ETV Bharat / state

Mamata Proposes Mother Teresa Chair: মাদার টেরেজার নামে সাম্মানিক চেয়ারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, সমর্থনে রাজ্যপাল

মাদার টেরেজার নামে সাম্মানিক চেয়ার (Respected chair for Mother Teresa) তৈরির প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Proposes Mother Teresa Chair)৷ তাঁর এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Mamata Proposes Mother Teresa Chair ETV Bharat
মাদার টেরেজা মমতা
author img

By

Published : Feb 6, 2023, 4:47 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের 2023-এর সমাবর্তন অনুষ্ঠানে মাদার টেরেজাকে বিশেষ সম্মান জানানোর প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মাদারের স্মরণে একটি সাম্মানিক চেয়ার তৈরির (Respected chair for Mother Teresa) প্রস্তাব রাখেন তিনি ৷ তাঁর মত, এই পদক্ষেপ বার্তা দেবে আন্তর্জাতিক মহলকে ৷ মুখ্যমন্ত্রীর (Mamata Proposes Mother Teresa Chair) প্রস্তাবে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

মাদারকে সাম্মানিক চেয়ার দেওয়ার প্রস্তাব: সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি'লিট উপাধিতে সম্মানিত করা হয় । এই অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আজ মাদার টেরেজার স্মরণে একটি সাম্মানিক চেয়ার তৈরির প্রস্তাব রাখছি । সারা বিশ্বের কাছে এর মাধ্যমে একটা বার্তা পৌঁছবে যে আমাদের দেশ মাদারকে স্মরণ করে। এটা বোঝা যাবে যে, বাংলা পূর্ণ শ্রদ্ধা জানিয়েছে মাদারকে ৷ আমাদের এখানে মাদার্স ওয়াক্স মিউজিয়ামও তৈরি হয়েছে ।"

মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সমর্থন রাজ্যপালের: রাজ্যপাল ড. সিভি আনন্দ বোসও মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে সমর্থন জানান । মাদার টেরেজা প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "আজ মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে এসে মাদার টেরেজাকে স্মরণ করলেন ৷ আমিও আজ এই অনুষ্ঠানে মাদার টেরেজাকে স্মরণ করছি ।"

ডি'লিট সাধারণ মানুষকে উৎসর্গ: এ দিন ডি.লিট গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী বলেন, "আমি জনসাধারণেরই একজন ৷ তাই আজ আমার এই ডি'লিট উপাধি দেশের ও বিশেষ করে আমার রাজ্যের এবং পিছিয়ে পড়া মানুষজনকে উৎসর্গ করলাম । আমরা যে কাজ করি, সেই কাজের জন্য এ হেন স্বীকৃতি সত্যি আমাদের উদ্বুধ করে, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি । তাই গত 10 বছরের মধ্যে আমরা 30টি কলেজ তৈরি করতে পেরেছি । আরও অনেক কলেজ তৈরি হচ্ছে । আমি এই কলেজকে ভালোবাসি কারণ আমাকে এঁরা কখনও ভুলে যায়নি । বড়দিন থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয় ।"

আরও পড়ুন: সেন্ট জেভিয়ার্সের থেকে সাম্মানিক ডি'লিট পেলেন মমতা, উৎসর্গ করলেন সাধারণ মানুষকে

মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা রাজ্যপালের: এ দিন মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় রাজ্যপালের মুখে ৷ তিনি বলেন, "মহিলাদের সম্মান জানানো হলে স্বয়ং ঈশ্বরও প্রসন্ন হন । আর এই অনুষ্ঠানে একজন প্রকৃত যোগ্য মহিলা নেত্রীকে ডি'লিট দিয়ে সম্মান জানানো হল । এই সম্মান তাঁকে তাঁর রাজনৈতিক কাজের জন্য দেওয়া হচ্ছে না ৷ এটা তাঁর সাহিত্য, কবিতা এবং আঁকার যোগ্যতার জন্য স্বীকৃতি ।"

ছাত্রদের উদ্বুদ্ধ করেন রাজ্যপাল: আজ এই অনুষ্ঠানে এসে ছাত্রছাত্রী এবং উপস্থিত সবাইকে উদ্বুদ্ধ করে একটি গল্প বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । গল্পটি জাহাজ ডুবি নিয়ে, যেখানে জাহাজে যাঁরা রয়েছেন, তাঁরা নিজেদের প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ৷ আর সেই জাহাজেই পাঁচজন নান অর্থাৎ খ্রিস্টান সন্ন্যাসিনী রয়েছেন, যাঁরা নিজেদের প্রাণের কথা চিন্তা না করে শান্তভাবে অন্যদের বাঁচাবার এবং শান্ত করার চেষ্টা করছেন । এই প্রসঙ্গে বলতে গিয়েই রাজ্যপাল মাদার টেরেজার কথা বলেন ।

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের 2023-এর সমাবর্তন অনুষ্ঠানে মাদার টেরেজাকে বিশেষ সম্মান জানানোর প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মাদারের স্মরণে একটি সাম্মানিক চেয়ার তৈরির (Respected chair for Mother Teresa) প্রস্তাব রাখেন তিনি ৷ তাঁর মত, এই পদক্ষেপ বার্তা দেবে আন্তর্জাতিক মহলকে ৷ মুখ্যমন্ত্রীর (Mamata Proposes Mother Teresa Chair) প্রস্তাবে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

মাদারকে সাম্মানিক চেয়ার দেওয়ার প্রস্তাব: সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি'লিট উপাধিতে সম্মানিত করা হয় । এই অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আজ মাদার টেরেজার স্মরণে একটি সাম্মানিক চেয়ার তৈরির প্রস্তাব রাখছি । সারা বিশ্বের কাছে এর মাধ্যমে একটা বার্তা পৌঁছবে যে আমাদের দেশ মাদারকে স্মরণ করে। এটা বোঝা যাবে যে, বাংলা পূর্ণ শ্রদ্ধা জানিয়েছে মাদারকে ৷ আমাদের এখানে মাদার্স ওয়াক্স মিউজিয়ামও তৈরি হয়েছে ।"

মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সমর্থন রাজ্যপালের: রাজ্যপাল ড. সিভি আনন্দ বোসও মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে সমর্থন জানান । মাদার টেরেজা প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "আজ মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে এসে মাদার টেরেজাকে স্মরণ করলেন ৷ আমিও আজ এই অনুষ্ঠানে মাদার টেরেজাকে স্মরণ করছি ।"

ডি'লিট সাধারণ মানুষকে উৎসর্গ: এ দিন ডি.লিট গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী বলেন, "আমি জনসাধারণেরই একজন ৷ তাই আজ আমার এই ডি'লিট উপাধি দেশের ও বিশেষ করে আমার রাজ্যের এবং পিছিয়ে পড়া মানুষজনকে উৎসর্গ করলাম । আমরা যে কাজ করি, সেই কাজের জন্য এ হেন স্বীকৃতি সত্যি আমাদের উদ্বুধ করে, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি । তাই গত 10 বছরের মধ্যে আমরা 30টি কলেজ তৈরি করতে পেরেছি । আরও অনেক কলেজ তৈরি হচ্ছে । আমি এই কলেজকে ভালোবাসি কারণ আমাকে এঁরা কখনও ভুলে যায়নি । বড়দিন থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয় ।"

আরও পড়ুন: সেন্ট জেভিয়ার্সের থেকে সাম্মানিক ডি'লিট পেলেন মমতা, উৎসর্গ করলেন সাধারণ মানুষকে

মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা রাজ্যপালের: এ দিন মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় রাজ্যপালের মুখে ৷ তিনি বলেন, "মহিলাদের সম্মান জানানো হলে স্বয়ং ঈশ্বরও প্রসন্ন হন । আর এই অনুষ্ঠানে একজন প্রকৃত যোগ্য মহিলা নেত্রীকে ডি'লিট দিয়ে সম্মান জানানো হল । এই সম্মান তাঁকে তাঁর রাজনৈতিক কাজের জন্য দেওয়া হচ্ছে না ৷ এটা তাঁর সাহিত্য, কবিতা এবং আঁকার যোগ্যতার জন্য স্বীকৃতি ।"

ছাত্রদের উদ্বুদ্ধ করেন রাজ্যপাল: আজ এই অনুষ্ঠানে এসে ছাত্রছাত্রী এবং উপস্থিত সবাইকে উদ্বুদ্ধ করে একটি গল্প বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । গল্পটি জাহাজ ডুবি নিয়ে, যেখানে জাহাজে যাঁরা রয়েছেন, তাঁরা নিজেদের প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ৷ আর সেই জাহাজেই পাঁচজন নান অর্থাৎ খ্রিস্টান সন্ন্যাসিনী রয়েছেন, যাঁরা নিজেদের প্রাণের কথা চিন্তা না করে শান্তভাবে অন্যদের বাঁচাবার এবং শান্ত করার চেষ্টা করছেন । এই প্রসঙ্গে বলতে গিয়েই রাজ্যপাল মাদার টেরেজার কথা বলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.