কলকাতা, 13 অগস্ট: এই মুহূর্তে এলাকার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। এক বছরের বেশি সময় ধরে তিনি কারগারের অন্তরালে রয়েছেন। এই অবস্থাতে সোমবার বেহালায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতেই সোমবার সেখানে আয়োজিত ফ্রিডম অ্যাট মিডনাইট--এর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে কাল বিকেলে তিনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন। গত বছর এই দিনে বেহালায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। এখানে প্রাক স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকেই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সেবারও এই সভা থেকে একটি বারের জন্যও পার্থ চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই সান্ধ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কী বলেন সেদিকে সকলের নজর থাকবে।
যতদূর জানা গিয়েছে, এবার বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম দুই বিধানসভা কেন্দ্রকে মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ম্যান্টনের পার্টি অফিসের অদূরেই এই প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানেই সোমবার উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনের ওই অনুষ্ঠান আরও একটি কারণে খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কয়েকদিন আগেই পথ দুর্ঘটনায় বেহালায় একটি ছোট্ট শিশুর প্রাণ গিয়েছিল। বিষয়টি নিয়ে নিজে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বীবেদির কাছ থেকে খবরও নেন। এই দুর্ঘটনার পর বেহালার যানজট নিয়ন্ত্রণ এবং ছোট্ট ছোট্ট শিশুদের নিরাপত্তার কথা ভেবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পুলিশ এবং পুরসভা কর্তৃপক্ষ। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বেহালায় গিয়ে এই নিয়ে কিছু বলেন কি না, তা জানার জন্য সাধারণ মানুষের মধ্যে আগ্রহ থাকবে।
আরও পড়ুন: রবিবাসরীয় সকালে দক্ষিণেশ্বরে পুজো দিলেন সস্ত্রীক জেপি নাড্ডা, দেখুন ভিডিয়ো
তবে পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভায় এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই কর্মসূচির মধ্যে কোন নতুনত্ব নেই। প্রত্যেক বছরই প্রাক স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বেহালায় যান। তাই এই বিষয়টি নিয়ে নতুন করে তাৎপর্য খুঁজে বের করার কোনও বিষয় নেই। গত বছর ও গিয়েছিলেন এবারও যাচ্ছেন।"