কলকাতা, 9 মার্চ : "আমরা কৃষকদের গাড়িচাপা দিয়ে মারার চেষ্টা করি না । আমরা কৃষকের পাশে থাকি । বাংলার কৃষকরা আমাদের পাশে আছে", বিধানসভায় বিজেপিকে আক্রমণ করে বলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী ৷ আজ বিধানসভায় বাজেট অধিবেশনের তৃতীয় দিন ৷ বুধবার বিধানসভা অধিবেশনে লখিমপুর খেরি প্রসঙ্গ টেনে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাইশের বাজেট অধিবেশনের প্রথম দিনে বিরোধী গেরুয়া শিবিরের তুলকালাম গণ্ডগোলে বিধানসভার অধিবেশন পণ্ড হয় ৷ রাজ্যপাল তাঁর ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বেরিয়ে যান ৷ এ নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো উত্তপ্ত (CM Mamata Banerjee slams BJP over Lakhimpur Kheri Incident in WB Assembly Budget Session) ।
এদিন বিধানসভায় 7 মার্চের ঘটনা নিয়ে বলতে উঠে গেরুয়া শিবিরকে লখিমপুর খেরির কৃষক হত্যার ঘটনা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি কেন্দ্রের দ্বিচারিতা নিয়ে সরব হন । মোদি সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, আম্ফান থেকে শুরু করে যশ বিপর্যয় বয়ে গিয়েছে রাজ্যের উপর দিয়ে ৷ এর জন্য রাজ্য সরকার কেন্দ্রের থেকে কোনও সাহায্য পায়নি । তিনি জানান, 3 হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া পড়ে রয়েছে ।
আরও পড়ুন : Dhankhar Letter to WBLA Speaker : বিধানসভায় গোলমাল নিয়ে অধ্যক্ষকে দেখা করতে বললেন রাজ্যপাল
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 3 অক্টোবর উত্তরপ্রদেশের তিকোনিয়ার কাছে লখিমপুর খেরিতে কৃষকেরা বিক্ষোভ দেখাচ্ছিল ৷ সেই সময় তাঁদের উপর গাড়ি চালিয়ে পিষে মারার অভিযোগ ওঠে বিজেপি নেতা আশিস মিশ্রর বিরুদ্ধে ৷ তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র ৷ এই ঘটনায় মোট আট জন মারা যান ৷ তাদের মধ্যে চারজন কৃষক ৷ 10 অক্টোবর থেকে জেলে থাকার পর 15 ফেব্রুয়ারি অভিযুক্ত আশিস মিশ্র জামিনে ছাড়া পান ৷
বুধবার বাজেট অধিবেশনে বিজেপির 2 বিধায়ককে সাসপেন্ড করা হয় ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রী বলতে উঠলেই প্রবল হট্টগোল শুরু করে গেরুয়া শিবিরের বিধায়কেরা । সেসব উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে বলতে থাকেন । একদিকে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে চেঁচাচ্ছে গেরুয়া শিবির, অন্যদিকে একেকটি ইস্যু তুলে বিজেপিকে তুলোধনা করছেন তৃণমূল সুপ্রিমো ।
বিজেপি বিধায়কের সাসপেনশন প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, "শীতকালীন অধিবেশনে আমাদের দুটো সেশন সাসপেন্ড করে দিয়েছিল । আমরা গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ জানিয়েছি । কিন্তু বিজেপি যা করছে, তা প্রবল নিন্দাজনক ।" সদ্যসমাপ্ত পৌরভোট প্রসঙ্গে তিনি বলেন, "ক'দিন আগেই পৌরভোট হয়েছে ৷ সেখানে আমরা 107 টির মধ্যে 104টি আসনে সরাসরি জিতেছি । নিজেদের এলাকায় জিততে পারেনি ওরা । সেই হতাশা থেকেই গোলমাল করছে বিজেপি ।"
আরও পড়ুন : BJP MLA Suspension : অসংসদীয় আচরণ ! অধিবেশনে 2 বিজেপি বিধায়ককে সাসপেন্ড
বিধানসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রচার করতে দেওয়া হয়নি ৷ এমনকি নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল । তিনি এও অভিযোগ করেন, তাঁকে হারানোর জন্য সমঝোতা করা হয়েছিল । তবে ভোটের ফলকে মানুষের রায় হিসেবে মেনে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ বিজেপি তাদের হার বরদাস্ত করতে পারছে না । আর তাই নানা অছিলায় তৃণমূলকে বদনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তোপ দাগেন মমতা ।
"বিধানসভায় বিজেপির মস্তানি চলছে", বুধবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে তাঁর দাবি, ওরা যত গর্জন করে, তত বর্ষায় না । তিনি বলেন, "ওরা শুধু বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে । বাংলার উন্নয়ন ওদের সহ্য হয় না ।" মুখ্যমন্ত্রীর দাবি, বাংলা আগে সবকিছুতেই পিছিয়ে ছিল । এখন বাংলা উন্নয়নের শিখরে পৌঁছে গিয়েছে । রাজ্যের রাজস্ব সংগ্রহ চারগুণ বেড়ে গিয়েছে । তিনি বলেন, "100 দিনের কাজে প্রথম আমরা । ক্ষুদ্র ও কুটির শিল্পে সবচেয়ে বেশি লগ্নি হয়েছে বাংলায় ।"
এদিন মমতা কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন ৷ তিনি বলেন, "আগে কংগ্রেস সরকারও সাহায্য করেনি । এখন বিজেপি সরকারও করছে না । আম্ফানের টাকা পর্যন্ত দেয়নি মোদি সরকার । ওদের লজ্জা নেই । বড় বড় কথা বলে দেশ চলবে না ।" তাঁর ভবিষ্যদ্বাণী, "এবার বিজেপির বিশ্রাম নেওয়ার দিন আসছে" ৷