ETV Bharat / state

আশঙ্কাজনক CITU নেতা শ্যামল চক্রবর্তী

একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন CITU নেতা শ্যামল চক্রবর্তী । নিউমোনিয়া , COPD , মূত্রাশয়ের সমস্যা রয়েছে । তার উপর গত পরশু তিনি কোরোনায় আক্রান্ত হন । এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি থাকে ।

Shyamal Chakrabarty
শ্যামল চক্রবর্তী
author img

By

Published : Aug 1, 2020, 2:51 PM IST

কলকাতা , 1 অগাস্ট :আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন প্রাক্তন পরিবহণমন্ত্রী এবং CITU নেতা শ্যামল চক্রবর্তী । তিনি কোরোনায় আক্রান্ত । 30 জুলাই তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর থেকে ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে । গতকাল রাত থেকেই তাঁর অবস্থা আরও আশঙ্কাজনক । 78 বছর বয়স তাঁর । এই বয়সে তিনি কতটা চিকিৎসায় সাড়া দেবেন , তা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা ।

গত শনিবার থেকে ঘনঘন শরীরের তাপমাত্রা বাড়ছিল । সেই সঙ্গে কিডনির সমস্যা বেড়ে যায় শ্যামল চক্রবর্তীর । প্রস্রাব অনিয়মিত হচ্ছিল । এছাড়া স্পন্ডেলাইসিসের সমস্যা রয়েছে দীর্ঘদিনের । গত রবিবার চিকিৎসকেরা জানতে পারেন , তাঁর নিউমোনিয়া হয়েছে। COPD সমস্যা থাকায় অতীতেও বেশ কয়েকবার নার্সিংহোমে তাঁকে ভরতি হতে হয়েছে । এরপর 30 জুলাই কোরোনায় আক্রান্ত হওয়ার পর , জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

চিকিৎসকেরা আরও জানিয়েছেন , তাঁর ফুসফুসের অবস্থা ভালো নেই । কোরোনার চিকিৎসার পাশাপাশি COPD এবং মূত্রাশয়ের চিকিৎসাও চলছে ।

দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র , বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব নিয়মিত শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন ।
অন্যদিকে , CPI(M)-র রাজ্য দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে , জেলা সহ রাজ্যের অন্যান্য নেতারা প্রয়োজনে টেলিফোনের মাধ্যমে বামফ্রন্ট চেয়ারম্যান এবং CPI(M) রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবেন । মুজাফফর আহমেদ ভবনে কারও এখন আসার দরকার নেই ।
গতকাল রাত থেকেই শ্যামল চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্বিগ্ন CPI(M) রাজ্য নেতৃত্ব ।

কলকাতা , 1 অগাস্ট :আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন প্রাক্তন পরিবহণমন্ত্রী এবং CITU নেতা শ্যামল চক্রবর্তী । তিনি কোরোনায় আক্রান্ত । 30 জুলাই তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর থেকে ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে । গতকাল রাত থেকেই তাঁর অবস্থা আরও আশঙ্কাজনক । 78 বছর বয়স তাঁর । এই বয়সে তিনি কতটা চিকিৎসায় সাড়া দেবেন , তা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা ।

গত শনিবার থেকে ঘনঘন শরীরের তাপমাত্রা বাড়ছিল । সেই সঙ্গে কিডনির সমস্যা বেড়ে যায় শ্যামল চক্রবর্তীর । প্রস্রাব অনিয়মিত হচ্ছিল । এছাড়া স্পন্ডেলাইসিসের সমস্যা রয়েছে দীর্ঘদিনের । গত রবিবার চিকিৎসকেরা জানতে পারেন , তাঁর নিউমোনিয়া হয়েছে। COPD সমস্যা থাকায় অতীতেও বেশ কয়েকবার নার্সিংহোমে তাঁকে ভরতি হতে হয়েছে । এরপর 30 জুলাই কোরোনায় আক্রান্ত হওয়ার পর , জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

চিকিৎসকেরা আরও জানিয়েছেন , তাঁর ফুসফুসের অবস্থা ভালো নেই । কোরোনার চিকিৎসার পাশাপাশি COPD এবং মূত্রাশয়ের চিকিৎসাও চলছে ।

দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র , বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব নিয়মিত শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন ।
অন্যদিকে , CPI(M)-র রাজ্য দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে , জেলা সহ রাজ্যের অন্যান্য নেতারা প্রয়োজনে টেলিফোনের মাধ্যমে বামফ্রন্ট চেয়ারম্যান এবং CPI(M) রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবেন । মুজাফফর আহমেদ ভবনে কারও এখন আসার দরকার নেই ।
গতকাল রাত থেকেই শ্যামল চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্বিগ্ন CPI(M) রাজ্য নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.