কলকাতা, 21 ফেব্রুয়ারি: স্কুলে পরীক্ষার পর ট্যাক্সিতে উঠে রহস্যজনকভাবে নিখোঁজ ছাত্র ৷ সে টালিগঞ্জ সার্কুলার রোডের আর্মি পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া ৷ ছাত্রের নাম শুভ্রকান্তি মিশ্র। এই ঘটনায় স্থানীয় বালিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, এক বন্ধুর সঙ্গে রাস্তায় একটি চায়ের দোকানে চা খাওয়ার পর ওই ছাত্র একটি ট্যাক্সিতে ওঠে। তারপর থেকেই আর তার খোঁজ পাওয়া যায়নি ।
সিসিটিভি ফুটেজ থেকে সংশ্লিষ্ট ট্যাক্সির নম্বর পেয়েছে পুলিশ ৷ এরপরেই ওই ট্যাক্সির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিরারিকরা ৷ চালকের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে ওই ছাত্র সেদিন ট্যাক্সি করে হাওড়া স্টেশনের উদ্দেশে যায়। ট্যাক্সিচালকের বয়ান অনুযায়ী শুভ্রকান্তি নামে ওই ছাত্র হাওড়া স্টেশনে নেমে যায়। ইতিমধ্যেই ওই ট্যাক্সি চালকের নাম এবং বাড়ির ঠিকানা রেকর্ডে রেখেছেন তদন্তকারীরা । হাওড়া স্টেশনের ভিতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার জন্য রেল পুলিশের সঙ্গে কথা বলেছে কলকাতা পুলিশ। তবে এইভাবে দিনের আলোয় এক ছাত্র খাস কলকাতা থেকে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বালিগঞ্জ থানায় মিসিং ডায়েরির পাশাপাশি পরিবারে তরফে লালবাজারে যোগাযোগ করা হয় এবং সেখানেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত সোমবার । তদন্ত নেমে পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন প্রত্যেকদিনই পরীক্ষা চলাকালীনও শুভ্রকান্তি নিজের মোবাইল ফোন সঙ্গে নিয়ে যেত । কিন্তু যেদিন শুভ্রকান্তি নিখোঁজ হল, সেদিন ফোন বাড়িতেই ফেলে গিয়েছিল সে । এখন প্রশ্ন উঠছে তাহলে কি ইচ্ছাকৃতভাবে কোথাও চলে গিয়েছে ওই ছাত্র ? নাকি এটি একটি অপহরণের ঘটনা?
ইতিমধ্যেই শুভ্রকান্তির ছবি-সহ তার বিস্তারিত তথ্য একাধিক জেলা পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগেও পাঠানো হয়েছে বলে লালবাজার সূত্রে খবর । এছাড়াও তদন্তে নেমে নিখোঁজ ছাত্রের মোবাইল নম্বর এবং তার ছবি রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । ছাত্রের ফেলে যাওয়া মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা । শেষবারের মতো শুভ্রকান্তি কার সঙ্গে ফোনে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখেছিলেন, তার তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে তদন্তকারীদের । ঘটনায় বালিগঞ্জ থানার পাশাপাশি তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।
আরও পড়ুন: টিউশন পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র