কলকাতা, 9 জুন: জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 6 জুন, মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে 66তন ন্যাশনাল স্কুল গেমস শুরু হয়েছে ৷ চলবে 13 তারিখ পর্যন্ত ৷ করোনার সময়ে প্রতিযোগিতা বন্ধ ছিল ৷ 3 বছর পর এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া ৷ দেশের 19 বছরের কম বয়সি পড়ুয়ারা এতে অংশ নিতে পারে ৷
এই প্রতিযোগিতার প্রথম তিনদিনে বাংলার ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগে সোনা, রুপো ও ব্রোঞ্জের মেডেল জিতেছে ৷ তাদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "আমরা গর্বিত ৷ 2022-23 বর্ষের 66তম ন্যাশনাল স্কুল গেমসে আমাদের পড়ুয়ারা অভূতপূর্ব ফলাফল করেছে ৷ প্রতিযোগিতার প্রথম তিন দিনেই পশ্চিমবঙ্গের তরুণ অংশগ্রহণকারীরা 8টি সোনা, 6টি রুপো এবং 6টি ব্রোঞ্জের মেডেল জিতেছে ৷"
-
We are proud of our dear students who are showing stellar performance in the ongoing 66th National School Games, 2022 – 23 (6th to 13th June).
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Within the first 3 days of the competition, these young participants from West Bengal have already won 8 Gold, 6 Silver & 6 Bronze…
">We are proud of our dear students who are showing stellar performance in the ongoing 66th National School Games, 2022 – 23 (6th to 13th June).
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2023
Within the first 3 days of the competition, these young participants from West Bengal have already won 8 Gold, 6 Silver & 6 Bronze…We are proud of our dear students who are showing stellar performance in the ongoing 66th National School Games, 2022 – 23 (6th to 13th June).
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2023
Within the first 3 days of the competition, these young participants from West Bengal have already won 8 Gold, 6 Silver & 6 Bronze…
মুখ্যমন্ত্রী আরও জানান, বাংলার পড়ুয়ারা অ্যাথলেটিক্স, সাঁতার, যোগা এবং জিমন্যাস্টিকসে এই মেডেল পেয়েছে ৷ পশ্চিমবঙ্গ থেকে অংশ নেওয়া পড়ুয়ার দল এখন অ্যাথলেটিক্সে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে ৷ এই তথ্য জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ আমি আশা করি, টিম বেঙ্গল শেষ পর্যন্ত এভাবেই জিততে থাকবে ৷ তারা ঘরে আরও গৌরব নিয়ে আসবে ৷ অল দ্য বেস্ট !"
দেশের বহু সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারা এই জাতীয় স্তরের স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৷ এমনকী জম্মু ও কাশ্মীর থেকেও পড়ুয়ারাও রয়েছে ৷ এবার এই প্রতিযোগিতারটির আয়োজন করেছে মধ্যপ্রদেশ সরকারের শিক্ষা দফতর ও ক্রীড়া কল্যাণ দফতর ৷ মধ্যপ্রদেশের ভোপাল ও গোয়ালিয়র এবং দিল্লিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ৷
দিল্লিতে 14টি ক্রীড়া প্রতিযোগিতা, ভোপালে 4টি এবং গোয়ালিয়রে 2টি ক্রীড়া প্রতিযোগিতা চলছে ৷ সরকারি আধিকারিক অনুভবা শ্রীবাস্তব জানিয়েছেন, স্কুল স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতায় সফল প্রতিযোগীরা এরপর আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ৷ তার জন্য দেশের ক্রীড়া ও যুব কল্য়াণ মন্ত্রকই ব্যবস্থা করবে ৷
আরও পড়ুন: 'ব্রিজভূষণ যৌন হেনস্থা করেননি', তদন্তে বয়ান বদল নাবালিকার বাবার