ETV Bharat / state

আগামী 15 দিন বাড়বে করোনা সংক্রমণ, সাবধানে থাকুন: মমতা

আগামী 15 দিনে করোনার সংক্রমণ বাড়বে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই সাবধানে থাকার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী ৷ সঠিক ভাবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের কথা মনে করিয়ে দিয়ে বললেন, যে যার নিজের নিজের পাড়ার দায়িত্বে থাকুন ৷ নিজেরাই নিজেদের রক্ষা করুন ৷ পাশাপাশি সরকারি হাসপাতালে 40 শতাংশ শয্যা সংখ্যা বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী ৷

আগামী 15 দিন বাড়বে করোনা সংক্রমণ
আগামী 15 দিন বাড়বে করোনা সংক্রমণ
author img

By

Published : May 6, 2021, 8:49 PM IST

কলকাতা, 6 মে: বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে এদিন দ্বিতীয় প্রেসমিট করলেন মমতা ৷ রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণের ঘোষণার ছাড়াও কোভিড মোকাবিলা সংক্রান্ত বেশ কিছু ঘোষণা করলেন তিনি ৷ বললেন, আগামী 15 দিনে সংক্রমণ বাড়বে ৷ যে যার নিজের নিজের পাড়ার দায়িত্বে থাকুন ৷ নিজেরাই নিজেদের রক্ষা করুন ৷ তবে রাজ্য সরকারের পক্ষে কোভিড মোকাবিলায় সবরকমের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান ৷ সরকারি হাসপাতালগুলিতে 40 শতাংশ শয্যা সংখ্যা বাড়ানো হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী ৷

এদিন মমতা বললেন, "দয়া করে সবাই মাস্কটা পড়ুন ৷ এমন করে মাস্কটা পড়বেন যাতে নাক, মুখ দিয়ে বেরিয়ে না যায় ৷ মাস্কটা যাতে নাক-মুখ ভালোভাবে ঢেকে রাখে ৷" আগামী 15 দিনে করোনার সংক্রমণ বাড়াবে বলে জানান তিনি ৷ তবে বলেন, "ভয় পাবার কিছু নেই ৷ সাবধান থাকতে হবে ৷ যদি কেউ মনে করেন শরীর খারাপ হচ্ছে ডাক্তার দেখাবেন ৷ হোম আইসোলেশনে থাকলেও ঠিক হয়ে যাবে ৷" রোগীর সিটি-ভ্যালুর দিকে বিশেষ নজর দিতে হবে জানিয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বললেন, যেসব রোগীদের সিটি-ভ্যালু কম তাঁদের দিকে বেশি নজর দিতে হবে ৷ কারণ যাদের সিটি-ভ্যালু বেশি তারা এমনিতে সেফ আছেন ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "গোটা দেশজুড়েই এবারে 30-35-45 বছরের এজ গ্রুপটায় অনেকে মারা গেছেন ৷ ইয়াংদের একটু বেশি এটা অ্যাটাক করছে ৷" গতকাল শম্ভুনাথ পণ্ডিত এবং পিজিতে পরিদর্শনে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ সেখানেই এই বিষয়ে আলোচনাও হয় ৷ তিনি জানান, রোগী বাঁচানোর চেষ্টায় কোনও ত্রুটি রাখা হয়নি ৷

আগামী 15 দিনে করোনার সংক্রমণ বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ বলেন, "ভয় দেখাচ্ছি না ৷ সতর্ক করছি ৷ অই কারণেই আমার হাতজোড় করে আবেদন থাকবে, নিজেদের যত্ন নিজেরা নিন ৷ আমরা যতটা পারব সাহায্য করব ৷ গাদাগাদি করে কেউ বাসে উঠবেন না ৷ একটু হয়তো অপেক্ষা করতে হবে ৷ লোকাল ট্রেন বন্ধ ৷ আমি জানি প্রবলেম হবে ৷ সেক্ষেত্রে আমরা 50 শতাংশ ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছি ৷ লোকাল ট্রেনটা আপাতত বাতিল করেছি, যাতে যাতায়াত রেগুলার যারা করেন তাঁদের যাতে প্রবলেম না হয় ৷ এটা ঠিক যে এতে দিন আনে দিন খায় যাঁরা তাঁদের প্রবলেম হবে ৷ তাই তাঁরা যাতে ফ্রি-তে রেশনটা পান সেটা সবাইকে ঠিকমতো দেখতে হবে ৷"

দোকান-বাজার খোলা রাখা এবং তা নিয়ম মেনে চালানোর ক্ষেত্রে তিনি স্থানীয় চেম্বার্স অব কমার্সগুলিকে অনুরোধ জানান ৷ বাজারগুলি স্যানিটাইজ করা এবং মাস্ক দেওয়ার কথা জানিয়ে চেম্বার্স অব কমার্সগুলির উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা আগেরবারের মতো এক একটি বাজারের দায়িত্ব যদি নেন ৷ আগের বার চেম্বার্স খুব ভালো কাজ করেছিল ৷ আমাদের যেহেতু অনেক চেম্বার্স আছে, তারা এক একটি বাজারে দায়িত্ব যদি নেন তাহলে কলকাতার বাজারগুলির ক্ষেত্রে অসুবিধা হবে না ৷" জেলার বাজারগুলির দায়িত্ব নেবার জন্য তিনি জেলার শিল্পপতিদের অনুরোধ জানান ৷ পাশাপাশি এই প্রসঙ্গে এনজিও, স্থানীয় ক্লাব, পুজো কমিটি এবং সংগঠনগুলিকেও একই অনুরোধ জানান ৷ বলেন, "যে যার নিজের নিজের পাড়াটাকে যত্নে রাখুন ৷"

আরও পড়ুন: শীতলকুচির পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, 6 মে: বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে এদিন দ্বিতীয় প্রেসমিট করলেন মমতা ৷ রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণের ঘোষণার ছাড়াও কোভিড মোকাবিলা সংক্রান্ত বেশ কিছু ঘোষণা করলেন তিনি ৷ বললেন, আগামী 15 দিনে সংক্রমণ বাড়বে ৷ যে যার নিজের নিজের পাড়ার দায়িত্বে থাকুন ৷ নিজেরাই নিজেদের রক্ষা করুন ৷ তবে রাজ্য সরকারের পক্ষে কোভিড মোকাবিলায় সবরকমের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান ৷ সরকারি হাসপাতালগুলিতে 40 শতাংশ শয্যা সংখ্যা বাড়ানো হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী ৷

এদিন মমতা বললেন, "দয়া করে সবাই মাস্কটা পড়ুন ৷ এমন করে মাস্কটা পড়বেন যাতে নাক, মুখ দিয়ে বেরিয়ে না যায় ৷ মাস্কটা যাতে নাক-মুখ ভালোভাবে ঢেকে রাখে ৷" আগামী 15 দিনে করোনার সংক্রমণ বাড়াবে বলে জানান তিনি ৷ তবে বলেন, "ভয় পাবার কিছু নেই ৷ সাবধান থাকতে হবে ৷ যদি কেউ মনে করেন শরীর খারাপ হচ্ছে ডাক্তার দেখাবেন ৷ হোম আইসোলেশনে থাকলেও ঠিক হয়ে যাবে ৷" রোগীর সিটি-ভ্যালুর দিকে বিশেষ নজর দিতে হবে জানিয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বললেন, যেসব রোগীদের সিটি-ভ্যালু কম তাঁদের দিকে বেশি নজর দিতে হবে ৷ কারণ যাদের সিটি-ভ্যালু বেশি তারা এমনিতে সেফ আছেন ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "গোটা দেশজুড়েই এবারে 30-35-45 বছরের এজ গ্রুপটায় অনেকে মারা গেছেন ৷ ইয়াংদের একটু বেশি এটা অ্যাটাক করছে ৷" গতকাল শম্ভুনাথ পণ্ডিত এবং পিজিতে পরিদর্শনে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ সেখানেই এই বিষয়ে আলোচনাও হয় ৷ তিনি জানান, রোগী বাঁচানোর চেষ্টায় কোনও ত্রুটি রাখা হয়নি ৷

আগামী 15 দিনে করোনার সংক্রমণ বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ বলেন, "ভয় দেখাচ্ছি না ৷ সতর্ক করছি ৷ অই কারণেই আমার হাতজোড় করে আবেদন থাকবে, নিজেদের যত্ন নিজেরা নিন ৷ আমরা যতটা পারব সাহায্য করব ৷ গাদাগাদি করে কেউ বাসে উঠবেন না ৷ একটু হয়তো অপেক্ষা করতে হবে ৷ লোকাল ট্রেন বন্ধ ৷ আমি জানি প্রবলেম হবে ৷ সেক্ষেত্রে আমরা 50 শতাংশ ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছি ৷ লোকাল ট্রেনটা আপাতত বাতিল করেছি, যাতে যাতায়াত রেগুলার যারা করেন তাঁদের যাতে প্রবলেম না হয় ৷ এটা ঠিক যে এতে দিন আনে দিন খায় যাঁরা তাঁদের প্রবলেম হবে ৷ তাই তাঁরা যাতে ফ্রি-তে রেশনটা পান সেটা সবাইকে ঠিকমতো দেখতে হবে ৷"

দোকান-বাজার খোলা রাখা এবং তা নিয়ম মেনে চালানোর ক্ষেত্রে তিনি স্থানীয় চেম্বার্স অব কমার্সগুলিকে অনুরোধ জানান ৷ বাজারগুলি স্যানিটাইজ করা এবং মাস্ক দেওয়ার কথা জানিয়ে চেম্বার্স অব কমার্সগুলির উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা আগেরবারের মতো এক একটি বাজারের দায়িত্ব যদি নেন ৷ আগের বার চেম্বার্স খুব ভালো কাজ করেছিল ৷ আমাদের যেহেতু অনেক চেম্বার্স আছে, তারা এক একটি বাজারে দায়িত্ব যদি নেন তাহলে কলকাতার বাজারগুলির ক্ষেত্রে অসুবিধা হবে না ৷" জেলার বাজারগুলির দায়িত্ব নেবার জন্য তিনি জেলার শিল্পপতিদের অনুরোধ জানান ৷ পাশাপাশি এই প্রসঙ্গে এনজিও, স্থানীয় ক্লাব, পুজো কমিটি এবং সংগঠনগুলিকেও একই অনুরোধ জানান ৷ বলেন, "যে যার নিজের নিজের পাড়াটাকে যত্নে রাখুন ৷"

আরও পড়ুন: শীতলকুচির পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.