খিদিরপুর, 21 জুন: 4 জুন থেকে নিখোঁজ খিদিরপুর বিকে রোডের বাসিন্দা 11 বছরের আয়ান খান । তাকে খোঁজার ব্যাপারে পুলিশ চরম গাফিলতি করছে বলে অভিযোগ তুলেছে আয়ানের পরিবার । নিরুপায় হয়ে শিশুটির পোস্টার পাড়ায় পাড়ায় দিয়ে নিজেরাই খোঁজ চালাচ্ছে আয়ানের পরিবার ও প্রতিবেশীরা ৷
আয়ান খানের পরিবারের লোকেদের বক্তব্য, 17 দিন ধরে নিখোঁজ তাঁদের ছেলে ৷ 4 জুন খেলতে যাবে বলে সে বাড়ি থেকে বেরিয়েছিল । তারপর থেকে আর বাড়িতে ফেরেনি আয়ান । পরিবারের লোকেদের অভিযোগ, দিলীপ নামে এক ব্যক্তির বিরুদ্ধে । দিলীপ আয়ানকে অপহরণ করে বিক্রি করে দিতে পারে বলে সন্দেহ করছে আয়ানের পরিবার ।
তাদের আরও অভিযোগ যে, ওয়াটগঞ্জ থানার পুলিশ আয়ানকে খোঁজার ব্যাপারে কোনও রকম তৎপরতা দেখাচ্ছে না ৷ বারবার অভিযোগ করা হলেও তাদের কোনও হেলদোল নেই ৷ অভিযোগ, বাড়ির লোককেই পুলিশ বলছে 'আপনারা খুঁজে বের করুন ।' পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন আয়ানের পরিবারের লোকেরা । তাঁরা অবিলম্বে তাঁদের ছেলেকে ফেরত পেতে চান ৷ তাই তাঁরা ছেলের ছবি দেখিয়ে বিভিন্ন জায়গায় নিজেরাই ছেলেকে খুঁজে বেরাচ্ছেন ৷
আরও পড়ুন: স্ত্রী খুনে অভিযুক্ত স্বামী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি শাশুড়ি
আয়ানের পরিবারের অভিযোগ, পুলিশের উপর ভরসা নেই বলেই তাঁরা নিজেরা পোস্টার লাগাচ্ছেন আয়ানের । তাঁদের সরাসরি অভিযোগ, ওয়াটগঞ্জের যে তদন্তকারী অফিসার এই ঘটনার তদন্ত করছেন তাঁর কোনও হেলদোল নেই ৷ তাই পাড়ায় পাড়ায় পোস্টার দিচ্ছেন পরিবার ও প্রতিবেশীরাই ৷ আয়ান খানের পরিবার লালবাজারে গিয়েও মিসিং ডায়েরি করে এসেছেন ৷
এ বিষয়ে ওয়াটগঞ্জ থানার তদন্তকারী অফিসারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "তদন্তের জন্য আয়ান খানের ছবি ও ডিটেলস পাঠানো হয়েছে বিভিন্ন থানায় ৷ আমরা তদন্ত করছি ৷" দিলীপ নামে যে ব্যক্তির বিরুদ্ধে আয়ানের পরিবার অভিযোগ এনেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জিজ্ঞাসা করা হলে তদন্তকারী অফিসার বলেন, বাচ্চাটির খোঁজ চলছে ও তদন্ত চলছে । অভিযুক্ত ব্যক্তির সন্ধান চালানো হচ্ছে বলেও জানান তিনি ৷ নিরুপায় হয়ে আয়ান খানের পরিবার সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছে ৷