ETV Bharat / state

Mamata Banerjee: সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপুজো, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ মমতার - পুলিশ প্রশাসনকে ধন্যবাদ মমতার

সুন্দরভাবে শেষ হয়েছে দুর্গাপুজো ৷ তার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সমস্ত পুলিশকর্মী থেকে শুরু করে দমকলের আধিকারিক ও অন্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
পুলিশ প্রশাসনকে ধন্যবাদ মমতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 12:28 PM IST

কলকাতা, 30 অক্টোবর: কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপুজো ৷ বোধন থেকে বিসর্জন- সবশেষে কার্নিভাল; সমস্তটাই হয়েছে নির্বিঘ্নে ৷ আর তার জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনের অন্য কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সোমবার সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি লেখেন, "শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়ে দুর্গাপুজো ৷ আমি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত অফিসার ও সদস্যদের ধন্যবাদ জানাই ৷ পুজোর এই দিনগুলিতে নাগরিকদের ও পুজো উদ্যোক্তাদের পরিষেবা দিতে অক্লান্ত পরিশ্রম করার জন্য ধন্যবাদ ৷ তাঁদের নজরদারি আমাদের উৎসবকে অঘটন-মুক্ত রাখে ৷ আমার এই সমস্ত সহকর্মীদের স্যালুট ৷ আমি ফায়ার ব্রিগেড অফিসার ও অন্যা দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সহকর্মীদেরও ধন্যবাদ জানাই ৷ যারা মাঠে তাদের নিবেদিত ও ত্রুটিহীন পরিষেবা দিয়েছেন ৷ দুয়ারে পরিষেবা দেওয়ার এই চেতনাকে সাধুবাদ জানাই ৷"

  • The Durga Puja festivities have come to a conclusion with immersions conducted in peaceful grandeur.

    I thank all the officers and members of the force in Kolkata Police and West Bengal Police for their tireless efforts round the clock during these days to serve the citizens and…

    — Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুজোর শুরু থেকেই সর্বত্র শান্তি বজায় রাখার বলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে অন্যান্য বড় ক্লাব, সকলকেই বলেছিলেন জনসাধারণের সুবিধা করে পুজো করতে ৷ যাতে রাস্তাঘাট বন্ধ না হয় ভিড়ে তা দেখার কথাও বলেছিলেন ৷ আর সঙ্গে পুলিশ প্রশাসন তো ছিলই ৷ মহালয়ার পর থেকেই রাস্তায় ঠাকুর দেখতে জনজোয়ার সৃষ্টি হলেও তাই কোনও দুর্ঘটনা ঘটেনি ৷

এ বছর কলকাতা পুলিশের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল দর্শনার্থীদের উদ্দেশ্যে ৷ ঠাকুর দেখতে বেরিয়ে কোন প্যান্ডেলে কতক্ষণ লাইন দিতে হবে তা ফোনেই দেখে নিতে পারছিলেন জনসাধারণ ৷ ভিড়ের মধ্যে পকেটমারি ও ছিনতাই রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ ৷ পুজোর সময় ভিড়ের মধ্যে এবার যাতে সাধারণ মানুষের কোনও জিনিস খোয়া না যায়, তার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশনকে গুরুদায়িত্ব দিয়েছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷

কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশ ছিল, গোয়েন্দারা এবার পুজোর সময় সাধারণ মানুষের সঙ্গে ভিড়ের মধ্যে মিশে নিজেদের কর্তব্যে অবিচল থাকবেন ৷ চারপাশে নজর রাখবেন ৷ ভিড়ের মধ্যে থেকেই লুকিয়ে থাকা পকেটমার ও ছিনতাইবাজদের হাতেনাতে গ্রেফতার করবেন ৷ এর পাশাপাশি পুজো উদ্যোক্তারা আইনতভাবে বিধিনিষেধ মেনে পুজো করছেন কি না, তা ঘুরে দেখেন খোদ নগরপাল ৷

আরও পড়ুন : ঠিকা-স্বত্ব পেলে সবটা নিজেদেরই জায়গা, 'বস্তি'কে 'উত্তরণে' রূপান্তর মমতার

কলকাতা, 30 অক্টোবর: কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপুজো ৷ বোধন থেকে বিসর্জন- সবশেষে কার্নিভাল; সমস্তটাই হয়েছে নির্বিঘ্নে ৷ আর তার জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনের অন্য কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সোমবার সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি লেখেন, "শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়ে দুর্গাপুজো ৷ আমি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত অফিসার ও সদস্যদের ধন্যবাদ জানাই ৷ পুজোর এই দিনগুলিতে নাগরিকদের ও পুজো উদ্যোক্তাদের পরিষেবা দিতে অক্লান্ত পরিশ্রম করার জন্য ধন্যবাদ ৷ তাঁদের নজরদারি আমাদের উৎসবকে অঘটন-মুক্ত রাখে ৷ আমার এই সমস্ত সহকর্মীদের স্যালুট ৷ আমি ফায়ার ব্রিগেড অফিসার ও অন্যা দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সহকর্মীদেরও ধন্যবাদ জানাই ৷ যারা মাঠে তাদের নিবেদিত ও ত্রুটিহীন পরিষেবা দিয়েছেন ৷ দুয়ারে পরিষেবা দেওয়ার এই চেতনাকে সাধুবাদ জানাই ৷"

  • The Durga Puja festivities have come to a conclusion with immersions conducted in peaceful grandeur.

    I thank all the officers and members of the force in Kolkata Police and West Bengal Police for their tireless efforts round the clock during these days to serve the citizens and…

    — Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুজোর শুরু থেকেই সর্বত্র শান্তি বজায় রাখার বলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে অন্যান্য বড় ক্লাব, সকলকেই বলেছিলেন জনসাধারণের সুবিধা করে পুজো করতে ৷ যাতে রাস্তাঘাট বন্ধ না হয় ভিড়ে তা দেখার কথাও বলেছিলেন ৷ আর সঙ্গে পুলিশ প্রশাসন তো ছিলই ৷ মহালয়ার পর থেকেই রাস্তায় ঠাকুর দেখতে জনজোয়ার সৃষ্টি হলেও তাই কোনও দুর্ঘটনা ঘটেনি ৷

এ বছর কলকাতা পুলিশের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল দর্শনার্থীদের উদ্দেশ্যে ৷ ঠাকুর দেখতে বেরিয়ে কোন প্যান্ডেলে কতক্ষণ লাইন দিতে হবে তা ফোনেই দেখে নিতে পারছিলেন জনসাধারণ ৷ ভিড়ের মধ্যে পকেটমারি ও ছিনতাই রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ ৷ পুজোর সময় ভিড়ের মধ্যে এবার যাতে সাধারণ মানুষের কোনও জিনিস খোয়া না যায়, তার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশনকে গুরুদায়িত্ব দিয়েছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷

কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশ ছিল, গোয়েন্দারা এবার পুজোর সময় সাধারণ মানুষের সঙ্গে ভিড়ের মধ্যে মিশে নিজেদের কর্তব্যে অবিচল থাকবেন ৷ চারপাশে নজর রাখবেন ৷ ভিড়ের মধ্যে থেকেই লুকিয়ে থাকা পকেটমার ও ছিনতাইবাজদের হাতেনাতে গ্রেফতার করবেন ৷ এর পাশাপাশি পুজো উদ্যোক্তারা আইনতভাবে বিধিনিষেধ মেনে পুজো করছেন কি না, তা ঘুরে দেখেন খোদ নগরপাল ৷

আরও পড়ুন : ঠিকা-স্বত্ব পেলে সবটা নিজেদেরই জায়গা, 'বস্তি'কে 'উত্তরণে' রূপান্তর মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.