে মানদণ্ড স্থাপন করেছেন তা রাজ্যের জনগণের উন্নয়নে সহায়তা করবে । আপনার নির্দেশনায় রাজ্য উন্নয়নের নতুন উচ্চতা ছুঁতে থাকুক ।"

1951 সালের 2 জানুয়ারি কেরলের মান্নানামে জন্মগ্রহণ করেন সিভি আনন্দ বোস । সেখানেই তাঁর ছেলেবেলা কাটে এবং উচ্চশিক্ষা গ্রহণ করেন । এরপর পিলানীর বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে পিএইচডি করেন তিনি । 1977 সালে ভারতীয় প্রশাসনিক পরিষেবাতে যোগদান করেন সিভি আনন্দ বোস । জেলা ম্যাজিস্ট্রেট-সহ শিক্ষা, বন ও পরিবেশ, শ্রম এবং সাধারণ প্রশাসনের মতো বিভিন্ন মন্ত্রণালয়ে প্রিন্সিপাল সেক্রেটারি এবং অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কাজ করেছেন । 17 নভেম্বর 2022-এ, বোসকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করেন ।

আরও পড়ুন :

1 ভারতীয় জনতার জন্য কাজ করি, পার্টির জন্য নয়: রাজ্যপাল

2 মেয়াদের বর্ষপূর্তিতে বৃদ্ধা-অনাথ মেয়েদের সঙ্গে পাত পেড়ে মধ্যাহ্নভোজ রাজ্যপাল বোসের

3 রাজবাড়িগুলিতে জমিদাররা বসে আছেন, নাম না করে রাজ্যপালকে কটাক্ষ মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.