ETV Bharat / state

ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রস্তুত হতে আধিকারিকদের নির্দেশ মমতার - cyclone yash

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকের পরই মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে । আপদকালীন পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে ।

নবান্ন
নবান্ন
author img

By

Published : May 19, 2021, 9:21 PM IST

কলকাতা, 19 মে : আসন্ন ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্কতা জারি করল পশ্চিমবঙ্গ সরকার । আজ নবান্নে এক প্রশাসনিক সভার পরই জারি করা হয় এই সতর্কতা । ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত হতে আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷


নবান্নে বৈঠকে রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা এবং পুলিশ অধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনার অধিকারিকরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন না ৷ কিন্তু ভার্চুয়ালি তিনি সবার সঙ্গে কথা বলেন । ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত হতে আধিকারিকদের নির্দেশ দেন তিনি ৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকের পরই মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে । আপদকালীন পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে । বৈঠকের পর বিভিন্ন জেলাশাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন আগে থেকে খাদ্য সামগ্রী তুলে নেয় এবং বন্যাত্রাণ কেন্দ্রগুলিকেও তৈরি রাখেন।

আরও পড়ুন : 26 মে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ, চিন্তায় সুন্দরবন
উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ । আগামী 22 তারিখ এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর 22 তারিখ পর্যন্ত এটি একটি নিম্নচাপ রূপে অবস্থান করবে । পরবর্তী 72 ঘণ্টায় এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে । ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে যশ ।

কলকাতা, 19 মে : আসন্ন ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্কতা জারি করল পশ্চিমবঙ্গ সরকার । আজ নবান্নে এক প্রশাসনিক সভার পরই জারি করা হয় এই সতর্কতা । ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত হতে আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷


নবান্নে বৈঠকে রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা এবং পুলিশ অধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনার অধিকারিকরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন না ৷ কিন্তু ভার্চুয়ালি তিনি সবার সঙ্গে কথা বলেন । ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত হতে আধিকারিকদের নির্দেশ দেন তিনি ৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকের পরই মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে । আপদকালীন পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে । বৈঠকের পর বিভিন্ন জেলাশাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন আগে থেকে খাদ্য সামগ্রী তুলে নেয় এবং বন্যাত্রাণ কেন্দ্রগুলিকেও তৈরি রাখেন।

আরও পড়ুন : 26 মে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ, চিন্তায় সুন্দরবন
উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ । আগামী 22 তারিখ এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর 22 তারিখ পর্যন্ত এটি একটি নিম্নচাপ রূপে অবস্থান করবে । পরবর্তী 72 ঘণ্টায় এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে । ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে যশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.