কলকাতা, 23 জুন : কলকাতা হাইকোর্ট থেকে মামলা তুলে নিল শিশু সুরক্ষা কমিশন । রাজ্যে তাদের কার্যক্রমের ব্যাপারে 23 জুনের মধ্যে শিশু সুরক্ষা কমিশনকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন । কিন্তু বুধবার কমিশনের তরফে আদালতে যে হলফনামা পেশ করা হয় অসম্পূর্ণ বলে আদালত তা গ্রহণ করতে অস্বীকার করে । এরপরই কমিশনের তরফে জানানো হয় তারা পুনরায় নতুন করে মামলা দায়ের করবেন কলকাতা হাইকোর্টে ।
যে সমস্ত শিশু করোনা পরিস্থিতিতে এবং রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসায় অনাথ হয়ে পড়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের আর্থিক সাহায্যের দাবিতে সম্প্রতি শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন । গত 16 জুন মামলার শুনানিতে আদালত জানতে চায় রাজ্যে যখন নির্বাচন ছিল না তখন কমিশন রাজ্যের শিশুদের জন্য কি করেছে ? প্রধান বিচারপতি বেশ ক্ষোভের সঙ্গে কমিশনের চেয়ারপার্সনকে প্রশ্ন করেছিলেন করোনা পরিস্থিতিতে রাজ্যের কোথায় কত শিশুর মৃত্যু হয়েছে তার হিসেব কমিশনের কাছে আছে ? কমিশনের ওয়েবসাইটে সেই তথ্য নেই কেন ?
আরও পড়ুন : রাজ্যের অনাথ শিশুদের বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
আদালত আরও জানায়, সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত একটি মামলায় সম্প্রতি প্রত্যেক রাজ্যে করোনা পরিস্থিতিতে যে সমস্ত শিশু মারা গিয়েছে বা যারা পিতা-মাতাকে হারিয়েছে তাদের চিহ্নিত করে আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে । সেই ব্যাপারে কমিশন কি করছে ? এই সমস্ত ব্যাপারে 23 জুনের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । কিন্তু শিশু সুরক্ষা কমিশনের তরফে বুধবার আদালতে যে হলফনামা পেশ করা হয় তা অসম্পূর্ণ বলে আদালত গ্রহণ করেনি ।