ETV Bharat / state

আজ থেকে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী - আজ হাওড়া জেলায় প্রশাসনিক বৈঠক

আজ হাওড়া জেলায় প্রশাসনিক বৈঠক দিয়ে জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠক সেরে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেবেন । সেখানে দু'দিন থাকবেন ৷ পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 19, 2019, 12:49 PM IST

কলকাতা, 19 অগাস্ট : ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ হাওড়া জেলায় প্রশাসনিক বৈঠক দিয়ে সফর শুরু করবেন তিনি । এরপর যাবেন পূর্ব মেদিনীপুরে ৷ পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷

লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় একাধিক প্রশাসনিক বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর বেশ কিছুদিনের বিরতি ৷ আজ যাবেন হাওড়ায় ৷ সেখানে শরৎ সদনে জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি । বৈঠক সেরে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেবেন । সেখানে দু'দিন থাকবেন ৷ আগামীকাল দিঘায় কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন । বুধবার রয়েছে প্রশাসনিক বৈঠক৷

লোকসভা ভোটের জন্য উন্নয়নের কাজ অনেকটাই ব্যাহত হয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ৷ এনিয়ে আগে নানা সভায় সরব হয়েছেন ৷ আর আজ থেকে ফের জেলা সফর শুরু করছেন তিনি ৷ জেলায় জেলায় নানা উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখবেন ৷ শুনবেন সংশ্লিষ্ট এলাকার নানা সমস্যা ও অভিযোগ ৷

কলকাতা, 19 অগাস্ট : ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ হাওড়া জেলায় প্রশাসনিক বৈঠক দিয়ে সফর শুরু করবেন তিনি । এরপর যাবেন পূর্ব মেদিনীপুরে ৷ পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷

লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় একাধিক প্রশাসনিক বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর বেশ কিছুদিনের বিরতি ৷ আজ যাবেন হাওড়ায় ৷ সেখানে শরৎ সদনে জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি । বৈঠক সেরে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেবেন । সেখানে দু'দিন থাকবেন ৷ আগামীকাল দিঘায় কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন । বুধবার রয়েছে প্রশাসনিক বৈঠক৷

লোকসভা ভোটের জন্য উন্নয়নের কাজ অনেকটাই ব্যাহত হয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ৷ এনিয়ে আগে নানা সভায় সরব হয়েছেন ৷ আর আজ থেকে ফের জেলা সফর শুরু করছেন তিনি ৷ জেলায় জেলায় নানা উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখবেন ৷ শুনবেন সংশ্লিষ্ট এলাকার নানা সমস্যা ও অভিযোগ ৷

Intro:আজ থেকে আবারও জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ অগাষ্ট: আজ থেকে আবারও জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলার প্রশাসনিক বৈঠক দিয়েই জেলা সফর শুরু তাঁর। আজ হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। হাওড়ার প্রশাসনিক বৈঠক শেষ করার পর পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকের উদ্দ্যেশ্যে রওনা দেবেন তিনি। এর পর একে একে দক্ষিণ বঙ্গের আরও কয়েকটি জেলার বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী।

Body:

লোকসভা নির্বাচনের আগে লাগাতার জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক সেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তীতে বেশ কিছুদিন বিরত থাকার পর আজ থেকে আবারও মাঠে নামছেন তিনি। আজ প্রথমে হাওড়ার শরৎ সদনে জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর সরাসরি চলে যাবেন পূর্ব মেদিনীপুরের দীঘায়।সেখানে থাকবেন দু'দিন। প্রথম দিন মঙ্গলবার দীঘায় কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন। পর দিন বুধবার পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পর পর এই দুই জেলার সামগ্রীক উন্নয়ন কাজ খতিয়ে দেখবেন তিনি। শুনবেন এলাকার বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা
। প্রসঙ্গত, লোকসভা ভোট প্রক্রিয়া চলার কারণে বেশ অনেকটা সময় উন্নয়ন কাজ ব্যাহত হয়েছে বলে মনে করছেন মমতা। এই বিষয়টিকে নিয়ে আগে একাধিকবার সোচ্চার হয়েছেন তিনি। ফলে আর সময় নষ্ট করতে চাননা। এবারে আবারও বেরিয়ে পড়লেন জেলা থেকে প্রত্যন্ত গ্রামে, সার্বিক উন্নয়ন পরিস্থিতি খতিয়ে দেখতে। সেই মতো আজ থেকেই জেলা যাত্রা শুরে করলেন বাংলার মুখ্যমন্ত্রী।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.