ETV Bharat / state

Tala Bridge: টালা সেতু চালু হলেই নজর চিৎপুরের দিকে - chitpur bridge is set to be demolished soon

প্রায় আড়াই বছর যান যন্ত্রণার অবসান হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই । মহালয়ার দিনে সম্ভবত জনসাধারণের জন্য খুলে যাবে উত্তর কলকাতার লাইফ লাইন টালা সেতু (Tala Bridge will open on Mahalaya)।

Tala Bridge
টালা সেতু চালু হলেই ভাঙা শুরু হবে চিৎপুর সেতু
author img

By

Published : Sep 6, 2022, 7:42 AM IST

Updated : Sep 6, 2022, 8:29 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: মহালয়ার দিনেই সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে নতুন টালা সেতু (Tala Bridge will open on Mahalaya)। সেই সঙ্গেই তার পাশে থাকা জরাজীর্ণ চিৎপুর সেতুর ভাঙার কাজ শুরু হবে । সেখানেও তৈরি হবে নয়া উড়ালপুল । সেজন্য সেতুর নিজে বসবাসকারীদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যাবস্থা করবে সরকার । পৌরনিগমে পৌর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদের নেতৃত্বে এক বৈঠকে এই পরিকল্পনা চুড়ান্ত করা হয় । ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ ।

কেএমডিএ (Kolkata Metropolitan Development Authority)-র আধিকারিকদের পাশপাশি উপস্থিত ছিলেন স্থানীয় 1 নম্বর বোরোর চেয়ারম্যান তরুণ সাহা এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুমন সিং । এই সেতুটি দেখভালের দায়িত্বে কেএমডিএ। ইতিমধ্যে সেতুর সমীক্ষা শেষ ।

আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতিতে হরিদেবপুরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, জানাল পৌরনিগম

পৌরনিগম সূত্রের খবর, চিৎপুর সেতুর নিচে 80টি পরিবার বসবাস করেন । দু-একদিনের মধ্যেই পুনর্বাসন সংক্রান্ত আলোচনা শুরু হবে তাদের সঙ্গে । এই আলোচনায় অগ্রণী ভূমিকা পালন করবেন স্থানীয় জনপ্রতিনিধিরা । সম্ভবত কাছেই রেলের একটি জমিতে তাঁদের পুনর্বাসন দেওয়া হতে পারে । রেলকে জমিটি দেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে পৌরনিগমের তরফে ।

উল্লেখ্য, নতুন টাালা সেতুতে 6টি লেন থাকতে চলেছে । সিংহভাগ কাজই শেষ হয়ে গিয়েছে । বিবেকানন্দ উড়ালপুল বা মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর সরকারের তরফে ছোট বড় সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় । কোথাও রক্ষণাবেক্ষণের অভাব নজরে পড়লেই সেটা মেরামতির কাজ শুরু হয় । সেভাবেই বেহাল অবস্থা হওয়া থাকা টালা সেতুটিকে ভেঙে ফেলা হয়। আড়াই বছর বাদে আবারও খুলে যেতে চলেছে টালা সেতু ।

কলকাতা, 6 সেপ্টেম্বর: মহালয়ার দিনেই সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে নতুন টালা সেতু (Tala Bridge will open on Mahalaya)। সেই সঙ্গেই তার পাশে থাকা জরাজীর্ণ চিৎপুর সেতুর ভাঙার কাজ শুরু হবে । সেখানেও তৈরি হবে নয়া উড়ালপুল । সেজন্য সেতুর নিজে বসবাসকারীদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যাবস্থা করবে সরকার । পৌরনিগমে পৌর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদের নেতৃত্বে এক বৈঠকে এই পরিকল্পনা চুড়ান্ত করা হয় । ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ ।

কেএমডিএ (Kolkata Metropolitan Development Authority)-র আধিকারিকদের পাশপাশি উপস্থিত ছিলেন স্থানীয় 1 নম্বর বোরোর চেয়ারম্যান তরুণ সাহা এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুমন সিং । এই সেতুটি দেখভালের দায়িত্বে কেএমডিএ। ইতিমধ্যে সেতুর সমীক্ষা শেষ ।

আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতিতে হরিদেবপুরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, জানাল পৌরনিগম

পৌরনিগম সূত্রের খবর, চিৎপুর সেতুর নিচে 80টি পরিবার বসবাস করেন । দু-একদিনের মধ্যেই পুনর্বাসন সংক্রান্ত আলোচনা শুরু হবে তাদের সঙ্গে । এই আলোচনায় অগ্রণী ভূমিকা পালন করবেন স্থানীয় জনপ্রতিনিধিরা । সম্ভবত কাছেই রেলের একটি জমিতে তাঁদের পুনর্বাসন দেওয়া হতে পারে । রেলকে জমিটি দেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে পৌরনিগমের তরফে ।

উল্লেখ্য, নতুন টাালা সেতুতে 6টি লেন থাকতে চলেছে । সিংহভাগ কাজই শেষ হয়ে গিয়েছে । বিবেকানন্দ উড়ালপুল বা মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর সরকারের তরফে ছোট বড় সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় । কোথাও রক্ষণাবেক্ষণের অভাব নজরে পড়লেই সেটা মেরামতির কাজ শুরু হয় । সেভাবেই বেহাল অবস্থা হওয়া থাকা টালা সেতুটিকে ভেঙে ফেলা হয়। আড়াই বছর বাদে আবারও খুলে যেতে চলেছে টালা সেতু ।

Last Updated : Sep 6, 2022, 8:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.