কলকাতা, 18 মে : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কয়েকজন নার্স । এরপর হাসপাতালের আংশিক পরিষেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ । কিন্তু, কলকাতার আশপাশের এলাকা থেকে এই হাসপাতালে আর ডিউটি করতে আসতে পারেননি প্রায় 70 শতাংশ কর্মী । এর জেরে জরুরি বিভাগ বাদে হাসপাতালের পরিষেবা বন্ধ করে দিতে হয়েছিল । আজ 12 দিন পর ফের চালু হল পার্ক সার্কাসের বেসরকারি শিশু হাসপাতালের পরিষেবা ।
5 মে জানা যায়, পার্কসার্কাসের বেসরকারি ওই হাসপাতালের 12 জন নার্স কোরোনায় আক্রান্ত হয়েছেন । এর আগেও এই হাসপাতালের আরও এক নার্স কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । জানা গেছে, একসঙ্গে 12 জন নার্সের কোরোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতালের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক । সংক্রমণ যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য হাসপাতালের আংশিক পরিষেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ ।
কলকাতার আশপাশের এলাকায় থাকেন এই হাসপাতালের নার্স, চতুর্থ শ্রেণির কর্মী মিলিয়ে প্রায় 70 শতাংশ কর্মী । জানা যায়, হাসপাতালের এতজন নার্স কোরোনা আক্রান্ত হওয়ার জেরে তাঁরা ডিউটি করতে আসতে পারছিলেন না ৷ কারণ স্থানীয়রা বাধা দিচ্ছিল ৷ কলকাতার অন্য হাসপাতালগুলিও এই ধরনের ঘটনার সম্মুখীন হয় ৷ পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পার্ক সার্কাসের এই হাসপাতাল কর্তৃপক্ষ । তবে, সুরাহা কিছু হয়নি । অবশেষে, সমস্যার সমাধানের জন্য আবেদন জানিয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে জানানো হয় । এরপর পরিস্থিতি বদলে যায় । হাসপাতালকে জীবাণুমুক্ত করা হয় ৷ আজ থেকে ফের এখানকার পরিষেবা চালু হয়েছে । এই হাসপাতালের অধিকর্তা চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, " হাসপাতালের কয়েক জন কোরোনায় আক্রান্ত হওয়ার কারণে কলকাতার আশপাশ অঞ্চল থেকে আমাদের হাসপাতালের প্রায় 70 শতাংশ কর্মী আসতে পারছিলেন না । প্রশাসনের সহায়তায় আমরা আজ থেকে আবার হাসপাতালের পরিষেবা চালু করতে পারলাম । "