ETV Bharat / state

CLSS পুরোনো প্রকল্প, নতুন মোড়কে আনা হচ্ছে

আজকের ঘোষণায় ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিমের ঘোষণার কথা ঢুকতে পারে না । কারণ এটা সরকারের খরচ নয় । চালু প্রকল্প এটি । নতুন মোড়কে আনা হচ্ছে । আসলে 20 লাখ কোটি টাকার হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সরকার । বলছেন অর্থনীতিবিদ শান্তনু বসু ।

Nirmala Sitharaman
ছবি
author img

By

Published : May 14, 2020, 10:05 PM IST

Updated : May 14, 2020, 10:47 PM IST

কলকাতা, 14 মে : "ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম বা CLSS । এটি একটি পুরোনো প্রকল্প । নতুন করে ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এর মধ্যে সরকারের কোনও কৃতিত্ব নেই ।" বলছেন অর্থনীতিবিদ শান্তনু বসু । চলতি বছরের 31 মার্চ এর মেয়াদ শেষ হয়ে গেছে । অতিরিক্ত 6 মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । এই প্রকল্পটি মূলত করা হয়েছে আবাসনের জন্য । অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষ এবং একেবারে নিম্ন-আয়ের মানুষরা এই প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন ।

শান্তনুবাবু বলেন, আবাসন প্রকল্পে প্রচুর মানুষ বাড়ি করলে পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট এবং লোহার চাহিদা বাড়বে । মূল যে সমস্যাটা তৈরি হবে সাধারণ মধ্যবিত্ত মানুষের তা হল ঋণের উপর সরকার ভরতুকি দেবে সুদের ক্ষেত্রে । তাই এটিকে বলা হচ্ছে সাবসিডি স্কিম । ধরা যাক, ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নেওয়া হয়েছে । যার সুদ হয় 100 টাকা । সরকার 100 টাকা সুদের বদলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাত্র 80 টাকা সুদ নিতে বলবে ব্যাঙ্ককে । বাকি 20 টাকা সরকার দিয়ে দেবে । অর্থাৎ 20 টাকা মকুব হয়ে গেল । বাড়ি করতে গেলে আনুষঙ্গিক জিনিসের চাহিদা বাড়বে । বহু মধ্যবিত্তকে বাড়ি করতে উৎসাহ দানের জন্য সরকার এই পরিকল্পনা অতীতেই নিয়েছিল । সেই পুরোনো প্রকল্পকে এবার নতুন মোড়কে সাধারণ মানুষের কাছে হাজির করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

কী বলছেন অর্থনীতিবিদ শান্তনু বসু ?

কর্নাটক সরকারের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, যে কারণে কর্নাটক থেকে পরিযায়ী শ্রমিকদের ছাড়া হচ্ছিল না, কারণ কম পয়সায় যাতে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নেওয়া যায় । বাড়ি করতে চাইলে সাবসিডি পাওয়া যাবে । এটা মোটেই সরকারের কোনও খরচ নয় । কারণ অতিরিক্ত সুদ সরকার সাধারণ মানুষকে দেখাচ্ছে । আবাসন বাড়লে বিনিয়োগ বাড়বে । সরকারকে খরচ বাড়াতে হবে । তাহলে অর্থনীতির লাভ হবে । বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বাড়বে । এখানে একটা ভ্রান্তনীতি মানুষের মনে গেঁথে দিচ্ছে দেশের সরকার । আজকের ঘোষণায় ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিমের ঘোষণার কথা ঢুকতে পারে না । কারণ এটা সরকারের খরচ নয় । চালু প্রকল্প এটি । নতুন মোড়কে আনা হচ্ছে । আসলে 20 লাখ কোটি টাকার হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সরকার ।

কলকাতা, 14 মে : "ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম বা CLSS । এটি একটি পুরোনো প্রকল্প । নতুন করে ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এর মধ্যে সরকারের কোনও কৃতিত্ব নেই ।" বলছেন অর্থনীতিবিদ শান্তনু বসু । চলতি বছরের 31 মার্চ এর মেয়াদ শেষ হয়ে গেছে । অতিরিক্ত 6 মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । এই প্রকল্পটি মূলত করা হয়েছে আবাসনের জন্য । অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষ এবং একেবারে নিম্ন-আয়ের মানুষরা এই প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন ।

শান্তনুবাবু বলেন, আবাসন প্রকল্পে প্রচুর মানুষ বাড়ি করলে পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট এবং লোহার চাহিদা বাড়বে । মূল যে সমস্যাটা তৈরি হবে সাধারণ মধ্যবিত্ত মানুষের তা হল ঋণের উপর সরকার ভরতুকি দেবে সুদের ক্ষেত্রে । তাই এটিকে বলা হচ্ছে সাবসিডি স্কিম । ধরা যাক, ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নেওয়া হয়েছে । যার সুদ হয় 100 টাকা । সরকার 100 টাকা সুদের বদলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাত্র 80 টাকা সুদ নিতে বলবে ব্যাঙ্ককে । বাকি 20 টাকা সরকার দিয়ে দেবে । অর্থাৎ 20 টাকা মকুব হয়ে গেল । বাড়ি করতে গেলে আনুষঙ্গিক জিনিসের চাহিদা বাড়বে । বহু মধ্যবিত্তকে বাড়ি করতে উৎসাহ দানের জন্য সরকার এই পরিকল্পনা অতীতেই নিয়েছিল । সেই পুরোনো প্রকল্পকে এবার নতুন মোড়কে সাধারণ মানুষের কাছে হাজির করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

কী বলছেন অর্থনীতিবিদ শান্তনু বসু ?

কর্নাটক সরকারের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, যে কারণে কর্নাটক থেকে পরিযায়ী শ্রমিকদের ছাড়া হচ্ছিল না, কারণ কম পয়সায় যাতে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নেওয়া যায় । বাড়ি করতে চাইলে সাবসিডি পাওয়া যাবে । এটা মোটেই সরকারের কোনও খরচ নয় । কারণ অতিরিক্ত সুদ সরকার সাধারণ মানুষকে দেখাচ্ছে । আবাসন বাড়লে বিনিয়োগ বাড়বে । সরকারকে খরচ বাড়াতে হবে । তাহলে অর্থনীতির লাভ হবে । বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বাড়বে । এখানে একটা ভ্রান্তনীতি মানুষের মনে গেঁথে দিচ্ছে দেশের সরকার । আজকের ঘোষণায় ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিমের ঘোষণার কথা ঢুকতে পারে না । কারণ এটা সরকারের খরচ নয় । চালু প্রকল্প এটি । নতুন মোড়কে আনা হচ্ছে । আসলে 20 লাখ কোটি টাকার হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সরকার ।

Last Updated : May 14, 2020, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.