ETV Bharat / state

Chimpanzee Birthday Celebration: 'বাবু'র জন্মদিন পালনে চিড়িয়াখানায় কেক কাটলেন মীর-স্বস্তিকা-সোহিনী - আলিপুর চিড়িয়াখানার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর

পালন হল বাবুর জন্মদিন (Chimpanzee Birthday Celebration) ৷ 34তম জন্মদিন আজ তার ৷ আলিপুর চিড়িয়াখানায় তার জন্মদিনে হাজির হলেন দাদা-দিদিরা ৷ মীর আফসার আলি, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী (Sohini Sengupta) ও সপ্তর্ষিরা (Saptarshi Moulik) এলেন কেক কাটতে ৷ বাবু অর্থাৎ শিম্পাঞ্জিকে এদিন দত্তক নিলেন সোহিনী ও সপ্তর্ষি ৷ চিড়িয়াখানায় এদিন খুশির মহল (Zoological Garden, Alipore Zoo) ৷

Chimpanzee Birthday Celebration
বাবু'র জন্মদিন পালনে চিড়িয়াখানায় কেক কাটলেন মীর-স্বস্তিকা-সোহিনীরা
author img

By

Published : Oct 26, 2022, 7:58 PM IST

কলকাতা, 26 অক্টোবর: বাবুর 34তম জন্মদিন (Chimpanzee Birthday Celebration)। তাই, বুধবার সকাল সকাল আলিপুর চিড়িয়াখানায় হাজির হলেন শিম্পাঞ্জি বাবুর দাদা-দিদিরা। কেক কেটে বাবুর জন্মদিন পালন করলেন মীর আফসার আলি (Mir Afsar Ali), স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee), সোহিনী ও সপ্তর্ষি।

আলিপুর চিড়িয়াখানার কর্তাব্যক্তি ছাড়াও উপস্থিত দর্শকদের মধ্যে কেক বিতরণ হয়। আর এই বিশেষ দিনে বাবুকে পরিবেশন করা হয়, আঙুর, আপেল, গাজর, মুলো, পেঁপে, পাউরুটির মতো একাধিক খাবার। বাবুকে অ্যাডপ্ট করেছেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত ৷

তিনি বলেন, "বাবু স্বভাবে একটু দুষ্টু হলেও বড্ড মিষ্টি। তাইতো আলিপুর চিড়িয়াখানার সকলের প্রিয় সে। আমার সঙ্গে বাবুর সম্পর্ক ছোটবেলা থেকেই । ছোটবেলায় মায়ের সঙ্গে চিড়িয়াখানায় আসতাম তখন থেকেই বাবুর সঙ্গে আমার সখ্যতা। বাবুকে দত্তক নেওয়ার পাশাপাশি তার জন্মদিন সেলিব্রেশন ঘিরে আমি অনেকটাই উচ্ছ্বসিত ৷ ধন্যবাদ জানাই আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে । যাদের জীবজন্তু প্রিয় তাঁদেরকে আমি অনুরোধ করব আমার মত আপনারাও কোনও না কোনও জীবজন্তুর দত্তক নিতেই পারেন। বিশেষ খরচ নয়। প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সমস্ত অঙ্গকে অর্থাৎ জীবজন্তুকে ভালোবাসুন। তবেই আমরা সকলে ভালো থাকতে পারব।"

বাবুর জন্মদিনে হাজির হলেন দাদা-দিদিরা

আলিপুর চিড়িয়াখানা তরফে জানা গিয়েছে, 1998 সালের চেন্নাইয়ের আরিগনার অন্না জুয়োলজিক্যাল পার্ক থেকে বাবুকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। সেখান থেকেই দীর্ঘ 24 বছর ধরে কলকাতায় বাবুর ঠিকানা। বাবুর দর্শন পেতে গত কয়েক বছরে প্রায় পাঁচ কোটি দর্শক এসেছেন বলে চিড়িয়া খানা কর্তৃপক্ষের দাবি।

আরও পড়ুন: সারমেয়দের শ্রাদ্ধানুষ্ঠান ! 100 পথ সারমেয়ের ভোজনে ব্যস্ত ঘোষদোস্তিদার পরিবার

আলিপুর চিড়িয়াখানার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পার্থ দেবনাথ জানান, এই প্রথম বাবুর জন্মদিন পালন করা হয়েছে চিড়িয়াখানায়। বাবু-সহ সকলেই খুশি। উচ্ছ্বসিত আগত দর্শকরা। কলকাতার বাসিন্দা হলেও মুম্বই-নিবাসী এক দর্শক জানান, আলিপুর চিড়িয়াখানায় এসেছিলেন ঘুরতে। কিন্তু আচমকায় বাবুর জন্মদিনের কেক খেতে পেরে অভিভূত তিনি।

কলকাতা, 26 অক্টোবর: বাবুর 34তম জন্মদিন (Chimpanzee Birthday Celebration)। তাই, বুধবার সকাল সকাল আলিপুর চিড়িয়াখানায় হাজির হলেন শিম্পাঞ্জি বাবুর দাদা-দিদিরা। কেক কেটে বাবুর জন্মদিন পালন করলেন মীর আফসার আলি (Mir Afsar Ali), স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee), সোহিনী ও সপ্তর্ষি।

আলিপুর চিড়িয়াখানার কর্তাব্যক্তি ছাড়াও উপস্থিত দর্শকদের মধ্যে কেক বিতরণ হয়। আর এই বিশেষ দিনে বাবুকে পরিবেশন করা হয়, আঙুর, আপেল, গাজর, মুলো, পেঁপে, পাউরুটির মতো একাধিক খাবার। বাবুকে অ্যাডপ্ট করেছেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত ৷

তিনি বলেন, "বাবু স্বভাবে একটু দুষ্টু হলেও বড্ড মিষ্টি। তাইতো আলিপুর চিড়িয়াখানার সকলের প্রিয় সে। আমার সঙ্গে বাবুর সম্পর্ক ছোটবেলা থেকেই । ছোটবেলায় মায়ের সঙ্গে চিড়িয়াখানায় আসতাম তখন থেকেই বাবুর সঙ্গে আমার সখ্যতা। বাবুকে দত্তক নেওয়ার পাশাপাশি তার জন্মদিন সেলিব্রেশন ঘিরে আমি অনেকটাই উচ্ছ্বসিত ৷ ধন্যবাদ জানাই আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে । যাদের জীবজন্তু প্রিয় তাঁদেরকে আমি অনুরোধ করব আমার মত আপনারাও কোনও না কোনও জীবজন্তুর দত্তক নিতেই পারেন। বিশেষ খরচ নয়। প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সমস্ত অঙ্গকে অর্থাৎ জীবজন্তুকে ভালোবাসুন। তবেই আমরা সকলে ভালো থাকতে পারব।"

বাবুর জন্মদিনে হাজির হলেন দাদা-দিদিরা

আলিপুর চিড়িয়াখানা তরফে জানা গিয়েছে, 1998 সালের চেন্নাইয়ের আরিগনার অন্না জুয়োলজিক্যাল পার্ক থেকে বাবুকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। সেখান থেকেই দীর্ঘ 24 বছর ধরে কলকাতায় বাবুর ঠিকানা। বাবুর দর্শন পেতে গত কয়েক বছরে প্রায় পাঁচ কোটি দর্শক এসেছেন বলে চিড়িয়া খানা কর্তৃপক্ষের দাবি।

আরও পড়ুন: সারমেয়দের শ্রাদ্ধানুষ্ঠান ! 100 পথ সারমেয়ের ভোজনে ব্যস্ত ঘোষদোস্তিদার পরিবার

আলিপুর চিড়িয়াখানার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পার্থ দেবনাথ জানান, এই প্রথম বাবুর জন্মদিন পালন করা হয়েছে চিড়িয়াখানায়। বাবু-সহ সকলেই খুশি। উচ্ছ্বসিত আগত দর্শকরা। কলকাতার বাসিন্দা হলেও মুম্বই-নিবাসী এক দর্শক জানান, আলিপুর চিড়িয়াখানায় এসেছিলেন ঘুরতে। কিন্তু আচমকায় বাবুর জন্মদিনের কেক খেতে পেরে অভিভূত তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.