কলকাতা, 6 ডিসেম্বর: সংহতি দিবসের সভা থেকে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । 'ইন্ডিয়া' জোটকে শক্তিশালী করার বার্তাও এদিন দিয়েছেন মমতা ।
বুধবার শহিদ মিনারে সংহতি দিবসের অনুষ্ঠান থেকে মানুষকে জোটবদ্ধ হওয়ার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 6 ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসের দিনটিকে 'সংহতি দিবস' হিসেবে পালন করে। আর এই সংহতি দিবসের অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিনই তিনি উত্তরবঙ্গ সফরের জন্য কলকাতা ছাড়েন। তার আগেই শহিদ মিনারে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবসের সভায় টেলিফোনে বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী । আর এই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার ডাকও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে গেরুয়া শিবির। ধর্মের নামে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করে চলেছে তারা। কিন্তু তাদের এই মানসিকতাকে জিততে দিলে চলবে না। তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। ওরা নানা ভাবে এই ঐক্য ভাঙার চেষ্টা করবে। কুৎসা ছড়াবে। মিথ্যে অভিযোগ তুলে নানারকম আক্রমণ করবে। কিন্তু সেসব বিষয়ে কান দিলে চলবে না। বিজেপিকে রুখে দিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে।"
এদিন তিনি ফের একবার কেন্দ্রের বঞ্চনার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিকে নিজেদের প্রয়োজন মতো কাজে লাগানোর অভিযোগও তুলেছেন। এদিনের মঞ্চ থেকে ইন্ডিয়া জোটের পাশে থাকার আহ্বানও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে, সদ্য রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতা হারানোর জন্য কংগ্রেসকেই পরোক্ষে বার্তা দিয়েছেন মমতা। তিনি বলেন, "ঐক্যবদ্ধভাবে লড়াই করলে বাংলাই ভারতবর্ষ পরিচালনা করবে। কোনও ভেদাভেদ আমরা মানি না ৷ 'ইন্ডিয়া'কে আরও জোরদার করতে হবে ৷ ভোট কেটে যারা বিজেপিকে জেতাতে পারে তাদের চিহ্নিত করুন ৷ ধর্মের নামে সমাজে ভাগাভাগির চেষ্টা করছে ৷ তৃণমূল বিজেপিকে হারাবে ৷ এদের অত্যাচারের বিরুদ্ধে জোটবদ্ধ হতে হবে ৷" তিনি আরও বলেন, "আগামী দিনে বাংলাই পথ দেখাবে৷ বাংলা ক্ষমতা চায় না, বাংলা পথ দেখাবে ৷ বিজেপি হটাও, দেশ বাঁচাও ৷"
আরও পড়ুন