ETV Bharat / state

"শিশুদের নিয়ে মুখ্যমন্ত্রী ছেলেখেলা করছেন"

পরিস্থিতি অনুকূল হলে সেপ্টেম্বর থেকেই দুর্গা পুজোর আগে পর্যন্ত অলটারনেটিভ দিনে পড়ুয়ারা স্কুলে যাবে, মুখ্যমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবি জানাল সুজন চক্রবর্তী ।

cm experiment with children Said sujan
cm experiment with children Said sujan
author img

By

Published : Jul 29, 2020, 9:49 PM IST

কলকাতা, 29 জুলাই : “শিশু সন্তানরা কি এক্সপেরিমেন্টের গিনিপিগ?” প্রশ্ন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর । “সেপ্টেম্বরে শিক্ষক দিবস । পরিস্থিতি অনুকূল হলে সেদিন থেকে দুর্গাপুজোর আগে পর্যন্ত একমাস অলটারনেটিভ দিনে পড়ুয়ারা স্কুলে যাবে ।” একথা নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । যা নিয়ে প্রবল আপত্তি তুলেছেন সুজন চক্রবর্তী ।

আজ বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী বলেছেন, “রাজ্যে কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । এমন পরিস্থিতিতে ছোটো ছোটো পড়ুয়াদের স্কুলে পাঠানো মানে বিপদ ডেকে আনা ।”

মুখ্যমন্ত্রীর ঘোষণায় প্রকাশ করে তিনি বলেন, “আগে বিধানসভা খুলুন । তারপর স্কুল খোলার কথা বলবেন মাননীয়া । আর কয়েক দিনের মধ্যে বিধানসভা অধিবেশন বসাতেই হবে । জনপ্রতিনিধিরা ভয়ে ঘরে নিভৃত বাসে থাকবেন । আর স্কুল পড়ুয়ারা প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাবে, এ হতে পারে না ।”

অবিলম্বে মুখ্যমন্ত্রীর নেওয়া এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুজন চক্রবর্তী ।

কলকাতা, 29 জুলাই : “শিশু সন্তানরা কি এক্সপেরিমেন্টের গিনিপিগ?” প্রশ্ন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর । “সেপ্টেম্বরে শিক্ষক দিবস । পরিস্থিতি অনুকূল হলে সেদিন থেকে দুর্গাপুজোর আগে পর্যন্ত একমাস অলটারনেটিভ দিনে পড়ুয়ারা স্কুলে যাবে ।” একথা নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । যা নিয়ে প্রবল আপত্তি তুলেছেন সুজন চক্রবর্তী ।

আজ বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী বলেছেন, “রাজ্যে কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । এমন পরিস্থিতিতে ছোটো ছোটো পড়ুয়াদের স্কুলে পাঠানো মানে বিপদ ডেকে আনা ।”

মুখ্যমন্ত্রীর ঘোষণায় প্রকাশ করে তিনি বলেন, “আগে বিধানসভা খুলুন । তারপর স্কুল খোলার কথা বলবেন মাননীয়া । আর কয়েক দিনের মধ্যে বিধানসভা অধিবেশন বসাতেই হবে । জনপ্রতিনিধিরা ভয়ে ঘরে নিভৃত বাসে থাকবেন । আর স্কুল পড়ুয়ারা প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাবে, এ হতে পারে না ।”

অবিলম্বে মুখ্যমন্ত্রীর নেওয়া এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুজন চক্রবর্তী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.