ETV Bharat / state

কলকাতায় চালু হল সার্কুলার বাস সার্ভিস - bus

কলকাতায় এই প্রথম চালু হল সার্কুলার বাস সার্ভিস ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 6, 2019, 10:55 PM IST

কলকাতা, 6 জুলাই : কলকাতা শহরে এই প্রথম চালু হল সার্কুলার বাস সার্ভিস । আপাতত পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই পরিষেবা । এই উদ্যোগ সফল হলে ভবিষতে এই ধরনের পরিষেবা অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও চালানো হবে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC ।

পাশাপাশি যে সরকারি বাস রুটগুলি বন্ধ হয়ে গেছিল সেগুলো ফের শুরু করল WBTC । এ ছাড়াও বেশ কয়েকটি সরকারি বাস রুটে কিছু পরিবর্তন আনা হয়েছে। শুধু তাই নয় শুরু হয়েছে নাইট সার্ভিসও ।

কলকাতা, 6 জুলাই : কলকাতা শহরে এই প্রথম চালু হল সার্কুলার বাস সার্ভিস । আপাতত পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই পরিষেবা । এই উদ্যোগ সফল হলে ভবিষতে এই ধরনের পরিষেবা অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও চালানো হবে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC ।

পাশাপাশি যে সরকারি বাস রুটগুলি বন্ধ হয়ে গেছিল সেগুলো ফের শুরু করল WBTC । এ ছাড়াও বেশ কয়েকটি সরকারি বাস রুটে কিছু পরিবর্তন আনা হয়েছে। শুধু তাই নয় শুরু হয়েছে নাইট সার্ভিসও ।

Intro:শহরের রাস্তায় এই প্রথম চালু হল সার্কুলার বাস সার্ভিস। আপাতত পরীক্ষামূলকভাবে চালু হলেও, পরিষেবাটি জনপ্রিয়তা লাভ করলে ভবিষতে এই ধরনের পরিষেবা অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও চালানো হবে।Body:যাত্রীদের সুবিধার্থে এমনই একগুচ্ছ পরিষেবা চালু করল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা ডাবলুবিটিসি।

চালু হলো নতুন সরকারি বাস রুট। পাশাপাশি যে সরকারি বাস রুটগুলি বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো পুনরায় শুরু করা হলো। এছাড়াও বেশ কয়েকটি সরকারি বাস রুটে কিছু পরিবর্তন আনা হয়েছে। শুধু তাই নয় শুরু হয়েছে নাইট সার্ভিসও। সার্কুলার রুটের সুবিধা হল একটি বাস দুদিকের মানুষ ব্যবহার করতে পারবেন।

এক নজরে সেই তালিকা।

১.MIDI 1 - এটি একটি হেরিটেজ রুট হেরিটেজ রুট। গত 30 বছর ধরে এই রুটিতে পরিষেবা চালু রয়েছে। হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত বাসটির পরিষেবা। এই বাসরুটে যাত্রীসংখ্যাও প্রচুর তাই পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে যে এই রুটটিকে অপরিবর্তিত রাখা হলেও রুটটিকে একটি সার্কুলার রুটে পরিবর্তিত করা হল। বাড়ানো হল বাসের সংখ্যাও। অর্থাৎ বাসটি হাওড়া ময়দান থেকে শিয়ালদা পৌঁছে সেখানেই যাত্রা শেষ না করে এজেসি বোস রোড- মিন্ট পার্ক-এক্সাইড-জহরলাল নেহেরু রোড- বাবুঘাট-স্ট্র্যান্ড রোড হয়ে গন্তব্যে পৌঁছবে। শহরের সবকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থানগুলিতে ছুঁয়ে যাবে বাসটি। এই রুটে প্রতি 10 মিনিটে অন্তর মিলবে বাস।

২. S37 বাসটির যাত্রাপথ বাড়ান হল। গড়িয়া থেকে এয়ারপোর্ট অব্দি পরিষেবা তো আছেই তবে এখন থেকে বাসটি বারাসাত পর্যন্ত যাবে। পরিবহন দপ্তরের মূল উদ্দেশ্য হল যাতে শহরের এক প্রান্ত থেকে ওপর প্রান্তে বাস পরিষেবা পৌঁছে দেওয়া। তাই গড়িয়া থেকে বারাসাত পর্যন্ত বাস রুট চালু করা হল। যদিও এই একই রুটে AC37 বাসটি চলাচল করে এবং এই বাসটি চাহিদাও রয়েছে। তবে এমন অনেক যাত্রী আছেন যাঁরা শীতাতপ নিয়ন্ত্রিত বাসে বড় একটা চাপেন না, তাই তাঁদের কথা মাথায় রেখেই এই নতুন S37 এর পরিষেবা বিস্তারিত করা হল।

৩. তারাতলা মাজেরহাট ব্রিজ ভেঙের ফলে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত বেশ অনেকগুলি সরকারি বাস বা শাটল ওই পথে চলাচল করে। সেই একই রুটে SC16 একটি ছোটো বাস চালু করা হল। বাসটি ঠাকুরপুকুর থেকে টালিগঞ্জ থানা পর্যন্ত যাবে। এছাড়াও বেহালা জনকল্যাণ থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত নতুন রুটে চালু হল ইলেকট্রিক বাস। বাসটি সখেরবাজার- এমএল গুপ্ত রোড- সিড়িটি মোড়-করুণাময়ী- টালিগঞ্জ মেট্রো স্টেশন পৌঁছবে।

৪. M7B বাস চালু করা হয়েছে। এই রুটের বাস L7B যেটি শিবরামপুর অক্সিটাউন থেকে হাওড়া পর্যন্ত চলত সেটি বন্ধ হয়ে যায়। রুটটিকে পুনরায় চালু করা হলো। এই রুটে বাসটি এখন টালিগঞ্জ মেট্রো স্টেশন হয়ে যাবে।

নাইট বাস সার্ভিস-গড়িয়া থেকে বারাসতের মধ্যে নাইট বাস সার্ভিস চালু করা হল। প্রতিদিন রাত 9টা, 11টা 45 ও 1টা 45 মিনিটে গড়িয়া ও বারাসত থেকে বাসটি ছাড়বে।

Conclusion:এদিকে, মেরামত ও বিদ্যুতের কাজের জন্য দমদম ও বারাসত স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকার জন্য আগামী 7 জুলাই সকাল 6 থেকে দুপুর 2 পর্যন্ত বিশেষ বাস পরিষেবা দেওয়া হবে। রেলের বিদ্যুতের দমদম স্টেশন থেকে যে বাসগুলি ছাড়বে সেগুলি 11A বাস স্ট্যান্ডে দাঁড়াবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.