কলকাতা, 30 অগস্ট: পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আয়োজিত সর্বদলীয় বৈঠকে নবান্ন সভাঘরে অনুপস্থিত ছিল সিপিএম-কংগ্রেস ৷ সে নিয়ে ভরা সভায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে জাতীয় স্তরের সমীকরণ অন্যরকম ৷ আগামিকাল মহারাষ্ট্রের মুম্বইয়ে কংগ্রেস-বাম-সহ 26টি দলের ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক ৷ এই বৈঠকে যোগ দিতে আজই মুম্বইয়ে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ তবে আজ, বুধবার রাখি পূর্ণিমায় তিনি বিমানবন্দর থেকে অমিতাভ-জয়া বচ্চনের বাংলো জলসায় যাবেন ৷
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অমিতাভ-জয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে ৷ তৃণমূল সুপ্রিমো জুহুতে তাঁদের বাংলোয় চায়ের আড্ডায় যোগ দেবেন ৷ ইন্ডিয়া জোটের ব্যানারে মূল অনুষ্ঠানসূচি আগামিকাল থেকে শুরু হবে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরেই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন ৷ বিমানবন্দরে নেমে তিনি সরাসরি চলে যাবেন অমিতাভ-জয়ার জুহুর বাড়িতে ৷ আজ এছাড়া অন্য কোনও কর্মসূচি নেই তাঁর ৷
আরও পড়ুন: মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক থেকেই হবে আসন ভাগাভাগি !
রাখি বন্ধনের দিন বাংলার জামাই বিগ বি’র হাতে রাখি পরিয়ে দিতে পারেন তিনি ৷ পাশাপাশি এই সফরে আগামী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ-জয়া বচ্চনকে আমন্ত্রণ জানানোর কাজটিও সেরে ফেলতে পারেন তিনি ৷ ব্যক্তিগত স্তরে বচ্চন পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত মধুর ৷ 'ধন্যি মেয়ে' অভিনেত্রী জয়া বচ্চন 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন ৷ গত কয়েক বছর ধরে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন ৷
অন্যদিকে, জুন মাসে বিহারের পটনায় 18 টি বিরোধী দলের বৈঠক হয় ৷ সেই আয়োজক ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করাই জোটের প্রধান লক্ষ্য ৷ এরপর 17-18 জুলাই কর্ণাটকের বেঙ্গালুরুতে সিপিএম-কংগ্রেস-সহ 26টি রাজনৈতিক দলের বৈঠক হয় ৷ এই বৈঠকে বিরোধী জোটের নাম দেওয়া হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া ৷ এবার মহারাষ্ট্রের মুম্বইতে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক হবে 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা শিবির এবং শরদ পাওয়ারের এনসিপি এই বৈঠকের আয়োজন করেছে ৷ তাদের সঙ্গে রয়েছে কংগ্রেসও ৷ ইন্ডিয়া জোটের মুম্বই বৈঠকে উপস্থিত থাকবেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷
আরও পড়ুন: সর্বদল বৈঠকে না আসায় বাম-কংগ্রেসকে খোঁচা মমতার, তুললেন 'ইন্ডিয়া' প্রসঙ্গ