ETV Bharat / state

Mumbai Oppositions Meet: 'ইন্ডিয়া' দেশের ভালোর জন্য লড়ছে, মুম্বই থেকে বার্তা মমতার - Indian National Democratic Inclusive Alliance

আজ মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে ইন্ডিয়া জোটের শেষ দিনের বৈঠক ৷ সকালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ অন্য নেতারা ৷

ETV Bharat
মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 12:26 PM IST

Updated : Sep 1, 2023, 1:32 PM IST

মুম্বই, 1 সেপ্টেম্বর: "আমরা ভারতের ভালোর জন্য লড়াই করছি", সাংবাদিকদের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার সকালে বাণিজ্য নগরী মুম্বইয়ে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হল ৷ 31 অগস্ট থেকে দু'দিনের বৈঠকে 28টি দল যোগ দিয়েছে গ্র্যান্ড হায়াত হোটেলে ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় গতকালও উপস্থিত ছিলেন ৷ আজও তিনি হোটেলে পৌঁছন ৷

সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "বৈঠক শেষ হলে সাংবাদিক বৈঠক হবে ৷ তখন আপনারা সব জানতে পারবেন ৷ তবে একটাই কথা বলতে চাই ৷ আমরা ভারতের ভালোর জন্য লড়ছি ৷"

সকালে একে একে হাজির হন কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি, পুত্র রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের সঙ্গে আসেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, আরজেডি সাংসদ মনোজ ঝা ৷ ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লার সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ৷ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও এসেছেন বৈঠকে যোগ দিতে ৷

আরও পড়ুন: 'এক দেশ, এক ভোট'! রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গড়ল কেন্দ্র

ক্যামেরায় ধরা পড়ল তাবড় নেতাদের বিভিন্ন মুহূর্তের ছবি ৷ নির্দল সাংসদ কপিল সিবালের সঙ্গে খোশমেজাজে দেখা গেল এনসিপি প্রধান শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেকে ৷ তিনিই বৈঠকে স্বাগত জানালেন সিপিএম বর্ষীয়ান নেতা সীতারাম ইয়েচুরিকে ৷

মুম্বই, 1 সেপ্টেম্বর: "আমরা ভারতের ভালোর জন্য লড়াই করছি", সাংবাদিকদের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার সকালে বাণিজ্য নগরী মুম্বইয়ে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হল ৷ 31 অগস্ট থেকে দু'দিনের বৈঠকে 28টি দল যোগ দিয়েছে গ্র্যান্ড হায়াত হোটেলে ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় গতকালও উপস্থিত ছিলেন ৷ আজও তিনি হোটেলে পৌঁছন ৷

সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "বৈঠক শেষ হলে সাংবাদিক বৈঠক হবে ৷ তখন আপনারা সব জানতে পারবেন ৷ তবে একটাই কথা বলতে চাই ৷ আমরা ভারতের ভালোর জন্য লড়ছি ৷"

সকালে একে একে হাজির হন কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি, পুত্র রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের সঙ্গে আসেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, আরজেডি সাংসদ মনোজ ঝা ৷ ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লার সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ৷ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও এসেছেন বৈঠকে যোগ দিতে ৷

আরও পড়ুন: 'এক দেশ, এক ভোট'! রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গড়ল কেন্দ্র

ক্যামেরায় ধরা পড়ল তাবড় নেতাদের বিভিন্ন মুহূর্তের ছবি ৷ নির্দল সাংসদ কপিল সিবালের সঙ্গে খোশমেজাজে দেখা গেল এনসিপি প্রধান শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেকে ৷ তিনিই বৈঠকে স্বাগত জানালেন সিপিএম বর্ষীয়ান নেতা সীতারাম ইয়েচুরিকে ৷

Last Updated : Sep 1, 2023, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.