কলকাতা, 15 ডিসেম্বর: কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ৷ সেই অভিযোগের তদন্তে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি ওই ব্যক্তিকে আগামিকাল, শনিবার ভবানীভবনে তলব করেছে ৷ ওই দিন বেলা 11টার মধ্যে ভবানীভবনের আসতে বলা হয়েছে তাঁকে । সিআইডি সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে ৷
সিআইডির ওই সূত্র থেকে জানা গিয়েছে, বিচারপতি অমৃতা সিনহার স্বামী একজন আইনজীবী । এক বিধবা বৃদ্ধা এবং তাঁর মেয়েকে ক্ষমতার অপব্যবহার করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে । এই নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে ৷ এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ।
তার পরই এই ঘটনায় সিআইডি তদন্ত শুরু হয় । সুপ্রিম কোর্টের তরফে এই মামলায় বলা হয়েছে, বাড়তি পদক্ষেপ করা যাবে না । তবে গত ডিসেম্বর মাসে শীর্ষ আদালত জানায়, আইন অনুযায়ী পদক্ষেপ করা যেতে পারে । তার পরই জিজ্ঞাসাবাদের জন্য বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করল সিআইডি ৷
যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এই নিয়ে সিআইডি-র তরফে কেউ কিছু বলতে নারাজ ৷ তবে সিআইডির একটি সূত্র থেকে জানা গিয়েছে, ওই ব্য়ক্তির কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হবে ৷ তার অভিযোগকারীদের বয়ানের সঙ্গে বিষয়টি মিলিয়ে দেখা হবে ৷
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্টের যে সব বিচারপতিরা প্রচারের আলোয় এসেছেন, তাঁদের মধ্যে অন্যতম বিচারপতি অমৃতা সিনহা ৷ বিভিন্ন সময় বিভিন্ন মামলায় তাঁর নানা পর্যবেক্ষণ ও মন্তব্য, তাঁকে প্রচারের আলোয় নিয়ে এসেছে ৷ বিশেষ করে পঞ্চায়েত মামলা ও নিয়োগ দুর্নীতি মামলাগুলিতে তাঁর বিভিন্ন পর্যবেক্ষণ, মন্তব্য ও নির্দেশ নিয়ে আলোচনা হয়েছে ৷ সরগরম হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ এখনও নিয়োগ দুর্নীতি মামলা তাঁর এজলাসেই শুনানি হচ্ছে ৷ নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলাও তিনি শুনছেন ৷
এতদিন তাঁকে নিয়ে আলোচনা হলেও, এবার আলোচনা শুরু হয়েছে তাঁর স্বামীকে নিয়ে ৷ যদিও এই নিয়ে তাঁর স্বামীর কোনও বক্তব্য মেলেনি ৷
আরও পড়ুন: