ETV Bharat / state

ইকোপার্কে জলে ডুবে মৃত্যু শিশুর

গতকাল দুপুরে আব্বা আম্মার সঙ্গে ইকোপার্ক ঘুরতে গেছিল আয়াজ়। পার্কেরই এক পুকুরে ডুবে যায় সে। ঘণ্টা চারেক পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

ছবি
author img

By

Published : Nov 17, 2019, 4:41 AM IST

Updated : Nov 17, 2019, 6:03 AM IST

কলকাতা, 17 নভেম্বর : ইকোপার্কে জলে ডুবে মৃত্যু হল শিশুর । মৃতের নাম শেখ আয়াজ় । বছর চারেকের আয়াজ়ের বাড়ি তালতলা থানা এলাকায় ।

গতকাল দুপুরে আব্বা আম্মার সঙ্গে ইকোপার্ক ঘুরতে গেছিল আয়াজ় । সেখানেই চিলড্রেন্স পার্ক সংলগ্ন একটি পুকুরের ধারে ঘোরাঘুরি করছিল । বিকেলের পর আর খুঁজে পাওয়া যায়নি তাকে । সঙ্গে সঙ্গে আয়াজ়ের আব্বা, আম্মা ইকোপার্ক কন্ট্রোল রুমে গিয়ে বিষয়টি জানায় । সেখান থেকে মাইকের সাহায্যে শিশু নিখোঁজের বিষয়টি জানিয়ে দেওয়া হয় । কিন্তু তারপরও কোনও খোঁজ পাওয়া যায়নি আয়াজ়ের ।

পরে ইকোপার্কের তরফে স্থানীয় নিউটাউন থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হয় । তড়িঘড়ি বিধাননগর সিটি পুলিশের ডুবুরি নামানো হয় ওই পুকুরটিতে । সেখানেই তিন ঘন্টা ধরে তল্লাশি চলে । সন্ধ্যা সাতটা নাগাদ জলের তলা থেকে শিশুটিকে উদ্ধার করে ডুবুরিরা । পরে VIP রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

image
শিশুকে জল থেকে তোলা হচ্ছে

গতকাল ওই পরিবারের সঙ্গে প্রতিবেশী দুই সদস্যও গেছিলেন ইকোপার্কে ঘুরতে । কিন্তু তাঁদের সকলের নজর এড়িয়ে জলাশয়ের দিকে চলে যায় আয়াজ় । এদিকে ইকোপার্কের CCTV ফুটেজ় থেকে শিশুটির গতিবিধি বুঝতে পেরে পুকুরের জলে ডুবুরি নামায় পুলিশ । তবে, পার্কের এই জলের ধারে কোনও ফেন্সিং দেওয়া ছিল না । সেই কারণেই শিশুদের যাওয়া নিষেধ ছিল । ইকোপার্কের মূল পুকুরটিকে ফেন্সিং দিয়ে ঘিরে রাখা হলেও এই পুকুরের ধারে কোনও ফেন্সিং ছিল না । ওখানে কোনও সর্বক্ষণের সুরক্ষাকর্মীও ছিল না । প্রশ্ন উঠছে ইকো পার্কের পরিকাঠামোর উপর । এই বিষয়ে, এখনও পর্যন্ত পার্ক আধিকারিকদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

কলকাতা, 17 নভেম্বর : ইকোপার্কে জলে ডুবে মৃত্যু হল শিশুর । মৃতের নাম শেখ আয়াজ় । বছর চারেকের আয়াজ়ের বাড়ি তালতলা থানা এলাকায় ।

গতকাল দুপুরে আব্বা আম্মার সঙ্গে ইকোপার্ক ঘুরতে গেছিল আয়াজ় । সেখানেই চিলড্রেন্স পার্ক সংলগ্ন একটি পুকুরের ধারে ঘোরাঘুরি করছিল । বিকেলের পর আর খুঁজে পাওয়া যায়নি তাকে । সঙ্গে সঙ্গে আয়াজ়ের আব্বা, আম্মা ইকোপার্ক কন্ট্রোল রুমে গিয়ে বিষয়টি জানায় । সেখান থেকে মাইকের সাহায্যে শিশু নিখোঁজের বিষয়টি জানিয়ে দেওয়া হয় । কিন্তু তারপরও কোনও খোঁজ পাওয়া যায়নি আয়াজ়ের ।

পরে ইকোপার্কের তরফে স্থানীয় নিউটাউন থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হয় । তড়িঘড়ি বিধাননগর সিটি পুলিশের ডুবুরি নামানো হয় ওই পুকুরটিতে । সেখানেই তিন ঘন্টা ধরে তল্লাশি চলে । সন্ধ্যা সাতটা নাগাদ জলের তলা থেকে শিশুটিকে উদ্ধার করে ডুবুরিরা । পরে VIP রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

image
শিশুকে জল থেকে তোলা হচ্ছে

গতকাল ওই পরিবারের সঙ্গে প্রতিবেশী দুই সদস্যও গেছিলেন ইকোপার্কে ঘুরতে । কিন্তু তাঁদের সকলের নজর এড়িয়ে জলাশয়ের দিকে চলে যায় আয়াজ় । এদিকে ইকোপার্কের CCTV ফুটেজ় থেকে শিশুটির গতিবিধি বুঝতে পেরে পুকুরের জলে ডুবুরি নামায় পুলিশ । তবে, পার্কের এই জলের ধারে কোনও ফেন্সিং দেওয়া ছিল না । সেই কারণেই শিশুদের যাওয়া নিষেধ ছিল । ইকোপার্কের মূল পুকুরটিকে ফেন্সিং দিয়ে ঘিরে রাখা হলেও এই পুকুরের ধারে কোনও ফেন্সিং ছিল না । ওখানে কোনও সর্বক্ষণের সুরক্ষাকর্মীও ছিল না । প্রশ্ন উঠছে ইকো পার্কের পরিকাঠামোর উপর । এই বিষয়ে, এখনও পর্যন্ত পার্ক আধিকারিকদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Intro: ইকোপার্কে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন ভ্রমনার্থীরা। শনিবার সন্ধ্যায় ইকোপার্কের জলে ডুবে মারা গেল চার বছরের এক শিশু। মৃতের নাম তালতলা থানা এলাকার বাসিন্দা শেখ আয়াজ (৪)।Body:এদিন আয়াজ তার বাবা এবং মায়ের সঙ্গে ইকোপার্কে ঘুরতে আসে দুপুরেই। সেখানেই চিল্ড্রেন্স পার্ক সংলগ্ন একটি পুকুর ধারে ঘোরাঘুরি করছিল শিশুটি। কিন্তু বিকেলের পর ওই শিশুটিকে আর খুঁজে পায়নি। তার পরিবারের সদস্যর। তার বাবা এবং মা ইকোপার্কে কন্ট্রোল রুমে গিয়ে বিষয়টি জানায়। সেখান থেকে মাইকের সাহায্যে সকল ভ্রমনার্থীকে কাছে শিশু নিখোঁজের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও শিশুটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ইকোপার্কের পক্ষ থেকে স্থানীয় নিউটাউন থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হয়। বিধাননগর সিটি পুলিশের ডুবুরি নামানো হয় ওই পুকুরটিতে। সেখানেই দীর্ঘ তিন ঘন্টা ধরে খোঁজাখুঁজির কাজ চালানো হয়। পরে সন্ধ্যা সাতটা নাগাদ জলের তলা থেকে ওই শিশুটিকে উদ্ধার করে ডুবুরিরা। পরে পুলিশের সাহায্যে তাকে ভি আই পি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানেই জানান শিশুটি মারা গিয়েছে। এদিকে আরও জানা গিয়েছে এদিন ওই পরিবারের সঙ্গে প্রতিবেশী দুই সদস্যও গিয়েছিলেন ইকোপার্কে ঘুরতে। কিন্তু তাদের সকলের নজর এড়িয়ে শিশুটি চিল্ড্রেন্স পার্কের দিকে চলে যায়। এরপর কিভাবে সেই পার্ক থেকে শিশুটি কয়েক শো গজ দূরে অবস্থিত ওই জলাশয়ের দিকে চলে গিয়েছিল সেই বিষয়ে কেউই জানতেন না। এদিকে ইকোপার্কের সিসি টিভি ফুটেজ থেকে শিশুটির গতিবিধিকে বুঝে নিয়ে তবেই ওই পুকুরের জলে ডুবুরি নামায় পুলিশ। জানা গিয়েছে পার্কের এই জলের ধারে কোনও ফেন্সিং দেওয়া ছিল না। সেই কারণেই এই পুকুরের ধারে শিশুদের যাওয়া নিষেধ ছিল। কিন্তু এদিন শিশুটি সেই দিকেই চলে যাওয়ার কারণে জলে পড়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। এদিকে এই বিষয়ে এদিন হিডকোর আধিকারিকদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঠিক কেন ওই পুকুরটিকে অরক্ষিত রাখা হয়েছিল সেই নিয়েই প্রশ্ন তুলেছেন ভ্রমনার্থীরা। কারণ ইকোপার্কের মূল পুকুরটিকে সুন্দরভাবে ফেন্সিং দিয়ে ঘিরে রাখা হলেও এই পুকুরের ধারে কোনও বেড়া ছিল না। এই জায়গায় সাধারণত সর্বক্ষনের জন্য সুরক্ষা কর্মিরাও থাকেন না। ফলে এহেন ঘটনা যেন ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক এই পার্কের খামতিগুলিকে। যেখানে এতগুলি পুকুর বিশিষ্ট এই পার্কের সুরক্ষাকে যেন কার্যত প্রশ্নের মুখে ঠেলে দিল এদিনের এই ঘটনা।Conclusion:
Last Updated : Nov 17, 2019, 6:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.