দার্জিলিং, 20 জুলাই: ফের ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার হলেন এক চিনা নাগরিক । অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে সশস্ত্র সীমা বল বা এসএসবি জওয়ানের ওই চিনা নাগরিক ধরা পড়েন বলে জানা গিয়েছে । এসএসবি জওয়ানরা দার্জিলিংয়ের খড়িবাড়ি থানার পুলিশের হাতে ওই চিনা নাগরিককে তুলে দিয়েছেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার খড়িবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্ত পানিট্যাংকি এলাকা থেকে ওই চিনা নাগরিককে আটক করে এসএসবি জওয়ানরা । ধৃতের নাম ইয়ঙ্গজিন পেং, বয়স 39 বছর । তাঁর কাছ থেকে চিনা নাগরিকত্বের প্রমাণপত্র পাওয়া যায় । পাশাপাশি তাঁর কাছ থেকে নেপালের ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করেছে এসএসবি জওয়ানরা । ভুয়ো নথিতে নেপালের কাভরেপেলানচকের বাসিন্দা বলে দেখানো হয়েছে ওই চিনা নাগরিককে ।
এসএসবি-র তরফে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়ার পর ওই চিনা নাগরিককে গ্রেফতার করা হয় । বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশের পাশাপাশি ওই চিনা নাগরিকের গতিবিধি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগও ।
কেন ওই চিনা নাগরিক ভারতে প্রবেশ করতে চাইছিলেন ও তাঁর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে । এই বিষয়ে দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত বলেন, "ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । কীভাবে সে ভুয়ো নথি তৈরি করল এবং ভারতে প্রবেশের কারণ কী ছিল, তা খতিয়ে দেখা হবে ।"
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই একই পানিট্যাংকি সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিল দুই চিনা নাগরিক । সেবারও সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা জওয়ানরা তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন ৷