কলকাতা, 4 সেপ্টেম্বর: সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী উদয়নিধির মন্তব্যের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে, সনাতন ধর্ম নিয়ে এই ধরণের মন্তব্য থেকে বিরত থাকা উচিৎ বলেও সোমবার স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "এমন কোনও মন্তব্য করা যায় না যাতে কেউ আহত হন ৷ কাউকে আঘাত করে এমন কোনও ঘটনার সঙ্গেও জড়িত হওয়া উচিৎ নয় ৷" আর এর মধ্য দিয়েই 'ইন্ডিয়া' জোটের প্রথম কোনও শীর্ষ নেতৃত্ব ডিএমকে'র এই অবস্থানের সমালোচনা করলেন, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
-
VIDEO | "Every religion has separate sentiments. India is about 'Unity in Diversity' which is our origin. We should not be involved in any matter which might hurt a section of people," says West Bengal CM @MamataOfficial amid controversy over DMK leader Udayanidhi Stalin's… pic.twitter.com/cWpziCUljF
— Press Trust of India (@PTI_News) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO | "Every religion has separate sentiments. India is about 'Unity in Diversity' which is our origin. We should not be involved in any matter which might hurt a section of people," says West Bengal CM @MamataOfficial amid controversy over DMK leader Udayanidhi Stalin's… pic.twitter.com/cWpziCUljF
— Press Trust of India (@PTI_News) September 4, 2023VIDEO | "Every religion has separate sentiments. India is about 'Unity in Diversity' which is our origin. We should not be involved in any matter which might hurt a section of people," says West Bengal CM @MamataOfficial amid controversy over DMK leader Udayanidhi Stalin's… pic.twitter.com/cWpziCUljF
— Press Trust of India (@PTI_News) September 4, 2023
প্রসঙ্গত, সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী উদয়নিধি সনাতন ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ ৷ এরপরই সেই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতির তরজা। গত শনিবার এক অনুষ্ঠানে উদয়নিধি স্ট্যালিন ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে সনাতন ধর্মের তুলনা টানেন। তিনি বলেন, "এদের মতো সনাতন ধর্মকেও নির্মূল করা উচিত।" তাঁর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তীব্র আক্রমণ করেছে বিজেপি ৷ এমনকী আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা ৷ সেই সঙ্গে, 'ইন্ডিয়া' জোটের কোনও নেতা-নেত্রী বা দল কেন স্ট্যালিনের ছেলের এই মন্তব্যের প্রতিক্তিয়া দিচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি নেতৃত্ব ৷
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যদের
এরপরই এদিন তৃণমূলের তরফে প্রথম মুখ খোলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ দলের তরফে কুণাল এই ঘটনার তীব্র নিন্দাও করেন ৷ আর বেলা গড়াতেই বিষয়টি নিয়ে খোদ আসরে নামেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন সংবাদ সংস্থাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "নিন্দা করার পরিবর্তে, সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে, আমরা এমন কিছু মন্তব্য করব না যা মানুষকে আঘাত করতে পারে।" একই সঙ্গে, তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে বলেন, "প্রত্যেক ধর্মের আলাদা আলাদা অনুভূতি আছে। 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য' যা আমাদের, ভারতের পরিচয়। জনগণের একটি অংশকে আঘাত করতে পারে এমন কোনও বিষয়ে আমাদের জড়িত হওয়া উচিত নয় ৷"