ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী - mamata banerjee to hold a meeting to prevent corona

কোরোনা সংক্রমণ প্রতিরোধে আগাম ব্যবস্থা নিতে আজ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 6, 2020, 12:31 PM IST

Updated : Mar 6, 2020, 4:28 PM IST

কলকাতা, 6 মার্চ : দেশজুড়ে ছড়িয়েছে কোরোনা আতঙ্ক । এপর্যন্ত 30 জনের শরীরে খোঁজ মিলেছে এই ভাইরাসের । এই পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় আজ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার । দেওয়া হয়েছে ভিড় এড়ানোর পরামর্শ । কোরোনা মোকাবিলায় দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে । এবার কোরোনা সংক্রমণ প্রতিরোধে যাবতীয় ব্যবস্থা নিতে আজ বিকেলে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

জেলা সফর সেরে গতকাল বিকেলেই কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী । তারপরই স্বাস্থ্য দপ্তর থেকে কোরোনা সংক্রান্ত কী কী পদক্ষেপ করা হয়েছে তার খোঁজখবর নেন তিনি । আর আজ বিকেলে বৈঠক করবেন স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে । উপস্থিত থাকবেন মুখ্যসচিবও । বৈঠকের শুরু থেকেই অনলাইনে জেলার জেলাশাসক ও CMOH-দের সঙ্গেও কথা বলবেন তিনি। জেলাগুলিকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হবে ।

ইতিমধ্যেই কোরোনা মোকাবিলায় কলকাতা এবং জেলা হাসপাতালগুলিতে রোগ নির্ণয়ের যথাযথ পরিকাঠামো রয়েছে কি না, আজকের বৈঠকে সেই বিষয়েও কথা হবে বলে নবান্ন সূত্রে খবর । রাজ্যে কোথাও যদি আক্রান্তের সন্ধান পাওয়া যায়, তার চিকিৎসা কীভাবে করা উচিত এবং সংক্রমণ যাতে না ছড়ায় সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে ।

কলকাতা, 6 মার্চ : দেশজুড়ে ছড়িয়েছে কোরোনা আতঙ্ক । এপর্যন্ত 30 জনের শরীরে খোঁজ মিলেছে এই ভাইরাসের । এই পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় আজ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার । দেওয়া হয়েছে ভিড় এড়ানোর পরামর্শ । কোরোনা মোকাবিলায় দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে । এবার কোরোনা সংক্রমণ প্রতিরোধে যাবতীয় ব্যবস্থা নিতে আজ বিকেলে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

জেলা সফর সেরে গতকাল বিকেলেই কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী । তারপরই স্বাস্থ্য দপ্তর থেকে কোরোনা সংক্রান্ত কী কী পদক্ষেপ করা হয়েছে তার খোঁজখবর নেন তিনি । আর আজ বিকেলে বৈঠক করবেন স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে । উপস্থিত থাকবেন মুখ্যসচিবও । বৈঠকের শুরু থেকেই অনলাইনে জেলার জেলাশাসক ও CMOH-দের সঙ্গেও কথা বলবেন তিনি। জেলাগুলিকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হবে ।

ইতিমধ্যেই কোরোনা মোকাবিলায় কলকাতা এবং জেলা হাসপাতালগুলিতে রোগ নির্ণয়ের যথাযথ পরিকাঠামো রয়েছে কি না, আজকের বৈঠকে সেই বিষয়েও কথা হবে বলে নবান্ন সূত্রে খবর । রাজ্যে কোথাও যদি আক্রান্তের সন্ধান পাওয়া যায়, তার চিকিৎসা কীভাবে করা উচিত এবং সংক্রমণ যাতে না ছড়ায় সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে ।

Last Updated : Mar 6, 2020, 4:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.