ETV Bharat / state

Civic Volunteers of Bengal: সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের, তৈরি হবে নীতি - announcement on civic volunteers

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ ভালো কাজ করলে নিয়োগ করা হবে পুলিশ কনস্টেবল পদে (announcement on civic volunteers) ৷

ETV Bharat
সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত মমতার
author img

By

Published : Feb 27, 2023, 8:50 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এবার নতুন নীতি তৈরি করছে রাজ্য সরকার । নবান্নের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার পদে যে সমস্ত কর্মীরা ভালো কাজ করছেন, তাঁদের কনস্টেবল পদে উন্নীত করা হবে । পঞ্চায়েত নির্বাচনের আগে একে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে । কারণ, রাজ্য পুলিশের পাশাপাশি, ভোট ও আইন-শৃঙ্খলা পরিচালনায় একটা বড় ভূমিকা থাকে এই সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers) ।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 15টি দফতরকে নিয়ে একটি রিভিউ মিটিং ছিল । সেই বৈঠকেই এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্রুত এই সিভিক ভলেন্টিয়ারদের কীভাবে কনস্টেবল পদে উন্নয়ন করা যায় তা নিয়ে নীতি তৈরি করবে স্বরাষ্ট্র দফতর । এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যাঁরা ভালো কাজ করবে তাঁদের কনস্টেবল পদে প্রোমোশন দেওয়া হোক । এর জন্য প্রয়োজনীয় নীতি তৈরি করবে স্বরাষ্ট্র দফতর (WB Police constable post) ।

যতদূর জানা গিয়েছে বিভিন্ন থানা থেকে সিভিক ভলেন্টিয়ারদের কাজের তথ্য প্রথমে পাঠান হবে জেলার পুলিশ সুপারদের কাছে । এসপি তাঁদের তালিকা পাঠাবেন নবান্নে । এই তালিকার ভিত্তিতে বাছাই করে কাদের এই পদে উন্নীত করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র দফতর ৷ প্রসঙ্গত, সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে উন্নয়ন করা নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও পলিসি নেই রাজ্য সরকারের ৷ তবে কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়ার জন্য একটা পলিসি রয়েছে স্বরাষ্ট্র দফতরের । সেই মতো আগামিদিনে সরাসরি সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে বলেই জানা যাচ্ছে ।

আরও পড়ুন: নিশীথকাণ্ডে বিবৃতির জের, রাজ্যপালকে 'বিজেপি ক্যাডার' বলে কটাক্ষ তৃণমূলের মুখপত্রে

এই সিদ্ধান্ত যাতে দ্রুত কার্যকর করা যায় সেজন্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে । উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন দফতরগুলিকে নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল নবান্নে । তৃণমূলের 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি থেকে যেসব তথ্য পাওয়া গিয়েছে, তা বিশ্লেষণ করে সরকারি কর্মসূচির কাজ কতটা এগিয়েছে সেই বিষয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কিছু কিছু জায়গায় সংশোধনের নির্দেশ দিয়েছেন তিনি ৷ রাজনৈতিক মহলের মতে, সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট ৷ তাই পঞ্চায়েতকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে না-পারলে আখেরে তা শাসক দল তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে ৷ তাই সেই লক্ষ্যেই এবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷

কলকাতা, 27 ফেব্রুয়ারি: রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এবার নতুন নীতি তৈরি করছে রাজ্য সরকার । নবান্নের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার পদে যে সমস্ত কর্মীরা ভালো কাজ করছেন, তাঁদের কনস্টেবল পদে উন্নীত করা হবে । পঞ্চায়েত নির্বাচনের আগে একে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে । কারণ, রাজ্য পুলিশের পাশাপাশি, ভোট ও আইন-শৃঙ্খলা পরিচালনায় একটা বড় ভূমিকা থাকে এই সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers) ।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 15টি দফতরকে নিয়ে একটি রিভিউ মিটিং ছিল । সেই বৈঠকেই এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্রুত এই সিভিক ভলেন্টিয়ারদের কীভাবে কনস্টেবল পদে উন্নয়ন করা যায় তা নিয়ে নীতি তৈরি করবে স্বরাষ্ট্র দফতর । এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যাঁরা ভালো কাজ করবে তাঁদের কনস্টেবল পদে প্রোমোশন দেওয়া হোক । এর জন্য প্রয়োজনীয় নীতি তৈরি করবে স্বরাষ্ট্র দফতর (WB Police constable post) ।

যতদূর জানা গিয়েছে বিভিন্ন থানা থেকে সিভিক ভলেন্টিয়ারদের কাজের তথ্য প্রথমে পাঠান হবে জেলার পুলিশ সুপারদের কাছে । এসপি তাঁদের তালিকা পাঠাবেন নবান্নে । এই তালিকার ভিত্তিতে বাছাই করে কাদের এই পদে উন্নীত করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র দফতর ৷ প্রসঙ্গত, সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে উন্নয়ন করা নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও পলিসি নেই রাজ্য সরকারের ৷ তবে কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়ার জন্য একটা পলিসি রয়েছে স্বরাষ্ট্র দফতরের । সেই মতো আগামিদিনে সরাসরি সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে বলেই জানা যাচ্ছে ।

আরও পড়ুন: নিশীথকাণ্ডে বিবৃতির জের, রাজ্যপালকে 'বিজেপি ক্যাডার' বলে কটাক্ষ তৃণমূলের মুখপত্রে

এই সিদ্ধান্ত যাতে দ্রুত কার্যকর করা যায় সেজন্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে । উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন দফতরগুলিকে নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল নবান্নে । তৃণমূলের 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি থেকে যেসব তথ্য পাওয়া গিয়েছে, তা বিশ্লেষণ করে সরকারি কর্মসূচির কাজ কতটা এগিয়েছে সেই বিষয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কিছু কিছু জায়গায় সংশোধনের নির্দেশ দিয়েছেন তিনি ৷ রাজনৈতিক মহলের মতে, সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট ৷ তাই পঞ্চায়েতকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে না-পারলে আখেরে তা শাসক দল তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে ৷ তাই সেই লক্ষ্যেই এবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.