কলকাতা, 25 অগস্ট: কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে পুলিশকেই তলব করল রাজ্য পুলিশ । ভবানী ভবন সূত্রে খবর, আজ, শুক্রবার এবং শনিবার রাজ্যের খাদান অঞ্চলে কয়লাপাচার কাণ্ডের তৎকালীন দায়িত্বে থাকা তিন আধিকারিককে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে (CID summons Police Officials in connection to coal smuggling case) ।
গোয়েন্দারা তাঁদের কাছ থেকে জানতে চাইছেন, কয়লাপাচার (coal smuggling case) হওয়ার আগাম কোনও তথ্য তিন পুলিশ আধিকারিকের কাছে ছিল কি না ৷ কয়লা পাচার সংক্রান্ত কোনও এফআইআর থানায় হয়েছিল কি না । যদি লিখিত অভিযোগ দায়ের করা হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট আধিকারিক কোনও ব্যবস্থা নিয়েছিলেন কি না ৷
আরও পড়ুন: কোটেশ্বর রাওয়ের পর আজ দিল্লিতে ইডির দফতরে আইপিএস শ্যাম সিং
রাজ্যে কয়লাপাচার নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ একই তদন্তে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইডিও ময়দানে নেমেছে । শুধু কয়লা পাচারই নয়, রাজ্যে গরুপাচার কাণ্ডেও আলাদা করে তদন্ত করছে সিআইডি । জানা গিয়েছে, চলতি সপ্তাহে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একাধিক খামারে আচমকা হানা দেন সিআইডির গোয়েন্দারা । সেখানকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েত প্রধানদের সঙ্গেও দীর্ঘক্ষণ ধরে কথা বলে একাধিক তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা ।