ETV Bharat / state

Kolkata Municipal Corporation: অস্থায়ী শ্রমিকদের দাবি পূরণে কলকাতা কর্পোরেশন অভিযান সিটুর

author img

By

Published : Mar 20, 2023, 11:07 PM IST

বাজেট চলাকালীন অস্থায়ী কর্মীদের দাবি পূরণ করতে কলকাতা কর্পোরেশন অভিযান সিটুর (CITU Agitation in Kolkata corporation) ৷ সোমবার কলকাত পৌরনিগমের বাজেট চলাকালীন পৌরসভায় অভিযান করে সিটু ৷

Kolkata Municipal Corporation
সিটুর কলকাতা কর্পোরেশন অভিযান

কলকাতা, 20 মার্চ: কলকাতা কর্পোরেশন মধ্যে তখন চলছে বাজেট উপলক্ষ্যে এলাহি খাওয়া-দাওয়া । 2023-24 অর্থবর্ষে কলকাতা কর্পোরেশনের বাজেট আলোচনার প্রথম দিন ছিল সোমবার । এদিনই দু’বেলা দু-মুঠো খেয়ে বেঁচে থাকার মতো বেতন দেওয়ার দাবিতে কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনের বাইরে বিক্ষোভ দেখান সিটুর কর্মীরা । চুক্তিভিত্তিক, অস্থায়ী, ক্যাজুয়াল এবং 100 দিনের প্রকল্পে কর্মরত শ্রমিকরাও উপস্থিত ছিলেন সিটুর এই অভিযানে । এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল সিআইটিইউ অনুমোদিত কলকাতা কন্ট্রাক্ট ওয়ার্কার্স ইউনিয়ন এবং কলকাতা জেলা সিকিউরিটি অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস ওয়ার্কম্যান ইউনিয়ন ।

এই মিছলের নেতৃত্ব দেন, দেবাঞ্জন চক্রবর্তী, দিলীপ দাস, সৌম্যজিৎ রজক, রতন ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃবৃন্দরা । এই কর্মসূচিতে সায় দেয় কেএমসি ওয়ার্কার্স ইউনিয়ন, কেএমসি ক্লার্কস ইউনিয়ন এবং কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনেকর পক্ষ থেকেও । এদিন সিটুর একটি বিক্ষোভ মিছিল রিগাল সিনেমা হলের সামনে থেকে এবং অপরটি পিয়ারলেস ইনর সামনে থেকে এসে করপোরেশনের মেয়র গেটের সামনে মিলিত হয় । একের পর এক স্লোগান তোলেন তাঁরা । এর পর পৌর ভবনের পিছনে শেষ হয় মিছিল । মিছিল শেষে চলে বিক্ষোভ অবস্থান । সেখান থেকেই 6 সদস্যের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় ভবনে গিয়ে স্মারক লিপিজমা দেন ।

আরও পড়ুন : কর্পোরেশনের এক আধিকারিকের মাসিক চা-খরচ 35 হাজার !

নেতৃবৃন্দদের দাবি , মূল্যবৃদ্ধিতে হাত পুড়ছে । খুবই সামান্য বেতন পান এই শ্রমিকরা । তাই অবিলম্বে তাঁদের 26 হাজার টাকা ন্যূনতম মজুরির দিতে হবে । একইসঙ্গে এই শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, ইএসআই-সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনারও দাবি জানান তাঁরা । বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিয়োজিত ঠিকা শ্রমিকরাও চরম বঞ্চনার মুখোমুখি হচ্ছেন বলে দাবি । মিড ডে মিলের কর্মীরা মাসে 1500 টাকা বেতন পান, তাও বছরে 10 মাস । বর্তমান সময় দাঁড়িয়ে তাঁদের সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । তাই তাঁদের ন্যূনতম 9300 টাকা বেতন দিতে হবে । এদিন 100 দিনের শ্রমিকদের দৈনিক মজুরি 202 টাকা থেকে বাড়িয়ে 372 টাকা করার দাবি জানানো হয় ।

কলকাতা, 20 মার্চ: কলকাতা কর্পোরেশন মধ্যে তখন চলছে বাজেট উপলক্ষ্যে এলাহি খাওয়া-দাওয়া । 2023-24 অর্থবর্ষে কলকাতা কর্পোরেশনের বাজেট আলোচনার প্রথম দিন ছিল সোমবার । এদিনই দু’বেলা দু-মুঠো খেয়ে বেঁচে থাকার মতো বেতন দেওয়ার দাবিতে কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনের বাইরে বিক্ষোভ দেখান সিটুর কর্মীরা । চুক্তিভিত্তিক, অস্থায়ী, ক্যাজুয়াল এবং 100 দিনের প্রকল্পে কর্মরত শ্রমিকরাও উপস্থিত ছিলেন সিটুর এই অভিযানে । এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল সিআইটিইউ অনুমোদিত কলকাতা কন্ট্রাক্ট ওয়ার্কার্স ইউনিয়ন এবং কলকাতা জেলা সিকিউরিটি অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস ওয়ার্কম্যান ইউনিয়ন ।

এই মিছলের নেতৃত্ব দেন, দেবাঞ্জন চক্রবর্তী, দিলীপ দাস, সৌম্যজিৎ রজক, রতন ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃবৃন্দরা । এই কর্মসূচিতে সায় দেয় কেএমসি ওয়ার্কার্স ইউনিয়ন, কেএমসি ক্লার্কস ইউনিয়ন এবং কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনেকর পক্ষ থেকেও । এদিন সিটুর একটি বিক্ষোভ মিছিল রিগাল সিনেমা হলের সামনে থেকে এবং অপরটি পিয়ারলেস ইনর সামনে থেকে এসে করপোরেশনের মেয়র গেটের সামনে মিলিত হয় । একের পর এক স্লোগান তোলেন তাঁরা । এর পর পৌর ভবনের পিছনে শেষ হয় মিছিল । মিছিল শেষে চলে বিক্ষোভ অবস্থান । সেখান থেকেই 6 সদস্যের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় ভবনে গিয়ে স্মারক লিপিজমা দেন ।

আরও পড়ুন : কর্পোরেশনের এক আধিকারিকের মাসিক চা-খরচ 35 হাজার !

নেতৃবৃন্দদের দাবি , মূল্যবৃদ্ধিতে হাত পুড়ছে । খুবই সামান্য বেতন পান এই শ্রমিকরা । তাই অবিলম্বে তাঁদের 26 হাজার টাকা ন্যূনতম মজুরির দিতে হবে । একইসঙ্গে এই শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, ইএসআই-সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনারও দাবি জানান তাঁরা । বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিয়োজিত ঠিকা শ্রমিকরাও চরম বঞ্চনার মুখোমুখি হচ্ছেন বলে দাবি । মিড ডে মিলের কর্মীরা মাসে 1500 টাকা বেতন পান, তাও বছরে 10 মাস । বর্তমান সময় দাঁড়িয়ে তাঁদের সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । তাই তাঁদের ন্যূনতম 9300 টাকা বেতন দিতে হবে । এদিন 100 দিনের শ্রমিকদের দৈনিক মজুরি 202 টাকা থেকে বাড়িয়ে 372 টাকা করার দাবি জানানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.