কলকাতা, 5 মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আজ সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরামের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হল শহরে । সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা । শেষ হয় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ।
2021 সালের বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা প্রকাশ্যে আসে । ভোট পরবর্তী হিংসা ও রাজ্যে অন্যান্য খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ শান্তিপূর্ণভাবে পদযাত্রা করে সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম । এছাড়াও শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি-সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সিটিজেন ইম্পাওয়ারমেন্ট ফোরামের ব্যানারে মানুষজন আজ এই পদযাত্রায় যোগদান করেন ।
সংগঠনের পক্ষ থেকে আজ সংগঠনের ম্যানেজিং ট্রাস্টি দেবাশিস লাহিড়ী বলেন যে, "রাজ্য সরকারের দ্বারা সংগঠিত যে সন্ত্রাস এই রাজ্যের বুকে নেমে এসেছে, পুলিশ নিরীহ মানুষদের উপর গুলি চালাচ্ছে, হামলা চালাচ্ছে, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার মুখে । রাজ্যে যদি আইনশৃঙ্খলা ঠিক না থাকে তাহলে মানুষ কী করে নিরাপদে থাকবে । গ্রামে গঞ্জের মানুষের কাছে গিয়ে সরকার মিথ্যাচার করছে । একজন নিরীহ মানুষের কপালে গুলি চালিয়ে পুলিশ শাসকের প্ররোচনায় হত্যা করল । এটা সহ্য করা যায় না । তাই বুদ্ধিজীবীদের রাস্তায় নামতেই হবে ৷ না হলে সমাজ এবং মানুষ তাঁদের ক্ষমা করবে না ।"
সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয় যে, 2021 সালের বিধানসভা ভোটের পর 5 মে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর তারপর থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে । ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন বহু মানুষ । প্রচুর মানুষ বাড়ি ছাড়া হয়েছেন । সাধারণ মানুষের উপর পুলিশি অত্যাচারের ভয়াবহতা ব্রিটিশ শাসনকালকেও হার মানিয়েছে বলে দাবি ফোরামের । মোমিনপুরের ঘটনা, রামনবমীতে হাওড়ার শিবপুরে ঘটনারও নিন্দা করেছে তারা ৷
আরও পড়ুন: মমতার পদত্যাগের দাবিতে পথে নামছে সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম