কলকাতা, 17 অক্টোবর: দক্ষিণ কলকাতার একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় অষ্টম শ্রেণির এক ছাত্রী। ছাত্রীর পরিবারের অভিযোগ, তার বাবা, মা তাকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় গতকাল, সোমবার থেকে আর খুঁজে পাচ্ছে না। অভিযোগ এও, এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলতে গেলে কোনও কথা বলা হয়নি তাঁদের সঙ্গে। এই বিষয়ে স্থানীয় গড়িয়াহাট থানায় আজ, মঙ্গলবার একটি অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷
যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "ওই ছাত্রীর নাম ও পরিচয় এখনই আমরা প্রকাশ্যে আনছি না। 14 বছরের ওই ছাত্রী কীভাবে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি থানার অফিসারদের কাজে লাগানো হয়েছে। স্কুলের বাইরে এবং ভিতরের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্কুলের সিসিটিভি ক্যামেরাও দেখা হচ্ছে ।"
লালবাজার সূত্রের খবর স্কুলের সিসিটিভিতে দেখা যাচ্ছে, গতকাল বিকেল 5টার পর ওই ছাত্রী স্কুল থেকে বেরিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ওই ছাত্রীর মোবাইল লোকেশন ট্র্যাক করার চেষ্টাও চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, ওই ছাত্রীর সহপাঠীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রশ্ন উঠেছে ওই ছাত্রী কীভাবে স্কুলের বিনা অনুমতিতে একা বেরিয়ে যেতে পারল? এই বিষয়ে স্কুলের অভ্যন্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট ছাত্রীর পরিবারের সদস্যরা।
পরিবারের বক্তব্য, প্রতিদিন হয় ওই ছাত্রী মা নয়তো বাবা তাকে স্কুলে ছাড়তে বা নিতে আসেন। কোনও দিন যদি ছুটির পর দেরি হয় তাহলে পড়ুয়া স্কুলের ভিতরেই অপেক্ষা করে। গতকাল স্কুলে ছাত্রীর বাবা দিতে গিয়েছিলেন। তবে আনতে আসার সময় দেখেন মেয়ে নেই। পরিবারের আরও দাবি, বিগত কয়েকদিনে ওই পড়ুয়ার মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখতে পাননি তাঁরা। যদিও এই ঘটনায় এখনও স্কুলের প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: অজয় নদে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার, আটক নাবালকের দুই বন্ধু