ETV Bharat / state

Weather Update in Bengal : মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, শীত আসতে দেরি - rain in north but south bengal shall be dry

আকাশের মুখ ভার দেখে ভাবছেন ফের বৃষ্টির ভ্রুকুটি কি না ? আবহাওয়া অফিস বলছে, এখন আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে (Weather Update in Bengal) ৷

bengal weather update
পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর
author img

By

Published : Dec 9, 2021, 7:26 AM IST

Updated : Dec 9, 2021, 8:03 AM IST

কলকাতা, 9 ডিসেম্বর : কুয়াশা মাখা ভোরে শীতের শিরশিরানি । লক্ষ্মীবারের সকাল দেখে শীতের আবাহন মনে হলেও তাতে আবহাওয়া অফিসের সিলমোহর পড়েনি এখনও ৷ বরং তারা শীতের আগমনীতে আরও কিছুদিন বিলম্ব দেখছে ।

ইংরেজি ক্যালেন্ডারে মাসটা ডিসেম্বর হলেও বাংলা মাসের তালিকায় অগ্রহায়ণ । ফলে পৌষ-মাঘ শীতকাল ধরলে এখনও তা দিন সাতেক বাকি । তাই জাওয়াদের প্রভাবে বৃষ্টিতে ঠান্ডা ভাব মনে হলেও তা আসলে শীত নয় । বরং প্রিলিউড বলা যেতে পারে । গত দুদিনের তুলনায় বুধবারে ঠান্ডার অনুভব কম ছিল । আংশিক মেঘলা আকাশে ফের বৃষ্টির শঙ্কা মনে হলেও তার পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস (Weather Update in Bengal) । বরং ভোরের দিকে ঘন কুয়াশা, বেলা অবধি ধোঁয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা এবং দিনভর আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর ৷ আপাতত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে নেই । তবে সিকিম এবং দার্জিলিংয়ের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

শীতের আভাস পেতেই তা থেকে বাঁচতে জনজীবন সেভাবে নিজেদের তৈরি রাখছে । অনেকের গায়ে ইতিমধ্যেই সোয়েটারও দেখা যাচ্ছে । আসলে জাওয়াদের কারণে বাতাসের ঠান্ডা অনুভূতি সোয়েটার গায়ে চড়ানোর কারণ । শীতের আসল কামড় পড়তে এখনও অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে ৷ অন্তত এমনই ইঙ্গিত হাওয়া অফিসের ৷

আরও পড়ুন : Horoscope For 9th December: প্রেমজীবন ভাল কাটবে মেষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

কলকাতা, 9 ডিসেম্বর : কুয়াশা মাখা ভোরে শীতের শিরশিরানি । লক্ষ্মীবারের সকাল দেখে শীতের আবাহন মনে হলেও তাতে আবহাওয়া অফিসের সিলমোহর পড়েনি এখনও ৷ বরং তারা শীতের আগমনীতে আরও কিছুদিন বিলম্ব দেখছে ।

ইংরেজি ক্যালেন্ডারে মাসটা ডিসেম্বর হলেও বাংলা মাসের তালিকায় অগ্রহায়ণ । ফলে পৌষ-মাঘ শীতকাল ধরলে এখনও তা দিন সাতেক বাকি । তাই জাওয়াদের প্রভাবে বৃষ্টিতে ঠান্ডা ভাব মনে হলেও তা আসলে শীত নয় । বরং প্রিলিউড বলা যেতে পারে । গত দুদিনের তুলনায় বুধবারে ঠান্ডার অনুভব কম ছিল । আংশিক মেঘলা আকাশে ফের বৃষ্টির শঙ্কা মনে হলেও তার পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস (Weather Update in Bengal) । বরং ভোরের দিকে ঘন কুয়াশা, বেলা অবধি ধোঁয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা এবং দিনভর আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর ৷ আপাতত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে নেই । তবে সিকিম এবং দার্জিলিংয়ের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

শীতের আভাস পেতেই তা থেকে বাঁচতে জনজীবন সেভাবে নিজেদের তৈরি রাখছে । অনেকের গায়ে ইতিমধ্যেই সোয়েটারও দেখা যাচ্ছে । আসলে জাওয়াদের কারণে বাতাসের ঠান্ডা অনুভূতি সোয়েটার গায়ে চড়ানোর কারণ । শীতের আসল কামড় পড়তে এখনও অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে ৷ অন্তত এমনই ইঙ্গিত হাওয়া অফিসের ৷

আরও পড়ুন : Horoscope For 9th December: প্রেমজীবন ভাল কাটবে মেষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

Last Updated : Dec 9, 2021, 8:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.