কলকাতা, 4 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী নিয়ে নবান্নে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে নেতাজির সব ফাইল প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আমরা চাই কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে সমস্ত ফাইল প্রকাশ্যে আনুক ৷" এছাড়া 23 জানুয়ারি দিনটি রাজ্যে দেশ নায়ক দিবস হিসেবে পালিত হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷
বৈঠকে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবিও করেছেন তিনি ৷ ভার্চুয়াল বৈঠকে মমতা বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাধীনতার পর আমরা নেতাজিকে নিয়ে বিশেষ কিছু করতে পারিনি ৷ আমি কেন্দ্রকে চিঠি লিখে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার আবেদন করেছি ৷ এটা আমার দাবি ৷" তিনি বলেন, 23 জানুয়ারি 12.15 মিনিটে সাইরেন বাজবে ৷ সেইসময় বাড়ি বাড়ি উলু, শঙ্খধ্বনি বাজানোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী ৷
আজ নবান্নে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগ দেন যোগেন চৌধুরি, সুগত বসুসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ৷ অনলাইনে বৈঠকে যোগ দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যেপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ ৷ নেতাজির 125তম জন্মজয়ন্তী কীভাবে পালন করা যায় তা এই বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানতে চান মুখ্যমন্ত্রী ৷ যোগেন চৌধুরি বলেন, "স্কুলে কলেজে সমস্ত জায়গায় নেতাজির আদর্শ, তাঁর ভাবনা ছড়িয়ে দেওয়া উচিত ৷ সেদিন নেতাজির উপর শিল্পীরা ছবি আঁকবে ৷ 125তম জন্মবার্ষিকী উপলক্ষে পোস্টকার্ডের মতো তৈরি করা হবে ৷ সেখানে থাকবে নেতাজির বাণী ও ছবি ৷"
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, "ছেলেবেলার হিরো ছিলেন নেতাজি ৷ এখন সবার মধ্যে নেতাজি সম্পর্কে সেই ভাবাবেগ দেখতে পাই না ৷ তবে মিছিল করার থেকে মানুষকে জানানো হোক যে নেতাজি কী ছিলেন ৷ এতে মানুষ উদ্বুদ্ধ হবেন ৷ এসব তুলে ধরা কঠিন হলেও একদম ইয়াং জেনারেশনের কাছে নেতাজি সম্পর্কে শুভ ভাবনা কীভাবে পৌঁছে দেওয়া যায় তা দেখা হোক ৷"