ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়েতে বরকর্তা ফিরহাদ ! কারণ জানালেন মমতা - Mamata Banerjee nephew marriage

Mamata Banerjee: রাজনীতিক বলে পরিবারের কোনও বিয়েতে থাকেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে তাঁর ভাইপো আবেশের বিয়েতে থাকছেন কেন ? এই বিয়েতে বরকর্তাই বা ফিরহাদ হাকিম কেন ? বিধানসভায় জানালেন মমতা ৷

Etv Bharat
মমতা ও ফিরহাদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 7:51 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বিয়েতে বরকর্তা ফিরহাদ হাকিম ৷ কিন্তু কেন ? সে কথা নিজের মুখেই জানালেন মমতা । গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে । সোমবার বিধানসভাতেই ভাইপোর বিয়ে নিয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

সাধারণত পরিবারের কোনও অনুষ্ঠানে যোগ না-দিলেও এবার এই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন তিনি । নিজের মুখেই সে কথা জানালেন মমতা। আগামী 7 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো কার্তিক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায় । তিনি পেশায় চিকিৎসক । তাঁর বিয়ে ঘিরে বন্দ্যোপাধ্যায় বাড়িতে এখন আনন্দের মেজাজ ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, কলেজের সহপাঠী দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হতে চলেছে আবেশের । তবে শহরের কোথাও নয়, মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ের আসর বসছে কার্শিয়াংয়ে ৷

বিধানসভায় পশ্চিমাঞ্চল উন্নয়ন নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, "পাহাড়ে যাচ্ছি । কেন যাচ্ছি জানেন ? বাড়ির কোনও অনুষ্ঠানে যাই না । যেহেতু আমি রাজনীতিতে আছি তাই । এবার আমি যাচ্ছি একটাই কারণে । অনেকে ভাবে তো দার্জিলিং আলাদা । পাহাড়ের লোকেরা অনেক সময় বলেন, বাংলা থেকে দার্জিলিংকে আলাদা করার চক্রান্ত হচ্ছে । 10 বছর পরপর এসব করে দার্জিলিংকেও অশান্ত করে । আমার ভাইপোর বিয়ে । সে নিজে ডাক্তার। বিয়ে করছে কার্শিয়ংয়ের একটা পাহাড়ি মেয়েকে । আমি তাই পাহাড়ের সঙ্গে রক্তের ও হৃদয়ের মেলবন্ধন করার জন্য যাচ্ছি । আর এই বিয়ের বরকর্তা ববি হাকিম । ও আমার ভাইপোর ভিক্ষা বাবা, ওর স্ত্রী ভিক্ষা মা । এটাই হচ্ছি আমরা, আমরা সকলে । আমাদের সোনার বাংলা । এটাই সম্প্রীতি, সংস্কৃতি, সংহতি, উন্নতির পীঠস্থান বাংলা ।"

আরও পড়ুন :

1 ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানের নেপথ্যে বিজেপিই, মনে করছেন মুখ্যমন্ত্রী

2 উপাচার্য নিয়োগ নিয়ে বোসের সঙ্গে আলোচনায় রাজভবনে মুখ্যমন্ত্রী

3 পকেটমাররাই বেশি চোর-চোর চিৎকার করে, দুর্নীতি ইস্যুতে শুভেন্দুকে জবাব অভিষেকের

কলকাতা, 4 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বিয়েতে বরকর্তা ফিরহাদ হাকিম ৷ কিন্তু কেন ? সে কথা নিজের মুখেই জানালেন মমতা । গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে । সোমবার বিধানসভাতেই ভাইপোর বিয়ে নিয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

সাধারণত পরিবারের কোনও অনুষ্ঠানে যোগ না-দিলেও এবার এই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন তিনি । নিজের মুখেই সে কথা জানালেন মমতা। আগামী 7 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো কার্তিক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায় । তিনি পেশায় চিকিৎসক । তাঁর বিয়ে ঘিরে বন্দ্যোপাধ্যায় বাড়িতে এখন আনন্দের মেজাজ ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, কলেজের সহপাঠী দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হতে চলেছে আবেশের । তবে শহরের কোথাও নয়, মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ের আসর বসছে কার্শিয়াংয়ে ৷

বিধানসভায় পশ্চিমাঞ্চল উন্নয়ন নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, "পাহাড়ে যাচ্ছি । কেন যাচ্ছি জানেন ? বাড়ির কোনও অনুষ্ঠানে যাই না । যেহেতু আমি রাজনীতিতে আছি তাই । এবার আমি যাচ্ছি একটাই কারণে । অনেকে ভাবে তো দার্জিলিং আলাদা । পাহাড়ের লোকেরা অনেক সময় বলেন, বাংলা থেকে দার্জিলিংকে আলাদা করার চক্রান্ত হচ্ছে । 10 বছর পরপর এসব করে দার্জিলিংকেও অশান্ত করে । আমার ভাইপোর বিয়ে । সে নিজে ডাক্তার। বিয়ে করছে কার্শিয়ংয়ের একটা পাহাড়ি মেয়েকে । আমি তাই পাহাড়ের সঙ্গে রক্তের ও হৃদয়ের মেলবন্ধন করার জন্য যাচ্ছি । আর এই বিয়ের বরকর্তা ববি হাকিম । ও আমার ভাইপোর ভিক্ষা বাবা, ওর স্ত্রী ভিক্ষা মা । এটাই হচ্ছি আমরা, আমরা সকলে । আমাদের সোনার বাংলা । এটাই সম্প্রীতি, সংস্কৃতি, সংহতি, উন্নতির পীঠস্থান বাংলা ।"

আরও পড়ুন :

1 ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানের নেপথ্যে বিজেপিই, মনে করছেন মুখ্যমন্ত্রী

2 উপাচার্য নিয়োগ নিয়ে বোসের সঙ্গে আলোচনায় রাজভবনে মুখ্যমন্ত্রী

3 পকেটমাররাই বেশি চোর-চোর চিৎকার করে, দুর্নীতি ইস্যুতে শুভেন্দুকে জবাব অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.