ETV Bharat / state

আদর করতে গিয়ে বিপত্তি, চিড়িয়াখানা কর্তার আঙুল কেটে নিল শিম্পাঞ্জি - Chimpanzee alipur zoo

প্রতিদিনই নিয়ম করে শিম্পাঞ্জিদের দেখভাল করতেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত । গতকাল আদর করতে গিয়ে ঘটে গেল বিপত্তি ৷ আশিসবাবুর বাঁ-হাতের তর্জনির আঙুল কামড়ে ধরে সে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 17, 2019, 2:22 PM IST

কলকাতা, 17 অক্টোবর : প্রতিদিনই নিয়ম করে শিম্পাঞ্জিদের দেখভাল করতেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত । স্নেহে প্রতিদিন আদর করতেন সকলকে । গতকালও তাই করতে গিয়ে ঘটে গেল বিপত্তি ৷ এক শিম্পাঞ্জি কামড় বসাল আশিসবাবুর হাতে । তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অধিকর্তাকে ৷ তবে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় ওই আঙুল আর জোড়া লাগবে না ।

প্রতিদিনের মতো গতকাল বিকেলেও পশু-পাখিদের পরিদর্শন করতে বেরিয়েছিলেন আশিস কুমার সামন্ত । আলিপুর চিড়িয়াখানার তরফে জানা গেছে, আক্রমণকারী শিম্পাঞ্জির নাম বাবু ৷ সে অত্যন্ত আদুরে ও জনপ্রিয় । আশিসবাবু গতকালও বাবুকে দেখতে এনক্লোজ়ারে যান । আদর করার জন্য বাবুর মাথায় হাত দিতে যাবেন, তখনই বিপত্তি ৷ হিংস্র হয়ে ওঠে বাবু । আশিসবাবুর বাঁ-হাতের তর্জনির আঙুল কামড়ে ধরে সে ।

Alipur Zoo
শিম্পাঞ্জি বাবু

অনেক চেষ্টা করেও বাবুর মুখের ভিতর থেকে আঙুল বের করতে পারেননি আশিসবাবু । বাবুর কামড়ে আঙুল খোয়াতে হয় তাঁকে । পরে কাটা আঙুল নিয়ে SSKM হাসপাতালে যান তিনি ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই আঙুল জোড়া লাগানো আর সম্ভব নয় । প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে ।

Alipur Zoo
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত

আলিপুর চিড়িয়াখানা সহ-অধিকর্তা পিয়ালি চট্রোপাধ্যায় জানিয়েছেন, আশিস কুমার সামন্ত এখন বিশ্রামে আছেন । বন্য পশু হিংস্র হয়ে উঠতে পারে যে কোনও মুহূর্তে । গতকাল শিম্পাঞ্জিটিও হঠাৎ হিংস্র হয়ে ওঠে । আশিসবাবু এই মুহূর্তে সুস্থ রয়েছেন । কিছুদিন তিনি ছুটিতে থাকবেন ।

কলকাতা, 17 অক্টোবর : প্রতিদিনই নিয়ম করে শিম্পাঞ্জিদের দেখভাল করতেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত । স্নেহে প্রতিদিন আদর করতেন সকলকে । গতকালও তাই করতে গিয়ে ঘটে গেল বিপত্তি ৷ এক শিম্পাঞ্জি কামড় বসাল আশিসবাবুর হাতে । তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অধিকর্তাকে ৷ তবে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় ওই আঙুল আর জোড়া লাগবে না ।

প্রতিদিনের মতো গতকাল বিকেলেও পশু-পাখিদের পরিদর্শন করতে বেরিয়েছিলেন আশিস কুমার সামন্ত । আলিপুর চিড়িয়াখানার তরফে জানা গেছে, আক্রমণকারী শিম্পাঞ্জির নাম বাবু ৷ সে অত্যন্ত আদুরে ও জনপ্রিয় । আশিসবাবু গতকালও বাবুকে দেখতে এনক্লোজ়ারে যান । আদর করার জন্য বাবুর মাথায় হাত দিতে যাবেন, তখনই বিপত্তি ৷ হিংস্র হয়ে ওঠে বাবু । আশিসবাবুর বাঁ-হাতের তর্জনির আঙুল কামড়ে ধরে সে ।

Alipur Zoo
শিম্পাঞ্জি বাবু

অনেক চেষ্টা করেও বাবুর মুখের ভিতর থেকে আঙুল বের করতে পারেননি আশিসবাবু । বাবুর কামড়ে আঙুল খোয়াতে হয় তাঁকে । পরে কাটা আঙুল নিয়ে SSKM হাসপাতালে যান তিনি ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই আঙুল জোড়া লাগানো আর সম্ভব নয় । প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে ।

Alipur Zoo
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত

আলিপুর চিড়িয়াখানা সহ-অধিকর্তা পিয়ালি চট্রোপাধ্যায় জানিয়েছেন, আশিস কুমার সামন্ত এখন বিশ্রামে আছেন । বন্য পশু হিংস্র হয়ে উঠতে পারে যে কোনও মুহূর্তে । গতকাল শিম্পাঞ্জিটিও হঠাৎ হিংস্র হয়ে ওঠে । আশিসবাবু এই মুহূর্তে সুস্থ রয়েছেন । কিছুদিন তিনি ছুটিতে থাকবেন ।

Intro:কলকাতা আলিপুর চিড়িয়াখানা অধিকর্তা আশীষ কুমার সামন্ত আঙ্গুল বাদ পড়ল।Body:আলিপুর চিড়িয়াখানা অধিকর্তা আশিষ সামন্ত আঙ্গুল বাদ পড়লConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.